
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয়ের পর আকাশে উড়ছিল ভারত। বিরাট কোহলির দলের বন্দনায় মেতেছিলেন সবাই।
সুনীল গাভাস্কার তো ইংলিশদের সিরিজে ফেরার কোনো সম্ভাবনাই দেখছিলেন না। বলেছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে স্বাগতিকদের। জো রুট-জিমি অ্যান্ডারসনদের হতে হবে ‘অতিমানব’।
গাভাস্কারের কথাগুলো বোধ হয় ইংলিশদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল। এবার তাই তেলে-বেগুনে জ্বলে উঠলেন অ্যান্ডারসন-রবিনসন-ওভারটনরা।
লিডসের হেডিংলিতে আজ থেকে শুরু হওয়া দুদলের তৃতীয় টেস্টে ভারতকে ৭৮ রানে অলআউটের লজ্জা দিয়েছে ইংল্যান্ড। নিজেদের ৮৯ বছরের টেস্ট ইতিহাসে এটি ভারতের নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন।
ইংলিশ ফাস্ট বোলারদের সুনিপুণ প্রদর্শনীতে আজ দেড় সেশনও টিকতে পারেনি সফরকারীরা। তাদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ৪০.৪ ওভার।
ভারতকে ভড়কে দেওয়ার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন অ্যান্ডারসন। মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এবারও তাঁর সুইংয়ে বিভ্রান্ত হয়ে ফিরেছেন অধিনায়ক কোহলি (৭)। তিন উইকেট নিয়েছেন মার্ক উডের জায়গায় সুযোগ পাওয়া ক্রেইগ ওভারটনও। বাকি ৪ উইকেট ভাগ করে নিয়েছেন অন্য দুই পেসার স্যাম কুরান ও ওলি রবিনসন।
ভারতীয় স্কোরকার্ড দেখলে মনে হবে যেন ফোন নম্বর! রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮) ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাকিদের স্কোর–০,১, ৭,২, ৪,০, ৮,০, ৩! অতিরিক্ত খাত থেকে ১৬ রান না এলে আরও ভরাডুবি হতো ভারতের।
জবাব দিতে নেমে দারুণ সূচনা করেছেন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ ওভারে বিনা উইকেটে ১২০ রান। এরই মধ্যে নিয়েছে ৪২ রানের লিড।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে বড় লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয়দের। সেবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলেন কোহলি-রাহানে-পুজারারা। সেটিই টেস্ট ইতিহাসে তাঁদের সর্বনিম্ন দলীয় স্কোর। পরের তিন টেস্টে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে অবশ্য অস্ট্রেলিয়া জয় করেই ফিরেছিল ভারত। আজ আরেকটি ব্যাটিং দুঃস্বপ্নের পর ভারত কি পারবে ইংল্যান্ড জয় করতে?

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয়ের পর আকাশে উড়ছিল ভারত। বিরাট কোহলির দলের বন্দনায় মেতেছিলেন সবাই।
সুনীল গাভাস্কার তো ইংলিশদের সিরিজে ফেরার কোনো সম্ভাবনাই দেখছিলেন না। বলেছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে স্বাগতিকদের। জো রুট-জিমি অ্যান্ডারসনদের হতে হবে ‘অতিমানব’।
গাভাস্কারের কথাগুলো বোধ হয় ইংলিশদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল। এবার তাই তেলে-বেগুনে জ্বলে উঠলেন অ্যান্ডারসন-রবিনসন-ওভারটনরা।
লিডসের হেডিংলিতে আজ থেকে শুরু হওয়া দুদলের তৃতীয় টেস্টে ভারতকে ৭৮ রানে অলআউটের লজ্জা দিয়েছে ইংল্যান্ড। নিজেদের ৮৯ বছরের টেস্ট ইতিহাসে এটি ভারতের নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন।
ইংলিশ ফাস্ট বোলারদের সুনিপুণ প্রদর্শনীতে আজ দেড় সেশনও টিকতে পারেনি সফরকারীরা। তাদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ৪০.৪ ওভার।
ভারতকে ভড়কে দেওয়ার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন অ্যান্ডারসন। মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এবারও তাঁর সুইংয়ে বিভ্রান্ত হয়ে ফিরেছেন অধিনায়ক কোহলি (৭)। তিন উইকেট নিয়েছেন মার্ক উডের জায়গায় সুযোগ পাওয়া ক্রেইগ ওভারটনও। বাকি ৪ উইকেট ভাগ করে নিয়েছেন অন্য দুই পেসার স্যাম কুরান ও ওলি রবিনসন।
ভারতীয় স্কোরকার্ড দেখলে মনে হবে যেন ফোন নম্বর! রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮) ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাকিদের স্কোর–০,১, ৭,২, ৪,০, ৮,০, ৩! অতিরিক্ত খাত থেকে ১৬ রান না এলে আরও ভরাডুবি হতো ভারতের।
জবাব দিতে নেমে দারুণ সূচনা করেছেন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ ওভারে বিনা উইকেটে ১২০ রান। এরই মধ্যে নিয়েছে ৪২ রানের লিড।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে বড় লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয়দের। সেবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলেন কোহলি-রাহানে-পুজারারা। সেটিই টেস্ট ইতিহাসে তাঁদের সর্বনিম্ন দলীয় স্কোর। পরের তিন টেস্টে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে অবশ্য অস্ট্রেলিয়া জয় করেই ফিরেছিল ভারত। আজ আরেকটি ব্যাটিং দুঃস্বপ্নের পর ভারত কি পারবে ইংল্যান্ড জয় করতে?

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তঃপ্রাণ সমর্থক মোহাম্মদ আতাউর রহমান আর নেই। ক্রীড়াঙ্গনে যাঁর পরিচিতি 'আতা ভাই' হিসেবে। গতকাল রাত ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৫ মিনিট আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন—গত কয়েক দিনে এই বিষয়গুলো হয়ে উঠেছে ‘টক অব দ্য টাউন।’ বিশ্বকাপ মাঠে গড়াতে এক মাসও বাকি নেই। টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, আরও বেশি জটিলতা তৈরি হয়েছে।
৪১ মিনিট আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নেমেছিল রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্সের বিপক্ষে সুপার ওভারে রোমাঞ্চকর জয় পেয়েছিল রাজশাহী। ঠিক এক সপ্তাহ পর আজ মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
১ ঘণ্টা আগে
সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু টেস্টই খেলছেন নাঈম হাসান। তাও যে নিয়মিত সুযোগ পেয়েছেন, তা নয়। নামের পাশে ১৪ টেস্ট বলে দিচ্ছে অনেক কিছু। ২৫ বছর বয়সী বাংলাদেশের এই স্পিনার জানালেন, সব খেলোয়াড়ের জীবন এক হয় না।
২ ঘণ্টা আগে