
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয়ের পর আকাশে উড়ছিল ভারত। বিরাট কোহলির দলের বন্দনায় মেতেছিলেন সবাই।
সুনীল গাভাস্কার তো ইংলিশদের সিরিজে ফেরার কোনো সম্ভাবনাই দেখছিলেন না। বলেছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে স্বাগতিকদের। জো রুট-জিমি অ্যান্ডারসনদের হতে হবে ‘অতিমানব’।
গাভাস্কারের কথাগুলো বোধ হয় ইংলিশদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল। এবার তাই তেলে-বেগুনে জ্বলে উঠলেন অ্যান্ডারসন-রবিনসন-ওভারটনরা।
লিডসের হেডিংলিতে আজ থেকে শুরু হওয়া দুদলের তৃতীয় টেস্টে ভারতকে ৭৮ রানে অলআউটের লজ্জা দিয়েছে ইংল্যান্ড। নিজেদের ৮৯ বছরের টেস্ট ইতিহাসে এটি ভারতের নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন।
ইংলিশ ফাস্ট বোলারদের সুনিপুণ প্রদর্শনীতে আজ দেড় সেশনও টিকতে পারেনি সফরকারীরা। তাদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ৪০.৪ ওভার।
ভারতকে ভড়কে দেওয়ার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন অ্যান্ডারসন। মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এবারও তাঁর সুইংয়ে বিভ্রান্ত হয়ে ফিরেছেন অধিনায়ক কোহলি (৭)। তিন উইকেট নিয়েছেন মার্ক উডের জায়গায় সুযোগ পাওয়া ক্রেইগ ওভারটনও। বাকি ৪ উইকেট ভাগ করে নিয়েছেন অন্য দুই পেসার স্যাম কুরান ও ওলি রবিনসন।
ভারতীয় স্কোরকার্ড দেখলে মনে হবে যেন ফোন নম্বর! রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮) ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাকিদের স্কোর–০,১, ৭,২, ৪,০, ৮,০, ৩! অতিরিক্ত খাত থেকে ১৬ রান না এলে আরও ভরাডুবি হতো ভারতের।
জবাব দিতে নেমে দারুণ সূচনা করেছেন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ ওভারে বিনা উইকেটে ১২০ রান। এরই মধ্যে নিয়েছে ৪২ রানের লিড।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে বড় লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয়দের। সেবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলেন কোহলি-রাহানে-পুজারারা। সেটিই টেস্ট ইতিহাসে তাঁদের সর্বনিম্ন দলীয় স্কোর। পরের তিন টেস্টে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে অবশ্য অস্ট্রেলিয়া জয় করেই ফিরেছিল ভারত। আজ আরেকটি ব্যাটিং দুঃস্বপ্নের পর ভারত কি পারবে ইংল্যান্ড জয় করতে?

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয়ের পর আকাশে উড়ছিল ভারত। বিরাট কোহলির দলের বন্দনায় মেতেছিলেন সবাই।
সুনীল গাভাস্কার তো ইংলিশদের সিরিজে ফেরার কোনো সম্ভাবনাই দেখছিলেন না। বলেছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে স্বাগতিকদের। জো রুট-জিমি অ্যান্ডারসনদের হতে হবে ‘অতিমানব’।
গাভাস্কারের কথাগুলো বোধ হয় ইংলিশদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল। এবার তাই তেলে-বেগুনে জ্বলে উঠলেন অ্যান্ডারসন-রবিনসন-ওভারটনরা।
লিডসের হেডিংলিতে আজ থেকে শুরু হওয়া দুদলের তৃতীয় টেস্টে ভারতকে ৭৮ রানে অলআউটের লজ্জা দিয়েছে ইংল্যান্ড। নিজেদের ৮৯ বছরের টেস্ট ইতিহাসে এটি ভারতের নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন।
ইংলিশ ফাস্ট বোলারদের সুনিপুণ প্রদর্শনীতে আজ দেড় সেশনও টিকতে পারেনি সফরকারীরা। তাদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ৪০.৪ ওভার।
ভারতকে ভড়কে দেওয়ার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন অ্যান্ডারসন। মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এবারও তাঁর সুইংয়ে বিভ্রান্ত হয়ে ফিরেছেন অধিনায়ক কোহলি (৭)। তিন উইকেট নিয়েছেন মার্ক উডের জায়গায় সুযোগ পাওয়া ক্রেইগ ওভারটনও। বাকি ৪ উইকেট ভাগ করে নিয়েছেন অন্য দুই পেসার স্যাম কুরান ও ওলি রবিনসন।
ভারতীয় স্কোরকার্ড দেখলে মনে হবে যেন ফোন নম্বর! রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮) ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাকিদের স্কোর–০,১, ৭,২, ৪,০, ৮,০, ৩! অতিরিক্ত খাত থেকে ১৬ রান না এলে আরও ভরাডুবি হতো ভারতের।
জবাব দিতে নেমে দারুণ সূচনা করেছেন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ ওভারে বিনা উইকেটে ১২০ রান। এরই মধ্যে নিয়েছে ৪২ রানের লিড।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে বড় লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয়দের। সেবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলেন কোহলি-রাহানে-পুজারারা। সেটিই টেস্ট ইতিহাসে তাঁদের সর্বনিম্ন দলীয় স্কোর। পরের তিন টেস্টে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে অবশ্য অস্ট্রেলিয়া জয় করেই ফিরেছিল ভারত। আজ আরেকটি ব্যাটিং দুঃস্বপ্নের পর ভারত কি পারবে ইংল্যান্ড জয় করতে?

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে