
টানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য কঠিন কোনো লক্ষ্য হওয়ার কথাই ছিল না। কিন্তু জবাব দিতে নেমে এ লক্ষ্যই সফরকারীদের জন্য দুর্বোধ্য হয়ে ওঠে। ভিরান চামুদিতা-কুগাতাস মাতুলানদের অসাধারণ বোলিংয়ে ৪৫ ওভারে বাংলাদেশকে ১৬৯ রানে গুঁড়িয়ে দেয় শ্রীলঙ্কা। ২৭ রানের জয়ে হার এড়ানোর আশা বেঁচে থাকল তাদের।
ছয় ম্যাচের সিরিজে এখনো ৩-২ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ যুবারা। আগামী বৃহস্পতিবার শেষ ম্যাচটি আজিজুল হাকিম তামিমদের জন্য সিরিজ নিশ্চিত এবং লঙ্কানদের জন্য সিরিজ হার এড়ানোর লড়াই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগের চার ম্যাচে দলের সেরা বোলার আল ফাহাদ ছিলেন না পঞ্চম ওয়ানডেতে। তাঁকে ছাড়াও বাংলাদেশে বোলিং আক্রমণে দিশেহারা হয়ে ওঠে শ্রীলঙ্কার ব্যাটিং।
আধম হিলমি শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন। ভিমাত দিনসারা ৪২, সুহাস ফার্নান্দো ও কিতমা ভিদানপাতিরানা—দুজনের ব্যাট থেকেই আসে সমান ২৮ রান করে। এ ছাড়া ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৪২.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের সাইমুন ৩টি, সাদ ইসলাম, রিজান ও ফারহান শাহরিয়ার প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন।
নিজেদের আগের তিন ম্যাচে বাংলাদেশ যুবারা জিতেছিল টপ অর্ডারে ভর করে। ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে আজ প্রথম তিন ব্যাটার ফিরেছেন ১ অঙ্কের ঘরে। মিডল অর্ডারে পাঁচ ব্যাটারই ২০ রান পেরিয়েছেন। তবে থিতু হয়েও কেউ দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি। সাইমুন সর্বোচ্চ ৩৭ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ আবদুল্লাহ ৩২ ও ফরিদ হাসানের ব্যাট থেকে আসে ৩০ রান। তবে দলকে জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি কেউ। ৪৫ ওভারে ১৬৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার ভিরান ও কুগাতাস ৩টি করে উইকেট নিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২২ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে