
ভারত, পাকিস্তান, বাংলাদেশ—জয় দিয়ে ২০২৩ বিশ্বকাপ শুরু করেছে উপমহাদেশের এই তিন দল। শুধু জয়ই নয়, বলতে গেলে দাপটের সঙ্গে জিতেছে তারা। উপমহাদেশের তিন দলের সামনে প্রতিপক্ষ দল পাত্তাই পায়নি।
১০ দলের বিশ্বকাপে গতকাল পর্যন্ত প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলেছে। যার মধ্যে সেরা চারে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ। যার মধ্যে গত পরশু ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ৯২ বল হাতে রেখে জিতে যাওয়ায় সাকিব আল হাসানের দলের নেট রানরেট: +১.৪৩৮। আর নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে পাকিস্তানের নেট রানরেট: +১.৬২০। পয়েন্ট তালিকায় তিন ও চার নম্বরে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। অন্যদিকে গতকাল চেন্নাইতে ৫২ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালেও সেরা চারে উঠতে পারেনি ভারত। +০.৮৮৩ নেট রানরেট দিয়ে রোহিত শর্মার দল রয়েছে পাঁচ নম্বরে। যেখানে অস্ট্রেলিয়া ১৯৯ রানে অলআউট হয়ে যায় আর ভারত ৪১.২ ওভারে ৪ উইকেটে ২০১ রান করে।
দশ দলের পয়েন্ট তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ড। আহমেদাবাদে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য ৮২ বল হাতে রেখে ৯ উইকেটে জিতে যায় কিউইরা। কিউইদের নেট রানরেট: +২.১৪৯। বিপরীত কারণে-২.১৪৯ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ইংলিশরা। নিউজিল্যান্ডের পর ২ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার নেট রানরেট +২.০৪০। দিল্লিতে গত পরশু রানবন্যার ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের স্কোর করে প্রোটিয়ারা।
২০২৩ বিশ্বকাপের পয়েন্ট তালিকা
৮ অক্টোবর, ২০২৩ পর্যন্ত

ভারত, পাকিস্তান, বাংলাদেশ—জয় দিয়ে ২০২৩ বিশ্বকাপ শুরু করেছে উপমহাদেশের এই তিন দল। শুধু জয়ই নয়, বলতে গেলে দাপটের সঙ্গে জিতেছে তারা। উপমহাদেশের তিন দলের সামনে প্রতিপক্ষ দল পাত্তাই পায়নি।
১০ দলের বিশ্বকাপে গতকাল পর্যন্ত প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলেছে। যার মধ্যে সেরা চারে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ। যার মধ্যে গত পরশু ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ৯২ বল হাতে রেখে জিতে যাওয়ায় সাকিব আল হাসানের দলের নেট রানরেট: +১.৪৩৮। আর নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে পাকিস্তানের নেট রানরেট: +১.৬২০। পয়েন্ট তালিকায় তিন ও চার নম্বরে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। অন্যদিকে গতকাল চেন্নাইতে ৫২ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালেও সেরা চারে উঠতে পারেনি ভারত। +০.৮৮৩ নেট রানরেট দিয়ে রোহিত শর্মার দল রয়েছে পাঁচ নম্বরে। যেখানে অস্ট্রেলিয়া ১৯৯ রানে অলআউট হয়ে যায় আর ভারত ৪১.২ ওভারে ৪ উইকেটে ২০১ রান করে।
দশ দলের পয়েন্ট তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ড। আহমেদাবাদে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য ৮২ বল হাতে রেখে ৯ উইকেটে জিতে যায় কিউইরা। কিউইদের নেট রানরেট: +২.১৪৯। বিপরীত কারণে-২.১৪৯ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ইংলিশরা। নিউজিল্যান্ডের পর ২ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার নেট রানরেট +২.০৪০। দিল্লিতে গত পরশু রানবন্যার ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের স্কোর করে প্রোটিয়ারা।
২০২৩ বিশ্বকাপের পয়েন্ট তালিকা
৮ অক্টোবর, ২০২৩ পর্যন্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে