
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করেছে আইসিসি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের নবম আসর। সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু এবং ক্যারিবীয় দ্বীপের ছয় ভেন্যুতে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু এই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে গতকাল।
২০ দলের ২৯ দিনের টুর্নামেন্টের মধ্যে ১০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তার মধ্যে ১৬ ম্যাচ হবে লডারহিল, ডালাস ও নিউইয়র্কে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচটিও হবে যুক্তরাষ্ট্রে। ম্যাচটি হবে ৯ জুন, নাসাউয়ের কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে।
২০ দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। তুলনামূলকভাবে এই গ্রুপটিকে বলা হচ্ছে সবচেয়ে কঠিন।
ডালাসে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ তাদের প্রতিবেশী কানাডা। একই ভেন্যুতে ৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের ছয় ভিন্ন দ্বীপে হবে ৪১ ম্যাচ। সেমিফাইনাল হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানায়। ফাইনাল হবে ২৯ জুন, বার্বাডোসে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ জুন, শুক্রবার শ্রীলঙ্কা ডালাস
১০ জুন, সোমবার দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক
১৩ জুন, বৃহস্পতিবার নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট
১৬ জুন, রোববার নেপাল সেন্ট ভিনসেন্ট

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করেছে আইসিসি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের নবম আসর। সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু এবং ক্যারিবীয় দ্বীপের ছয় ভেন্যুতে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু এই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে গতকাল।
২০ দলের ২৯ দিনের টুর্নামেন্টের মধ্যে ১০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তার মধ্যে ১৬ ম্যাচ হবে লডারহিল, ডালাস ও নিউইয়র্কে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচটিও হবে যুক্তরাষ্ট্রে। ম্যাচটি হবে ৯ জুন, নাসাউয়ের কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে।
২০ দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। তুলনামূলকভাবে এই গ্রুপটিকে বলা হচ্ছে সবচেয়ে কঠিন।
ডালাসে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ তাদের প্রতিবেশী কানাডা। একই ভেন্যুতে ৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের ছয় ভিন্ন দ্বীপে হবে ৪১ ম্যাচ। সেমিফাইনাল হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানায়। ফাইনাল হবে ২৯ জুন, বার্বাডোসে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ জুন, শুক্রবার শ্রীলঙ্কা ডালাস
১০ জুন, সোমবার দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক
১৩ জুন, বৃহস্পতিবার নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট
১৬ জুন, রোববার নেপাল সেন্ট ভিনসেন্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে