
চার ম্যাচের চারটিতে জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। লিগ পর্বে শ্রীলঙ্কা, পাকিস্তান কোনো দলই হারাতে পারেনি বাংলাদেশকে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে বাংলাদেশ। শিরোপা জিততে হলে বাংলাদেশকে করতে হবে রান।
ফাইনালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক মানুদি দুলানসা নানায়াক্কারা। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের হাবিবা ইসলাম পিংকি দিয়েছেন ১ রান। এরপর ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন দুই লঙ্কান ওপেনার নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ বিজেরত্নে। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে লঙ্কানরা করে ৩০ রান। তাতে লঙ্কানদের ইনিংসের রানরেট ৫।
প্রথম ১০ ওভার পেরিয়ে যাওয়ার পরও ওভারপ্রতি রানরেট ৫ থেকে ৬-এ উঠাতে পারেনি শ্রীলঙ্কা। ১১ ওভার শেষে লঙ্কানদের স্কোর কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। এরপর ১২তম ওভারেই রানরেট ৬-এর ওপরে তুলতে পেরেছে তারা। নিশিতা আকতার নিশির করা ওভার থেকে শ্রীলঙ্কা নিয়েছে ১৩ রান, যার মধ্যে ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ছয় ও চার মারেন বিজেরত্নে। পরের ওভার থেকে লঙ্কানরা নিয়েছে আরও ১৪ রান। আফিয়া আসিমা ইরার করা ওভারটিতে ৩টি চার মারেন সেনারত্না। ১৪তম ওভারের দ্বিতীয় বলে রাবেয়া খাতুনকে চার মেরে ফিফটি তুলে নেন সেনারত্না।
সেনারত্নার পর আরেক ওপেনার বিজেরত্নে ফিফটির কাছাকাছি পৌঁছে যান। ১৫তম ওভারের প্রথম বলে নিশিকে লং অফ দিয়ে ছক্কা মারেন বিজেরত্নে। ঠিক দ্বিতীয় বলেই বিজেরত্নেকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন নিশি। ৪২ বলের ইনিংসে ২ চার ও ৬ চারে ৪৯ রান করেন বিজেরত্নে। শ্রীলঙ্কার স্কোর হয়েছে ১৪.২ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপর লঙ্কানদের ইনিংসে আরও ২ উইকেট পড়লেও সেনারত্নে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৬৬ রানে। ৫৭ বলের ইনিংসে ৮টি চার মারেন তিনি। এটাই শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ স্কোর। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করেছে লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন নিশি, রাবেয়া ও জান্নাতুল মাওয়া।

চার ম্যাচের চারটিতে জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। লিগ পর্বে শ্রীলঙ্কা, পাকিস্তান কোনো দলই হারাতে পারেনি বাংলাদেশকে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে বাংলাদেশ। শিরোপা জিততে হলে বাংলাদেশকে করতে হবে রান।
ফাইনালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক মানুদি দুলানসা নানায়াক্কারা। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের হাবিবা ইসলাম পিংকি দিয়েছেন ১ রান। এরপর ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন দুই লঙ্কান ওপেনার নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ বিজেরত্নে। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে লঙ্কানরা করে ৩০ রান। তাতে লঙ্কানদের ইনিংসের রানরেট ৫।
প্রথম ১০ ওভার পেরিয়ে যাওয়ার পরও ওভারপ্রতি রানরেট ৫ থেকে ৬-এ উঠাতে পারেনি শ্রীলঙ্কা। ১১ ওভার শেষে লঙ্কানদের স্কোর কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। এরপর ১২তম ওভারেই রানরেট ৬-এর ওপরে তুলতে পেরেছে তারা। নিশিতা আকতার নিশির করা ওভার থেকে শ্রীলঙ্কা নিয়েছে ১৩ রান, যার মধ্যে ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ছয় ও চার মারেন বিজেরত্নে। পরের ওভার থেকে লঙ্কানরা নিয়েছে আরও ১৪ রান। আফিয়া আসিমা ইরার করা ওভারটিতে ৩টি চার মারেন সেনারত্না। ১৪তম ওভারের দ্বিতীয় বলে রাবেয়া খাতুনকে চার মেরে ফিফটি তুলে নেন সেনারত্না।
সেনারত্নার পর আরেক ওপেনার বিজেরত্নে ফিফটির কাছাকাছি পৌঁছে যান। ১৫তম ওভারের প্রথম বলে নিশিকে লং অফ দিয়ে ছক্কা মারেন বিজেরত্নে। ঠিক দ্বিতীয় বলেই বিজেরত্নেকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন নিশি। ৪২ বলের ইনিংসে ২ চার ও ৬ চারে ৪৯ রান করেন বিজেরত্নে। শ্রীলঙ্কার স্কোর হয়েছে ১৪.২ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপর লঙ্কানদের ইনিংসে আরও ২ উইকেট পড়লেও সেনারত্নে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৬৬ রানে। ৫৭ বলের ইনিংসে ৮টি চার মারেন তিনি। এটাই শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ স্কোর। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করেছে লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন নিশি, রাবেয়া ও জান্নাতুল মাওয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৪ ঘণ্টা আগে