
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলা বেশ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পিসিবির সিদ্ধান্তের চেয়েও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে।
এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। বিশ্বকাপ খেলতে পাকিস্তানের যাওয়া-না যাওয়ার দোলাচলের সূত্রপাত ২০২৩ এশিয়া কাপ। এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কথা বলে পাকিস্তানে খেলতে রাজি হয় না ভারত। তখনই মুখোমুখি দাঁড়িয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তখন থেকেই বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিতে শুরু করে পাকিস্তান। এরপর এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলের সিদ্ধান্ত মেনে নিয়েছে।
এশিয়া কাপের সমস্যার সমাধান না হলেও বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। গত সপ্তাহে নাজাম শেঠিও জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তের ওপর পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নির্ভর করছে। এবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, ‘৪ জুলাই হবে সাংহাই কো-অপারেশনের সম্মেলন। সেই সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তান এখানে অংশ নেবে। ক্রিকেট সম্পর্কে বলা যায়, পাকিস্তান কখনো খেলাধুলার সঙ্গে রাজনীতিকে জড়ায় না। পাকিস্তানে ভারতের খেলতে না আসা সত্যিই হতাশাজনক। আর বিশ্বকাপে পাকিস্তানের খেলা, ক্রিকেটারদের নিরাপত্তা সবকিছু আমরা ভেবে দেখছি। পিসিবিকে সময়মতো সব জানাব।’
বিশ্বকাপের খসড়া সূচি কদিন আগে আইসিসি সব ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দিয়েছিল আইসিসি। সূচি অনুযায়ী আহমেদাবাদে ১৫ অক্টোবর হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ২০ ও ২৩ অক্টোবর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। এ দুটো ম্যাচের ভেন্যু অদলবদল করতে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। তবে আইসিসি, বিসিসিআইয়ের কেউই পিসিবির কথায় সাড়া দেয়নি। এমনকি আহমেদাবাদে ম্যাচ খেলতেও পিসিবির আপত্তি রয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলা বেশ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পিসিবির সিদ্ধান্তের চেয়েও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে।
এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। বিশ্বকাপ খেলতে পাকিস্তানের যাওয়া-না যাওয়ার দোলাচলের সূত্রপাত ২০২৩ এশিয়া কাপ। এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কথা বলে পাকিস্তানে খেলতে রাজি হয় না ভারত। তখনই মুখোমুখি দাঁড়িয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তখন থেকেই বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিতে শুরু করে পাকিস্তান। এরপর এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলের সিদ্ধান্ত মেনে নিয়েছে।
এশিয়া কাপের সমস্যার সমাধান না হলেও বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। গত সপ্তাহে নাজাম শেঠিও জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তের ওপর পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নির্ভর করছে। এবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, ‘৪ জুলাই হবে সাংহাই কো-অপারেশনের সম্মেলন। সেই সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তান এখানে অংশ নেবে। ক্রিকেট সম্পর্কে বলা যায়, পাকিস্তান কখনো খেলাধুলার সঙ্গে রাজনীতিকে জড়ায় না। পাকিস্তানে ভারতের খেলতে না আসা সত্যিই হতাশাজনক। আর বিশ্বকাপে পাকিস্তানের খেলা, ক্রিকেটারদের নিরাপত্তা সবকিছু আমরা ভেবে দেখছি। পিসিবিকে সময়মতো সব জানাব।’
বিশ্বকাপের খসড়া সূচি কদিন আগে আইসিসি সব ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দিয়েছিল আইসিসি। সূচি অনুযায়ী আহমেদাবাদে ১৫ অক্টোবর হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ২০ ও ২৩ অক্টোবর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। এ দুটো ম্যাচের ভেন্যু অদলবদল করতে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। তবে আইসিসি, বিসিসিআইয়ের কেউই পিসিবির কথায় সাড়া দেয়নি। এমনকি আহমেদাবাদে ম্যাচ খেলতেও পিসিবির আপত্তি রয়েছে।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৪২ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে