
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ৫ উইকেটের জয়ের ম্যাচে অন্যরকম এক দৃশ্য দেখা গেছে ভারতের ব্যাটিং লাইনআপে। একাদশে থাকার পরও রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞরা ব্যাটিংয়ে নামেননি শুরুতে। জয়ের শেষ মুহূর্তে রোহিত নামলেও ব্যাটিংয়ে দেখা যায়নি কোহলিকে।
অথচ দুজনেই খেলেন টপ অর্ডারে। গতকাল তাই ভারত ম্যাচ জেতার পরও এমন ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা হয়েছে। সামনে যখন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্ট আছে তখন এই ব্যাটিং অর্ডার কেন অনুসরণ করছে ভারত—জয়ের পর তার ব্যাখ্যা দিয়েছেন রোহিত।
প্রথম ওয়ানডের একাদশে সুযোগ পাওয়া ব্যাটারদের সময় দিতে চেয়েছে ভারত। বিশেষ করে যারা টেস্ট দলের অংশ ছিলেন না তাদের। আর প্রতিপক্ষকে কম রানে আটকিয়ে দেওয়ার কারণে ব্যাটিং লাইনআপে এই পরিবর্তন। এ নিয়ে রোহিত বলেছেন, ‘ওয়ানডেতে যারা সুযোগ পেয়েছে তাদের ব্যাটিংয়ে সময় দিতে চেয়েছি আমরা। যখনই সুযোগ আসবে তখনই চেষ্টা করব এমনটা করতে। প্রতিপক্ষকে ১১৫ রানের মধ্যে আটকাতে পেরে আমরা চেষ্টা করেছি তাদের সময় দিতে। তবে মনে করি না, এবারের মতো তারা সামনে খুব বেশি সুযোগ পাবে।’
১১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতের একে একে চারজন ব্যাটার আউট হলেও রোহিত–কোহলিরা নামেননি। পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে আসেন শার্দূল ঠাকুর। অর্থাৎ, দুজন স্বীকৃত ব্যাটার থাকার পরও ব্যাটিংয়ে নামলেন শার্দুল, যার মূল কাজ বোলিংয়ে। তিনি অবশ্য দ্রুত আউট হলে পরে অধিনায়ক রোহিত নামেন ব্যাটিংয়ে। ভারত জয়ের বন্দরে পৌঁছে যাওয়ায় পরে ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি কোহলির। গতকালকের আগে সর্বশেষ ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ নম্বরে ব্যাটিং করেছিলেন রোহিত। সেদিন ৯ রান করে আউট হলেও গতকাল ১২ অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ৫ উইকেটের জয়ের ম্যাচে অন্যরকম এক দৃশ্য দেখা গেছে ভারতের ব্যাটিং লাইনআপে। একাদশে থাকার পরও রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞরা ব্যাটিংয়ে নামেননি শুরুতে। জয়ের শেষ মুহূর্তে রোহিত নামলেও ব্যাটিংয়ে দেখা যায়নি কোহলিকে।
অথচ দুজনেই খেলেন টপ অর্ডারে। গতকাল তাই ভারত ম্যাচ জেতার পরও এমন ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা হয়েছে। সামনে যখন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্ট আছে তখন এই ব্যাটিং অর্ডার কেন অনুসরণ করছে ভারত—জয়ের পর তার ব্যাখ্যা দিয়েছেন রোহিত।
প্রথম ওয়ানডের একাদশে সুযোগ পাওয়া ব্যাটারদের সময় দিতে চেয়েছে ভারত। বিশেষ করে যারা টেস্ট দলের অংশ ছিলেন না তাদের। আর প্রতিপক্ষকে কম রানে আটকিয়ে দেওয়ার কারণে ব্যাটিং লাইনআপে এই পরিবর্তন। এ নিয়ে রোহিত বলেছেন, ‘ওয়ানডেতে যারা সুযোগ পেয়েছে তাদের ব্যাটিংয়ে সময় দিতে চেয়েছি আমরা। যখনই সুযোগ আসবে তখনই চেষ্টা করব এমনটা করতে। প্রতিপক্ষকে ১১৫ রানের মধ্যে আটকাতে পেরে আমরা চেষ্টা করেছি তাদের সময় দিতে। তবে মনে করি না, এবারের মতো তারা সামনে খুব বেশি সুযোগ পাবে।’
১১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতের একে একে চারজন ব্যাটার আউট হলেও রোহিত–কোহলিরা নামেননি। পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে আসেন শার্দূল ঠাকুর। অর্থাৎ, দুজন স্বীকৃত ব্যাটার থাকার পরও ব্যাটিংয়ে নামলেন শার্দুল, যার মূল কাজ বোলিংয়ে। তিনি অবশ্য দ্রুত আউট হলে পরে অধিনায়ক রোহিত নামেন ব্যাটিংয়ে। ভারত জয়ের বন্দরে পৌঁছে যাওয়ায় পরে ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি কোহলির। গতকালকের আগে সর্বশেষ ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ নম্বরে ব্যাটিং করেছিলেন রোহিত। সেদিন ৯ রান করে আউট হলেও গতকাল ১২ অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে