Ajker Patrika

শিরোপা জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৯ 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০১
শিরোপা জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৯ 

চার ম্যাচের চারটিতে জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। লিগ পর্বে শ্রীলঙ্কা, পাকিস্তান কোনো দলই হারাতে পারেনি বাংলাদেশকে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে বাংলাদেশ। শিরোপা জিততে হলে বাংলাদেশকে করতে হবে রান। 

ফাইনালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক মানুদি দুলানসা নানায়াক্কারা। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের হাবিবা ইসলাম পিংকি দিয়েছেন ১ রান। এরপর ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন দুই লঙ্কান ওপেনার নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ বিজেরত্নে। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে লঙ্কানরা করে ৩০ রান। তাতে লঙ্কানদের ইনিংসের রানরেট ৫। 

প্রথম ১০ ওভার পেরিয়ে যাওয়ার পরও ওভারপ্রতি রানরেট ৫ থেকে ৬-এ উঠাতে পারেনি শ্রীলঙ্কা। ১১ ওভার শেষে লঙ্কানদের স্কোর কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। এরপর ১২তম ওভারেই রানরেট ৬-এর ওপরে তুলতে পেরেছে তারা। নিশিতা আকতার নিশির করা ওভার থেকে শ্রীলঙ্কা নিয়েছে ১৩ রান, যার মধ্যে ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ছয় ও চার মারেন বিজেরত্নে। পরের ওভার থেকে লঙ্কানরা নিয়েছে আরও ১৪ রান। আফিয়া আসিমা ইরার করা ওভারটিতে ৩টি চার মারেন সেনারত্না। ১৪তম ওভারের দ্বিতীয় বলে রাবেয়া খাতুনকে চার মেরে ফিফটি তুলে নেন সেনারত্না। 

সেনারত্নার পর আরেক ওপেনার বিজেরত্নে ফিফটির কাছাকাছি পৌঁছে যান। ১৫তম ওভারের প্রথম বলে নিশিকে লং অফ দিয়ে ছক্কা মারেন বিজেরত্নে। ঠিক দ্বিতীয় বলেই বিজেরত্নেকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন নিশি। ৪২ বলের ইনিংসে ২ চার ও ৬ চারে ৪৯ রান করেন বিজেরত্নে। শ্রীলঙ্কার স্কোর হয়েছে ১৪.২ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপর লঙ্কানদের ইনিংসে আরও ২ উইকেট পড়লেও সেনারত্নে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৬৬ রানে। ৫৭ বলের ইনিংসে ৮টি চার মারেন তিনি। এটাই শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ স্কোর। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করেছে লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন নিশি, রাবেয়া ও জান্নাতুল মাওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত