
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে বিপিএলের আগামী সংস্করণে ফ্র্যাঞ্চাইজিটি অংশ না নেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। দলটির ধরে রাখা স্থানীয় খেলোয়াড়েরা এবার অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে শুরু করেছেন।
কুমিল্লা থেকে এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মোস্তাফিজ। এই বাঁহাতি পেসার ঢাকার হয়ে খেলবেন বিষয়টি তাঁর পারিবারিক সূত্রেও নিশ্চিত হওয়া গেছে। বিপিএলে ৭০ ম্যাচে মোস্তাফিজের শিকার ৯২ উইকেট। টুর্নামেন্টের উইকেট শিকারিদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন কাটার মাস্টার। এর আগে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জারস ও কুমিল্লার হয়ে খেলেছেন তিনি।
কুমিল্লার হয়ে মোস্তাফিজের সাফল্যও দারুণ। তিনবারই খেলেছেন ফাইনালে। দুইবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ হয়েছে তাঁর দল। সর্বশেষ টুর্নামেন্টের ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে যান মোস্তাফিজরা।
জানা গেছে, ১১ তম বিপিএল সামনে রেখে এটি ঢাকার প্রথম সাইনিং। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে ঢালিউড তারকা শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। আগামী ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে ২০২৫ সালের পুরো জানুয়ারিতে চলার কথা বিপিএল। এ মাসেই হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট।
তবে বিপিএলে নামের খেলায়ও এগিয়ে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। ধারণা করা হচ্ছে, এবারও নাম পরিবর্তন হতে পারে দলটির, আলোচনায় আছে ঢাকা ক্যাপিটালস নামটি। সর্বশেষ দুর্দান্ত ঢাকা নামে বিপিএলে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তার আগে ঢাকা ডমিনেটরস, ঢাকা গ্ল্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা নামেও খেলেছে। মালিকানা পরিবর্তনের সঙ্গে বদলে যায় নামও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে বিপিএলের আগামী সংস্করণে ফ্র্যাঞ্চাইজিটি অংশ না নেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। দলটির ধরে রাখা স্থানীয় খেলোয়াড়েরা এবার অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে শুরু করেছেন।
কুমিল্লা থেকে এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মোস্তাফিজ। এই বাঁহাতি পেসার ঢাকার হয়ে খেলবেন বিষয়টি তাঁর পারিবারিক সূত্রেও নিশ্চিত হওয়া গেছে। বিপিএলে ৭০ ম্যাচে মোস্তাফিজের শিকার ৯২ উইকেট। টুর্নামেন্টের উইকেট শিকারিদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন কাটার মাস্টার। এর আগে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জারস ও কুমিল্লার হয়ে খেলেছেন তিনি।
কুমিল্লার হয়ে মোস্তাফিজের সাফল্যও দারুণ। তিনবারই খেলেছেন ফাইনালে। দুইবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ হয়েছে তাঁর দল। সর্বশেষ টুর্নামেন্টের ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে যান মোস্তাফিজরা।
জানা গেছে, ১১ তম বিপিএল সামনে রেখে এটি ঢাকার প্রথম সাইনিং। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে ঢালিউড তারকা শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। আগামী ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে ২০২৫ সালের পুরো জানুয়ারিতে চলার কথা বিপিএল। এ মাসেই হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট।
তবে বিপিএলে নামের খেলায়ও এগিয়ে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। ধারণা করা হচ্ছে, এবারও নাম পরিবর্তন হতে পারে দলটির, আলোচনায় আছে ঢাকা ক্যাপিটালস নামটি। সর্বশেষ দুর্দান্ত ঢাকা নামে বিপিএলে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তার আগে ঢাকা ডমিনেটরস, ঢাকা গ্ল্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা নামেও খেলেছে। মালিকানা পরিবর্তনের সঙ্গে বদলে যায় নামও।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে