ক্রীড়া ডেস্ক
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে চারটি পরিবর্তন এনেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সৌদ শাকিল।
ছন্দে থাকা সাইমকে হারানো সবচেয়ে বড় ‘লস’ পাকিস্তানের। বর্ষসেরা ঊদীয়মান ক্রিকেটারদের তালিকায়ও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে দুর্দান্ত খেলেছেন সাইম। ওয়ানডে সিরিজে হাতে তুলেছিলেন সিরিজসেরা পুরস্কারও। কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন ডান পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন। স্ক্যানের পর আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাইম।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
চ্যাম্পিয়নস ট্রফির আগে একই দল নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। করাচি ও লাহোরে এই সিরিজে পাকিস্তানের সঙ্গে আরও আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, উসমান খান, ফাহিম আশরাফ, তায়্যিব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে চারটি পরিবর্তন এনেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সৌদ শাকিল।
ছন্দে থাকা সাইমকে হারানো সবচেয়ে বড় ‘লস’ পাকিস্তানের। বর্ষসেরা ঊদীয়মান ক্রিকেটারদের তালিকায়ও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে দুর্দান্ত খেলেছেন সাইম। ওয়ানডে সিরিজে হাতে তুলেছিলেন সিরিজসেরা পুরস্কারও। কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন ডান পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন। স্ক্যানের পর আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাইম।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
চ্যাম্পিয়নস ট্রফির আগে একই দল নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। করাচি ও লাহোরে এই সিরিজে পাকিস্তানের সঙ্গে আরও আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, উসমান খান, ফাহিম আশরাফ, তায়্যিব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
অ্যাঞ্জেলো ম্যাথুসের নাম শুনলে সেই ‘টাইমড আউট’-এর ঘটনা মনে পড়াটাই স্বাভাবিক। দিল্লিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান যে ‘টাইমড আউট’ করেছিলেন, সেটা নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হলেই এই বিতর্কিত ঘটনা সামনে চলে আসে।
৩৬ মিনিট আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ যে হাইব্রিড মডেলে হবে, সেটা এ মাসের প্রথম সপ্তাহেই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আজ জানা গেল টুর্নামেন্টের সূচিও। আট দলের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে চলছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। বেনফিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বোকা জুনিয়র্স। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে শুরু হবে বোকা জুনিয়র্স-বেনফিকা ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগেসংকটময় এক সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। ঘরের মাঠে দলটি টেস্টে হেরেছে জিম্বাবুয়ের কাছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের রেকর্ডও আছে দলটির।
৩ ঘণ্টা আগে