Ajker Patrika

সাইম আইয়ুবকে ছাড়াই পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল

ক্রীড়া ডেস্ক    
সাইম আইয়ুবকে ছাড়াই পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা। ছবি: এএফপি
সাইম আইয়ুবকে ছাড়াই পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা। ছবি: এএফপি

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে চারটি পরিবর্তন এনেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সৌদ শাকিল।

ছন্দে থাকা সাইমকে হারানো সবচেয়ে বড় ‘লস’ পাকিস্তানের। বর্ষসেরা ঊদীয়মান ক্রিকেটারদের তালিকায়ও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে দুর্দান্ত খেলেছেন সাইম। ওয়ানডে সিরিজে হাতে তুলেছিলেন সিরিজসেরা পুরস্কারও। কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন ডান পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন। স্ক্যানের পর আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাইম।

চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

চ্যাম্পিয়নস ট্রফির আগে একই দল নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। করাচি ও লাহোরে এই সিরিজে পাকিস্তানের সঙ্গে আরও আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, উসমান খান, ফাহিম আশরাফ, তায়্যিব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গুলশানে ১০ তলা বিলাসবহুল ভবন ছিল টিউলিপের স্থায়ী ঠিকানা

অবসরে যাওয়া ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

বগুড়ায় মেলা বসানোকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ১৩

আ.লীগের নেতা-কর্মীদের নামে মামলা, টাকায় আপস করলেন বিএনপি নেত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত