
তামিম ইকবাল-সাকিব আল হাসান দ্বন্দ্বের ইস্যুতে গত কয়েক দিন পরিস্থিতি বেশ উত্তপ্ত। আর চোটে পড়ায় সাকিব আল হাসান গতকাল খেলতে পারেননি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। সামাজিক মাধ্যমে সাকিবকে নিয়ে শুরু হয়ে যায় ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য। মাশরাফি বিন মর্তুজা এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করে বাংলাদেশ। ম্যাচ শুরুর সময় ধারাভাষ্যকার দিনেশ কার্তিক জানিয়েছেন, এই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের। পরশু রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ব্যথা পেয়েছেন বলে জানা গেছে। তাতে তাঁর (সাকিব) পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই, এমনকি ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়েও রয়েছে সংশয়।
প্রস্তুতি ম্যাচ না খেলায় সাকিবকে নিয়ে নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে যায় সামাজিক মাধ্যম। প্রসঙ্গ যে তামিম ইস্যু, তা আর না বললেও চলছে। কেননা, বাংলাদেশের বাঁহাতি ওপেনারের জায়গা হয়নি বিশ্বকাপ দলে আর সাকিবই যে অধিনায়ক। তাতে মাশরাফি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ক্রিকেটারের দল কি না। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফেসবুকে পোস্ট করেছেন, ‘এটা কি কোনো একজনের দল, নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না, কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদের বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’
সাকিবকে নিয়ে যাঁরা কটুক্তি করেছেন, তাঁদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কি সে খেলবে, নাকি বসে থাকবে? আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত। এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা! এ কোন প্রজন্মকে দেখছি আমরা! কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে?’

তামিম ইকবাল-সাকিব আল হাসান দ্বন্দ্বের ইস্যুতে গত কয়েক দিন পরিস্থিতি বেশ উত্তপ্ত। আর চোটে পড়ায় সাকিব আল হাসান গতকাল খেলতে পারেননি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। সামাজিক মাধ্যমে সাকিবকে নিয়ে শুরু হয়ে যায় ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য। মাশরাফি বিন মর্তুজা এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করে বাংলাদেশ। ম্যাচ শুরুর সময় ধারাভাষ্যকার দিনেশ কার্তিক জানিয়েছেন, এই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের। পরশু রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ব্যথা পেয়েছেন বলে জানা গেছে। তাতে তাঁর (সাকিব) পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই, এমনকি ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়েও রয়েছে সংশয়।
প্রস্তুতি ম্যাচ না খেলায় সাকিবকে নিয়ে নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে যায় সামাজিক মাধ্যম। প্রসঙ্গ যে তামিম ইস্যু, তা আর না বললেও চলছে। কেননা, বাংলাদেশের বাঁহাতি ওপেনারের জায়গা হয়নি বিশ্বকাপ দলে আর সাকিবই যে অধিনায়ক। তাতে মাশরাফি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ক্রিকেটারের দল কি না। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফেসবুকে পোস্ট করেছেন, ‘এটা কি কোনো একজনের দল, নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না, কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদের বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’
সাকিবকে নিয়ে যাঁরা কটুক্তি করেছেন, তাঁদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কি সে খেলবে, নাকি বসে থাকবে? আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত। এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা! এ কোন প্রজন্মকে দেখছি আমরা! কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে?’

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক মন্তব্য করেছেন।
২৬ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে