নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গলে ম্যাচ ড্র হওয়া অনেকটা চোখ কপালে ওঠার মতো। সমুদ্রঘেঁষা এই ভেন্যুতে সবশেষ ২৬ ম্যাচে কোনো দলই ড্রয়ের জন্য সমঝোতা করেনি। বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতি টানল সেই ধারাবাহিকতার। ম্যাচটি কি জেতার জন্য খেলতে পারত না বাংলাদেশ? পারত না আরেকটু আগে ইনিংস ঘোষণা করতে? সেই প্রশ্নগুলোই রাখা হয়েছিল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে।
শেষ দিনে বৃষ্টির বাগড়ায় নষ্ট হয় প্রায় এক সেশনের খেলা। বাংলাদেশ যখন ২৯৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কার হাতে ছিল ৩৭ ওভার। যদিও ৩২ ওভার শেষেই ড্র মেনে নেন শান্ত। এর মধ্যে স্বাগতিকদের ৪ উইকেট নিতে পেরেছে সফরকারীরা।
আরও ইনিংস ঘোষণা না করার পেছনে প্রকৃতিকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘এই রকম আসলে মনে হয়নি। পঞ্চম দিনে উইকেটটা আমরা যেমন প্রত্যাশা করেছিলাম। সেরকম হয়নি। চতুর্থ দিনে বেশ আরামেই ব্যাটিং করছিলাম। আমরা এমন একটা পজিশনে যেতে চাচ্ছিলাম যেখান থেকে ম্যাচটা হারার সম্ভবনা কম থাকবে। জেতার সম্ভবনাটাই বেশি থাকে। মাঝের বৃষ্টি পরিকল্পনায় কিছুটা বদল করে দিয়েছে আমাদের। সবমিলিয়ে এই ম্যাচটা সবসময় আমাদের জেতার জন্য চেষ্টা ছিল।’
৬০-৭০ এর মতো ওভার হাতে পেলে শ্রীলঙ্কাকে হারানোর সুযোগ ছিল বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আমরা তখন পর্যন্ত ওই অবস্থায় ছিলাম না। উইকেট কেমন আচরণ করে সেটা বুঝতে একটু সময় নিয়েছি। এক ঘণ্টা সময় নিয়েছি। আমরা ওভার প্রতি তিন করে রান নিচ্ছিলাম। প্রথম ১৭–১৮ ওভারে ৬০ রানের মতো নিয়েছি। আমরা লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম। তাহলে চিত্রটা ভিন্ন হতো। পঞ্চম দিনে যেরকম উইকেট ছিল ৬০ থেকে ৭০ ওভার পর্যন্ত হলে আমার মনে হয় ভালো একটা সুযোগ তৈরি হতো বোলিংয়ে।’
গলে ম্যাচ ড্র হওয়া অনেকটা চোখ কপালে ওঠার মতো। সমুদ্রঘেঁষা এই ভেন্যুতে সবশেষ ২৬ ম্যাচে কোনো দলই ড্রয়ের জন্য সমঝোতা করেনি। বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতি টানল সেই ধারাবাহিকতার। ম্যাচটি কি জেতার জন্য খেলতে পারত না বাংলাদেশ? পারত না আরেকটু আগে ইনিংস ঘোষণা করতে? সেই প্রশ্নগুলোই রাখা হয়েছিল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে।
শেষ দিনে বৃষ্টির বাগড়ায় নষ্ট হয় প্রায় এক সেশনের খেলা। বাংলাদেশ যখন ২৯৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কার হাতে ছিল ৩৭ ওভার। যদিও ৩২ ওভার শেষেই ড্র মেনে নেন শান্ত। এর মধ্যে স্বাগতিকদের ৪ উইকেট নিতে পেরেছে সফরকারীরা।
আরও ইনিংস ঘোষণা না করার পেছনে প্রকৃতিকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘এই রকম আসলে মনে হয়নি। পঞ্চম দিনে উইকেটটা আমরা যেমন প্রত্যাশা করেছিলাম। সেরকম হয়নি। চতুর্থ দিনে বেশ আরামেই ব্যাটিং করছিলাম। আমরা এমন একটা পজিশনে যেতে চাচ্ছিলাম যেখান থেকে ম্যাচটা হারার সম্ভবনা কম থাকবে। জেতার সম্ভবনাটাই বেশি থাকে। মাঝের বৃষ্টি পরিকল্পনায় কিছুটা বদল করে দিয়েছে আমাদের। সবমিলিয়ে এই ম্যাচটা সবসময় আমাদের জেতার জন্য চেষ্টা ছিল।’
৬০-৭০ এর মতো ওভার হাতে পেলে শ্রীলঙ্কাকে হারানোর সুযোগ ছিল বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আমরা তখন পর্যন্ত ওই অবস্থায় ছিলাম না। উইকেট কেমন আচরণ করে সেটা বুঝতে একটু সময় নিয়েছি। এক ঘণ্টা সময় নিয়েছি। আমরা ওভার প্রতি তিন করে রান নিচ্ছিলাম। প্রথম ১৭–১৮ ওভারে ৬০ রানের মতো নিয়েছি। আমরা লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম। তাহলে চিত্রটা ভিন্ন হতো। পঞ্চম দিনে যেরকম উইকেট ছিল ৬০ থেকে ৭০ ওভার পর্যন্ত হলে আমার মনে হয় ভালো একটা সুযোগ তৈরি হতো বোলিংয়ে।’
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৬ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
৭ ঘণ্টা আগে