নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে। এর আগে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। এমন পরিস্থিতিতে নতুন অধিনায়ক ঠিক করা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
ওয়ানডের সহ-অধিনায়ক লিটন দাস এবং টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের কথাও বলছেন অনেকে। তবে অভিজ্ঞতা বিবেচনায় এই পরিস্থিতিতে সাকিবকে ওয়ানডে নেতৃত্বের জন্য সেরা অপশন মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
সব মিলেয়ে বিসিবির জন্য পরিস্থিতি কঠিনই হওয়ার কথা। তবে বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানালেন ভিন্ন কথা। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া আর নতুন অধিনায়ক নিযুক্তের চিন্তায় বোর্ডে কোনো অস্থিরতা নেই। তবে তামিমের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো ধাক্কা বলা অভিহিত করেছেন তিনি।’
মল্লিক বলেন, ‘না, কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে তাঁরা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশনস আছে। বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। তবে স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’
এশিয়া কাপ শুরু হবে চলতি মাসের শেষ দিকে। আগামী কয়েক দিনের মধ্যেই দল ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন নির্বাচকেরা। তবে এখন তাঁদের কাজও বেড়ে গেল। এশিয়া কাপ খেলবেন না তামিম। ঠিক করতে হবে তার স্থলাভিষিক্ত। অধিনায়ক ঠিক হলেই দল ঘোষণা করবেন নির্বাচকেরা।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে। এর আগে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। এমন পরিস্থিতিতে নতুন অধিনায়ক ঠিক করা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
ওয়ানডের সহ-অধিনায়ক লিটন দাস এবং টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের কথাও বলছেন অনেকে। তবে অভিজ্ঞতা বিবেচনায় এই পরিস্থিতিতে সাকিবকে ওয়ানডে নেতৃত্বের জন্য সেরা অপশন মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
সব মিলেয়ে বিসিবির জন্য পরিস্থিতি কঠিনই হওয়ার কথা। তবে বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানালেন ভিন্ন কথা। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া আর নতুন অধিনায়ক নিযুক্তের চিন্তায় বোর্ডে কোনো অস্থিরতা নেই। তবে তামিমের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো ধাক্কা বলা অভিহিত করেছেন তিনি।’
মল্লিক বলেন, ‘না, কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে তাঁরা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশনস আছে। বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। তবে স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’
এশিয়া কাপ শুরু হবে চলতি মাসের শেষ দিকে। আগামী কয়েক দিনের মধ্যেই দল ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন নির্বাচকেরা। তবে এখন তাঁদের কাজও বেড়ে গেল। এশিয়া কাপ খেলবেন না তামিম। ঠিক করতে হবে তার স্থলাভিষিক্ত। অধিনায়ক ঠিক হলেই দল ঘোষণা করবেন নির্বাচকেরা।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে