ক্রীড়া ডেস্ক

ওয়ানডে সিরিজ শেষে আজ শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু ম্যাচটা ভারত খেলতে নামল দুঃসংবাদ নিয়েই। চোটে পড়ায় তারকা এক অলরাউন্ডার কমপক্ষে তিন টি-টোয়েন্টি খেলতে পারবেন না।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন নীতিশ কুমার রেড্ডি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ দুপুরে এক বিবৃতিতে বলেছে, ‘নীতিশ কুমার রেড্ডি প্রথম তিন টি-টোয়েন্টি খেলতে পারবেন না। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ পায়ের মাংসপেশির চোট পেয়েছিলেন তিনি। ঘাড়েও ব্যথা পেয়েছিলন। চোট থেকে সেরে উঠতে সময় লাগছে। বিসিসিআই মেডিকেল টিম এটা পর্যবেক্ষণ করছে।’ বিসিসিআই সামাজিক মাধ্যমে পোস্ট করেছে বাংলাদেশ সময় বেলা ১টা ৫৭ মিনিটে। ঠিক তার ১৮ মিনিট পর (২টা ১৫ মিনিটে) শুরু হয়েছে ক্যানবেরার মানুকা ওভালে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি।
অস্ট্রেলিয়া সিরিজে হার্দিক পান্ডিয়ার মতো তারকা অলরাউন্ডারকে এমনিতেই পাচ্ছে না ভারত। তিনি এখনো মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে এত দুঃসংবাদের মধ্যে শিবম দুবের মতো অলরাউন্ডার থাকাটা ভারতের জন্য স্বস্তি বয়ে এনেছে। ক্যানবেরায় আজ প্রথম টি-টোয়েন্টির একাদশে দুবে আছেন। তাঁর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারতের ইনিংসে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। ৫ ওভার শেষে প্রথম দফায় বৃষ্টি হানা দেয়। তখন ওভার কমিয়ে ১৮ ওভারে নামিয়ে আনা হয়। এরপর ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭ রান করার পর ফের বৃষ্টি নামে। শুবমান গিল ২০ বলে ৩৭ রানে ব্যাটিং করছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৪ বলে ৩৯ রানে অপরাজিত। ১৯ রান করা ওপেনার অভিষেক শর্মার উইকেট নিয়েছেন নাথান এলিস।
চোটের সঙ্গে রেড্ডিকে এ বছর অনেক লড়তে হচ্ছে। এ বছরের জুলাই-আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্ট খেলতে পারেননি তিনি। তখন তিনি হাঁটুর চোটে পড়েছিলেন। আর অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ওয়ানডেতে মাংসপেশির চোটে পড়ার আগে জিমে অনুশীলনের সময় চোট পান রেড্ডি। ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৯ টেস্ট, ২ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে গত বছরের নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষেই অভিষেক হয়েছিল এই অলরাউন্ডার।

ওয়ানডে সিরিজ শেষে আজ শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু ম্যাচটা ভারত খেলতে নামল দুঃসংবাদ নিয়েই। চোটে পড়ায় তারকা এক অলরাউন্ডার কমপক্ষে তিন টি-টোয়েন্টি খেলতে পারবেন না।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন নীতিশ কুমার রেড্ডি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ দুপুরে এক বিবৃতিতে বলেছে, ‘নীতিশ কুমার রেড্ডি প্রথম তিন টি-টোয়েন্টি খেলতে পারবেন না। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ পায়ের মাংসপেশির চোট পেয়েছিলেন তিনি। ঘাড়েও ব্যথা পেয়েছিলন। চোট থেকে সেরে উঠতে সময় লাগছে। বিসিসিআই মেডিকেল টিম এটা পর্যবেক্ষণ করছে।’ বিসিসিআই সামাজিক মাধ্যমে পোস্ট করেছে বাংলাদেশ সময় বেলা ১টা ৫৭ মিনিটে। ঠিক তার ১৮ মিনিট পর (২টা ১৫ মিনিটে) শুরু হয়েছে ক্যানবেরার মানুকা ওভালে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি।
অস্ট্রেলিয়া সিরিজে হার্দিক পান্ডিয়ার মতো তারকা অলরাউন্ডারকে এমনিতেই পাচ্ছে না ভারত। তিনি এখনো মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে এত দুঃসংবাদের মধ্যে শিবম দুবের মতো অলরাউন্ডার থাকাটা ভারতের জন্য স্বস্তি বয়ে এনেছে। ক্যানবেরায় আজ প্রথম টি-টোয়েন্টির একাদশে দুবে আছেন। তাঁর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারতের ইনিংসে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। ৫ ওভার শেষে প্রথম দফায় বৃষ্টি হানা দেয়। তখন ওভার কমিয়ে ১৮ ওভারে নামিয়ে আনা হয়। এরপর ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭ রান করার পর ফের বৃষ্টি নামে। শুবমান গিল ২০ বলে ৩৭ রানে ব্যাটিং করছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৪ বলে ৩৯ রানে অপরাজিত। ১৯ রান করা ওপেনার অভিষেক শর্মার উইকেট নিয়েছেন নাথান এলিস।
চোটের সঙ্গে রেড্ডিকে এ বছর অনেক লড়তে হচ্ছে। এ বছরের জুলাই-আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্ট খেলতে পারেননি তিনি। তখন তিনি হাঁটুর চোটে পড়েছিলেন। আর অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ওয়ানডেতে মাংসপেশির চোটে পড়ার আগে জিমে অনুশীলনের সময় চোট পান রেড্ডি। ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৯ টেস্ট, ২ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে গত বছরের নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষেই অভিষেক হয়েছিল এই অলরাউন্ডার।

শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২২ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
১ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
১ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে