Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ডালাসে বাংলাদেশের প্রথম ম্যাচ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২৩: ০১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ডালাসে বাংলাদেশের প্রথম ম্যাচ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করেছে আইসিসি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের নবম আসর। সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু এবং ক্যারিবীয় দ্বীপের ছয় ভেন্যুতে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু এই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে গতকাল। 

২০ দলের ২৯ দিনের টুর্নামেন্টের মধ্যে ১০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তার মধ্যে ১৬ ম্যাচ হবে লডারহিল, ডালাস ও নিউইয়র্কে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচটিও হবে যুক্তরাষ্ট্রে। ম্যাচটি হবে ৯ জুন, নাসাউয়ের কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

২০ দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। তুলনামূলকভাবে এই গ্রুপটিকে বলা হচ্ছে সবচেয়ে কঠিন। 

ডালাসে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ তাদের প্রতিবেশী কানাডা। একই ভেন্যুতে ৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের ছয় ভিন্ন দ্বীপে হবে ৪১ ম্যাচ। সেমিফাইনাল হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানায়। ফাইনাল হবে ২৯ জুন, বার্বাডোসে। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

তারিখ                         প্রতিপক্ষ              ভেন্যু
৭ জুন, শুক্রবার             শ্রীলঙ্কা                ডালাস
১০ জুন, সোমবার           দক্ষিণ আফ্রিকা    নিউইয়র্ক
১৩ জুন, বৃহস্পতিবার     নেদারল্যান্ডস       সেন্ট ভিনসেন্ট    
১৬ জুন, রোববার          নেপাল                 সেন্ট ভিনসেন্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত