Ajker Patrika

পুরোপুরি ফিট না হয়েও ভারতে যাচ্ছেন সাউদি

পুরোপুরি ফিট না হয়েও ভারতে যাচ্ছেন সাউদি

তামিম ইকবালের সুযোগ না হওয়ায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন যখন উত্তাল ঠিক তখনই স্বস্তির সুবাতাস বইছে নিউজিল্যান্ড ক্রিকেটে। চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফেরার ছাড়পত্র পেয়েছেন টিম সাউদি। 

গত ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে চোট পেয়েছিলেন সাউদি। আঙুলে চোট পাওয়ায় ধারণা করা হচ্ছিল বিশ্বকাপ শেষ হতে পারে তাঁর। তবে সেই শঙ্কা গতকাল দূর করেছে নিউজিল্যান্ডে ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তাঁকে নিয়েই বিশ্বকাপে যাবে কিউই দল। 

ইংল্যান্ডের ব্যাটার জো রুটের ক্যাচ ধরতে গিয়ে স্লিপে ডান হাতের আঙুলে চোট পান সাউদি। আঙুলের হাড় সরে যাওয়ায় অস্ত্রোপচারও করাতে হয়। পুনর্বাসন প্রক্রিয়ার দ্রুত উন্নতি হওয়ায় শুরু থেকেই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন বলে আশা করছে এনজেডসি। 

বিশ্বকাপ খেলতে আগামী শনিবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে কিউইরা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু হবে নিউজিল্যান্ডের। ৫ অক্টোবরের ম্যাচটিই আবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ১৩ তম সংস্করণের বিশ্বকাপ শুরুর আগে যদি সাউদি সুস্থ হন তাহলে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। সর্বশেষ টানা দুই বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বয়স ৩৪ হওয়ায় নিশ্চিতভাবেই শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই রাঙাতে চাইবেন তিনি। 

সাউদিকে নিয়ে শঙ্কা কাটলেও দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে শঙ্কা অবশ্য থেকেই যাচ্ছে। আইপিএলে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। শুরু থেকে অভিজ্ঞ ব্যাটারকে পাওয়া যাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত