ক্রীড়া ডেস্ক
সাউদাম্পটনে গত রাতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রানের বন্যা বয়ে গেছে। ৪০ ওভারের ম্যাচে হয়েছে ২৯ ছক্কা। দুই ইনিংসেই রান ২০০ পেরিয়েছে। তবু রানবন্যার এই ম্যাচে দেড় বছরের পুরোনো রেকর্ডটা ভাঙা গেল না অল্পের জন্য।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে গত রাতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল ধবলধোলাই এড়ানোর ম্যাচ। সাউদাম্পটনে আনুষ্ঠানিকতার এই ম্যাচে ৪০ ওভারে হয়েছে ৪৫৯ রান। যা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এই দুই দলের টি-টোয়েন্টিতে ৪৫৯ রান হয়েছিল ২০২৩-এর ডিসেম্বরে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ২৬৭ রান। জবাবে উইন্ডিজ ১৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে গিয়েছিল।
সাউদাম্পটনে গত রাতে ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আনুষ্ঠানিকতার ম্যাচে ইংল্যান্ড দেখিয়েছে বড় চমক। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং করা জেমি স্মিথকে ওপেনিংয়ে উঠিয়ে আনা হয় এই ম্যাচে। ২৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন স্মিথ। ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী বেন ডাকেটও তাণ্ডব চালিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৮ উইকেটে ২১১ রানে আটকে যায় উইন্ডিজ। ১ রানের জন্য যেমন রেকর্ডটা ভাঙা গেল না, ক্যারিবীয়রাও পারল না ধবলধোলাই এড়াতে।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেন ডাকেট। ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেন ডাকেট। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন জস বাটলার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান করেছেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ৫৫ ও ১৫৭.১৪। যেখানে চেস্টার লি স্ট্রিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেন ৯৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি করেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে।
সীমিত ওভারের ক্রিকেটে এবার ছয়টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ক্যারিবীয়দের ৬-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন জো রুট। সেই সিরিজে সর্বোচ্চ ২৬৭ রান এসেছিল রুটের ব্যাট থেকে।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানের সর্বোচ্চ তিন রেকর্ড
রান উইকেট ওভার সাল
৪৫৯ ১১ ৪০ ২০২৫
৪৫৯ ১৩ ৩৫.৩ ২০২৩
৪৪৮ ৯ ৩৯.৫ ২০২৩
সাউদাম্পটনে গত রাতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রানের বন্যা বয়ে গেছে। ৪০ ওভারের ম্যাচে হয়েছে ২৯ ছক্কা। দুই ইনিংসেই রান ২০০ পেরিয়েছে। তবু রানবন্যার এই ম্যাচে দেড় বছরের পুরোনো রেকর্ডটা ভাঙা গেল না অল্পের জন্য।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে গত রাতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল ধবলধোলাই এড়ানোর ম্যাচ। সাউদাম্পটনে আনুষ্ঠানিকতার এই ম্যাচে ৪০ ওভারে হয়েছে ৪৫৯ রান। যা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এই দুই দলের টি-টোয়েন্টিতে ৪৫৯ রান হয়েছিল ২০২৩-এর ডিসেম্বরে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ২৬৭ রান। জবাবে উইন্ডিজ ১৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে গিয়েছিল।
সাউদাম্পটনে গত রাতে ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আনুষ্ঠানিকতার ম্যাচে ইংল্যান্ড দেখিয়েছে বড় চমক। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং করা জেমি স্মিথকে ওপেনিংয়ে উঠিয়ে আনা হয় এই ম্যাচে। ২৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন স্মিথ। ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী বেন ডাকেটও তাণ্ডব চালিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৮ উইকেটে ২১১ রানে আটকে যায় উইন্ডিজ। ১ রানের জন্য যেমন রেকর্ডটা ভাঙা গেল না, ক্যারিবীয়রাও পারল না ধবলধোলাই এড়াতে।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেন ডাকেট। ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেন ডাকেট। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন জস বাটলার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান করেছেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ৫৫ ও ১৫৭.১৪। যেখানে চেস্টার লি স্ট্রিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেন ৯৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি করেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে।
সীমিত ওভারের ক্রিকেটে এবার ছয়টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ক্যারিবীয়দের ৬-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন জো রুট। সেই সিরিজে সর্বোচ্চ ২৬৭ রান এসেছিল রুটের ব্যাট থেকে।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানের সর্বোচ্চ তিন রেকর্ড
রান উইকেট ওভার সাল
৪৫৯ ১১ ৪০ ২০২৫
৪৫৯ ১৩ ৩৫.৩ ২০২৩
৪৪৮ ৯ ৩৯.৫ ২০২৩
ফুটবলে জিততে হলে গোলের কোনো বিকল্প নেই। প্রতিপক্ষ যেমন হোক, প্রতিটি দলই খেলায় নামে জেতার উদ্দেশ্য নিয়ে। তবে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের প্রত্যাশার মাত্রা একটু বাড়তি ছিল। কিন্তু সেই প্রত্যাশা পরে রূপ নিয়েছে হতাশায়।
২২ মিনিট আগেআগামী মৌসুমে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির হয়ে খেলবেন কেভিন ডি ব্রুইনা। দল বদলে ফ্রি এজেন্ট হিসেবে দুই বছরের চুক্তিতে গতকাল বুধবার ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নাপোলি লিখেছে, ‘আমাদের একজন হতে পেরে কেভিন গর্বিত।’
১৩ ঘণ্টা আগেপ্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিল
১৪ ঘণ্টা আগেনাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত মাসে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়ানডে নেতৃত্বও হারিয়েছেন শান্ত। তাঁর জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আপাতত ১ বছরের মেয়াদে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশদ ব্যাখ্যা...
১৫ ঘণ্টা আগে