
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাসও বাকি নেই। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা খেলবেন কি খেলবেন না-এটা নিয়ে ধোঁয়াশা এখনো কাটছে না। যদিও কাগজে কলমে রোহিত এখনো ভারতের তিন সংস্করণের অধিনায়ক।
রোহিতের নেতৃত্বে ভারত অ্যাডিলেডে ২০২২ এর ১০ নভেম্বর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। এরপর থেকে ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ব্রাত্য। এই সময়ে ভারত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ অধিনায়কের নেতৃত্বে খেলেছে ২৩ টি-টোয়েন্টি। ১৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৫ ম্যাচ অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব, ৩ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড ও ২ ম্যাচে নেতৃত্ব জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছেন। গত ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারত জিতেছে ১৫ ম্যাচ, হেরেছে ৬ ম্যাচ,১টি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও টাই হয়েছে। যার মধ্যে গায়কোয়াডের নেতৃত্বে অক্টোবরে এশিয়ান গেমস জিতেছে ভারতীয় ক্রিকেট দল। সদ্য সমাপ্ত সূর্যর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাতে পাকিস্তানকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ভারত। রোহিতের অনুপস্থিতিতে গত ১৩ মাসে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচটি জিতেছে ভারত।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিত নাকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর (রোহিত) ফোকাস কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ছিল বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা। বিসিসিআই সচিব জয় শাহর কথার সুরও যেন অনেকটা এমনই। মুম্বাইয়ে গতকাল নারী প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে গণমাধ্যমকে বিসিসিআই সচিব বলেন, ‘এটা কি বলার সময় এসেছে? এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) শুরু হচ্ছে জুনে। এর আগে আইপিএল রয়েছে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে কোনোটিতেই নেই রোহিত। এর আগে এ বছরের আগস্টে নিজের নামে ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন করতে রোহিত যখন যুক্তরাষ্ট্রে গেছেন, তখন তাঁকে বলতে শোনা গেছে, ‘২০২৪ এর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। এটা খুবই রোমাঞ্চকর হবে ও আমরা খেলতে মুখিয়ে আছি। এখানে আসার আরও এক কারণ আছে। কারণ আপনি জানেন যে বিশ্বকাপ আসছে। জুনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটা অংশ এখানে হবে। তাই আমি নিশ্চিত যে সবাই বেশ রোমাঞ্চিত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাসও বাকি নেই। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা খেলবেন কি খেলবেন না-এটা নিয়ে ধোঁয়াশা এখনো কাটছে না। যদিও কাগজে কলমে রোহিত এখনো ভারতের তিন সংস্করণের অধিনায়ক।
রোহিতের নেতৃত্বে ভারত অ্যাডিলেডে ২০২২ এর ১০ নভেম্বর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। এরপর থেকে ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ব্রাত্য। এই সময়ে ভারত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ অধিনায়কের নেতৃত্বে খেলেছে ২৩ টি-টোয়েন্টি। ১৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৫ ম্যাচ অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব, ৩ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড ও ২ ম্যাচে নেতৃত্ব জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছেন। গত ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারত জিতেছে ১৫ ম্যাচ, হেরেছে ৬ ম্যাচ,১টি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও টাই হয়েছে। যার মধ্যে গায়কোয়াডের নেতৃত্বে অক্টোবরে এশিয়ান গেমস জিতেছে ভারতীয় ক্রিকেট দল। সদ্য সমাপ্ত সূর্যর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাতে পাকিস্তানকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ভারত। রোহিতের অনুপস্থিতিতে গত ১৩ মাসে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচটি জিতেছে ভারত।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিত নাকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর (রোহিত) ফোকাস কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ছিল বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা। বিসিসিআই সচিব জয় শাহর কথার সুরও যেন অনেকটা এমনই। মুম্বাইয়ে গতকাল নারী প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে গণমাধ্যমকে বিসিসিআই সচিব বলেন, ‘এটা কি বলার সময় এসেছে? এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) শুরু হচ্ছে জুনে। এর আগে আইপিএল রয়েছে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে কোনোটিতেই নেই রোহিত। এর আগে এ বছরের আগস্টে নিজের নামে ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন করতে রোহিত যখন যুক্তরাষ্ট্রে গেছেন, তখন তাঁকে বলতে শোনা গেছে, ‘২০২৪ এর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। এটা খুবই রোমাঞ্চকর হবে ও আমরা খেলতে মুখিয়ে আছি। এখানে আসার আরও এক কারণ আছে। কারণ আপনি জানেন যে বিশ্বকাপ আসছে। জুনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটা অংশ এখানে হবে। তাই আমি নিশ্চিত যে সবাই বেশ রোমাঞ্চিত।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে