ক্রীড়া ডেস্ক

টানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য কঠিন কোনো লক্ষ্য হওয়ার কথাই ছিল না। কিন্তু জবাব দিতে নেমে এ লক্ষ্যই সফরকারীদের জন্য দুর্বোধ্য হয়ে ওঠে। ভিরান চামুদিতা-কুগাতাস মাতুলানদের অসাধারণ বোলিংয়ে ৪৫ ওভারে বাংলাদেশকে ১৬৯ রানে গুঁড়িয়ে দেয় শ্রীলঙ্কা। ২৭ রানের জয়ে হার এড়ানোর আশা বেঁচে থাকল তাদের।
ছয় ম্যাচের সিরিজে এখনো ৩-২ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ যুবারা। আগামী বৃহস্পতিবার শেষ ম্যাচটি আজিজুল হাকিম তামিমদের জন্য সিরিজ নিশ্চিত এবং লঙ্কানদের জন্য সিরিজ হার এড়ানোর লড়াই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগের চার ম্যাচে দলের সেরা বোলার আল ফাহাদ ছিলেন না পঞ্চম ওয়ানডেতে। তাঁকে ছাড়াও বাংলাদেশে বোলিং আক্রমণে দিশেহারা হয়ে ওঠে শ্রীলঙ্কার ব্যাটিং।
আধম হিলমি শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন। ভিমাত দিনসারা ৪২, সুহাস ফার্নান্দো ও কিতমা ভিদানপাতিরানা—দুজনের ব্যাট থেকেই আসে সমান ২৮ রান করে। এ ছাড়া ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৪২.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের সাইমুন ৩টি, সাদ ইসলাম, রিজান ও ফারহান শাহরিয়ার প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন।
নিজেদের আগের তিন ম্যাচে বাংলাদেশ যুবারা জিতেছিল টপ অর্ডারে ভর করে। ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে আজ প্রথম তিন ব্যাটার ফিরেছেন ১ অঙ্কের ঘরে। মিডল অর্ডারে পাঁচ ব্যাটারই ২০ রান পেরিয়েছেন। তবে থিতু হয়েও কেউ দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি। সাইমুন সর্বোচ্চ ৩৭ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ আবদুল্লাহ ৩২ ও ফরিদ হাসানের ব্যাট থেকে আসে ৩০ রান। তবে দলকে জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি কেউ। ৪৫ ওভারে ১৬৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার ভিরান ও কুগাতাস ৩টি করে উইকেট নিয়েছেন।

টানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য কঠিন কোনো লক্ষ্য হওয়ার কথাই ছিল না। কিন্তু জবাব দিতে নেমে এ লক্ষ্যই সফরকারীদের জন্য দুর্বোধ্য হয়ে ওঠে। ভিরান চামুদিতা-কুগাতাস মাতুলানদের অসাধারণ বোলিংয়ে ৪৫ ওভারে বাংলাদেশকে ১৬৯ রানে গুঁড়িয়ে দেয় শ্রীলঙ্কা। ২৭ রানের জয়ে হার এড়ানোর আশা বেঁচে থাকল তাদের।
ছয় ম্যাচের সিরিজে এখনো ৩-২ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ যুবারা। আগামী বৃহস্পতিবার শেষ ম্যাচটি আজিজুল হাকিম তামিমদের জন্য সিরিজ নিশ্চিত এবং লঙ্কানদের জন্য সিরিজ হার এড়ানোর লড়াই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগের চার ম্যাচে দলের সেরা বোলার আল ফাহাদ ছিলেন না পঞ্চম ওয়ানডেতে। তাঁকে ছাড়াও বাংলাদেশে বোলিং আক্রমণে দিশেহারা হয়ে ওঠে শ্রীলঙ্কার ব্যাটিং।
আধম হিলমি শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন। ভিমাত দিনসারা ৪২, সুহাস ফার্নান্দো ও কিতমা ভিদানপাতিরানা—দুজনের ব্যাট থেকেই আসে সমান ২৮ রান করে। এ ছাড়া ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৪২.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের সাইমুন ৩টি, সাদ ইসলাম, রিজান ও ফারহান শাহরিয়ার প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন।
নিজেদের আগের তিন ম্যাচে বাংলাদেশ যুবারা জিতেছিল টপ অর্ডারে ভর করে। ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে আজ প্রথম তিন ব্যাটার ফিরেছেন ১ অঙ্কের ঘরে। মিডল অর্ডারে পাঁচ ব্যাটারই ২০ রান পেরিয়েছেন। তবে থিতু হয়েও কেউ দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি। সাইমুন সর্বোচ্চ ৩৭ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ আবদুল্লাহ ৩২ ও ফরিদ হাসানের ব্যাট থেকে আসে ৩০ রান। তবে দলকে জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি কেউ। ৪৫ ওভারে ১৬৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার ভিরান ও কুগাতাস ৩টি করে উইকেট নিয়েছেন।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৫ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৯ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১০ ঘণ্টা আগে