নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক ঘণ্টার অপেক্ষা। তার আগে বিশ্বকাপের ১৬ অধিনায়ককে নিয়ে হয়ে গেল ‘ক্যাপ্টেইনস ডে’, যেখানে অধিনায়কেরা সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু এবারই প্রথম। আর এই ‘অধিনায়ক দিবস’ ভালোই মাতিয়েছেন সাকিব।
মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে হয়েছে অধিনায়কদের এই সংবাদ সম্মেলন। ৮ জন করে দুটি ভাগে ১৬ দলের অধিনায়ক নিজের দল নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আসেন দ্বিতীয় ধাপে, যেখানে তাঁর সঙ্গী হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, জিম্বাবুয়ের ক্রেগ আরভিন, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন ও আয়ারল্যান্ডের অ্যান্ডি বলবার্নি।
অধিনায়কদের এই অনুষ্ঠানে বেশ খোশমেজাজের সাকিবের দেখা মিলেছে। সাকিবের কাছে প্রথম প্রশ্ন ছিল, বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য। প্রশ্নকর্তা সাকিবকে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথাও মনে করিয়ে দেন। উত্তরে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমাদের দলটা বেশ রোমাঞ্চকর। দলের বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। (দলের) আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব, অবশ্যই আমিসহ (হাসি)।’
বিগ ব্যাশে খেললেও এর আগে বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলা হয়নি সাকিবের। সেই কথা বলতে গিয়ে হাসিতে ফেটে পড়েন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলার কথা শুনে বেশ অবাকই হন প্রশ্নকর্তা। পাল্টা প্রশ্ন করে প্রথমবার খেলার কথা আবার জানতে চান। এবার সাকিব রসিকতার সুরে বলেন, ‘হ্যাঁ এবং আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি (হাসি)।’
বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাকিব। তিনি বলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি। ভালো করতে পর্যাপ্ত প্রস্তুতিও আছে আমাদের।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক ঘণ্টার অপেক্ষা। তার আগে বিশ্বকাপের ১৬ অধিনায়ককে নিয়ে হয়ে গেল ‘ক্যাপ্টেইনস ডে’, যেখানে অধিনায়কেরা সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু এবারই প্রথম। আর এই ‘অধিনায়ক দিবস’ ভালোই মাতিয়েছেন সাকিব।
মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে হয়েছে অধিনায়কদের এই সংবাদ সম্মেলন। ৮ জন করে দুটি ভাগে ১৬ দলের অধিনায়ক নিজের দল নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আসেন দ্বিতীয় ধাপে, যেখানে তাঁর সঙ্গী হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, জিম্বাবুয়ের ক্রেগ আরভিন, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন ও আয়ারল্যান্ডের অ্যান্ডি বলবার্নি।
অধিনায়কদের এই অনুষ্ঠানে বেশ খোশমেজাজের সাকিবের দেখা মিলেছে। সাকিবের কাছে প্রথম প্রশ্ন ছিল, বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য। প্রশ্নকর্তা সাকিবকে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথাও মনে করিয়ে দেন। উত্তরে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমাদের দলটা বেশ রোমাঞ্চকর। দলের বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। (দলের) আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব, অবশ্যই আমিসহ (হাসি)।’
বিগ ব্যাশে খেললেও এর আগে বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলা হয়নি সাকিবের। সেই কথা বলতে গিয়ে হাসিতে ফেটে পড়েন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলার কথা শুনে বেশ অবাকই হন প্রশ্নকর্তা। পাল্টা প্রশ্ন করে প্রথমবার খেলার কথা আবার জানতে চান। এবার সাকিব রসিকতার সুরে বলেন, ‘হ্যাঁ এবং আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি (হাসি)।’
বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাকিব। তিনি বলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি। ভালো করতে পর্যাপ্ত প্রস্তুতিও আছে আমাদের।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
১ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
২ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
৩ ঘণ্টা আগে