ক্রীড়া ডেস্ক

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনা থেমে নেই। সেই ইস্যুতে বারবার চলে আসছে শাহরুখ খানের নাম। কারণ, তাঁর দল কলকাতা নাইট রাইডার্স কিনেছে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে নেওয়ায় শাহরুখ খানকে গাদ্দার শব্দও পর্যন্ত শুনতে হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ গত কয়েক দিন ধরে তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। যার পরিপ্রেক্ষিতেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ এই মোস্তাফিজকে নিলামে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের সঙ্গে ‘যুদ্ধ’ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান এক্সপ্রেসে সন্দীপ দ্বিবেদী এক কলামে লিখেছেন, ‘চেন্নাই সুপার কিংসও তো মোস্তাফিজকে ৯ কোটি রুপি পর্যন্ত দিতে চেয়েছিল। চেন্নাই যদি নিলাম থেকে নিত, তাহলে কি মহেন্দ্র সিং ধোনিকেও গাদ্দার বলা হতো? প্রশ্নটার উত্তর সবাই জানেন।’
শাহরুখের বর্তমান অবস্থার সঙ্গে ২০০৭ সালে তাঁর অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার মিল খুঁজে পেয়েছেন সন্দীপ দ্বিবেদী। ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা কলামে সন্দ্বীপ লিখেছেন, ‘শাহরুখ খান নিশ্চয়ই চাননি তার সিনেমার গল্প বাস্তব জীবনে এমন নির্মমভাবে ফিরুক। চাক দে ইন্ডিয়া ছবিতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করার পর ভারতীয় হকির খেলোয়াড় কবির খানকে একঘরে করে দেওয়া হয়েছিল। বাড়ির দেয়ালে কয়লা দিয়ে গাদ্দার লেখা হয়েছিল। এত বছর পর বাস্তব জীবনেও সেই গল্পই ফিরল।’
ক্রিকেটে শাহরুখ খানের অবদান সম্পর্কে না জেনেই অনেকে তাঁকে নিয়ে আজেবাজে মন্তব্য করছেন বলে জানিয়েছেন কলামিস্ট সন্দীপ দ্বিবেদী। ইন্ডিয়ান এক্সপ্রেসের কলামে সন্দীপ লিখেছেন, ‘আজকাল খেলাধুলা কিংবা বিনোদন সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলেও টেলিভিশনের সামনে বিশেষজ্ঞ বনে যাচ্ছেন। আইপিএল নিলামের নিয়ম না বুঝে, ক্রিকেটে শাহরুখ খানের অবদান না জেনে অবলীলায় উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। পারও পেয়ে যাচ্ছেন অনেকে। ভাগ্য ভালো মুম্বাইয়ের মান্নাতের (শাহরুখের বাড়ি) দেয়ালগুলো এখনো সাদা। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কট্টরপন্থী ধর্মীয় নেতা ও রাজনীতিবিদরা শাহরুখ খানকে গাদ্দার বলেছেন।’
মোস্তাফিজ ইস্যুতে ভারত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের ম্যাচগুলো সরে যেতে পারে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে বিসিবি এরই মধ্যে দুইবার চিঠি পাঠিয়েছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনা থেমে নেই। সেই ইস্যুতে বারবার চলে আসছে শাহরুখ খানের নাম। কারণ, তাঁর দল কলকাতা নাইট রাইডার্স কিনেছে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে নেওয়ায় শাহরুখ খানকে গাদ্দার শব্দও পর্যন্ত শুনতে হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ গত কয়েক দিন ধরে তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। যার পরিপ্রেক্ষিতেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ এই মোস্তাফিজকে নিলামে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের সঙ্গে ‘যুদ্ধ’ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান এক্সপ্রেসে সন্দীপ দ্বিবেদী এক কলামে লিখেছেন, ‘চেন্নাই সুপার কিংসও তো মোস্তাফিজকে ৯ কোটি রুপি পর্যন্ত দিতে চেয়েছিল। চেন্নাই যদি নিলাম থেকে নিত, তাহলে কি মহেন্দ্র সিং ধোনিকেও গাদ্দার বলা হতো? প্রশ্নটার উত্তর সবাই জানেন।’
শাহরুখের বর্তমান অবস্থার সঙ্গে ২০০৭ সালে তাঁর অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার মিল খুঁজে পেয়েছেন সন্দীপ দ্বিবেদী। ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা কলামে সন্দ্বীপ লিখেছেন, ‘শাহরুখ খান নিশ্চয়ই চাননি তার সিনেমার গল্প বাস্তব জীবনে এমন নির্মমভাবে ফিরুক। চাক দে ইন্ডিয়া ছবিতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করার পর ভারতীয় হকির খেলোয়াড় কবির খানকে একঘরে করে দেওয়া হয়েছিল। বাড়ির দেয়ালে কয়লা দিয়ে গাদ্দার লেখা হয়েছিল। এত বছর পর বাস্তব জীবনেও সেই গল্পই ফিরল।’
ক্রিকেটে শাহরুখ খানের অবদান সম্পর্কে না জেনেই অনেকে তাঁকে নিয়ে আজেবাজে মন্তব্য করছেন বলে জানিয়েছেন কলামিস্ট সন্দীপ দ্বিবেদী। ইন্ডিয়ান এক্সপ্রেসের কলামে সন্দীপ লিখেছেন, ‘আজকাল খেলাধুলা কিংবা বিনোদন সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলেও টেলিভিশনের সামনে বিশেষজ্ঞ বনে যাচ্ছেন। আইপিএল নিলামের নিয়ম না বুঝে, ক্রিকেটে শাহরুখ খানের অবদান না জেনে অবলীলায় উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। পারও পেয়ে যাচ্ছেন অনেকে। ভাগ্য ভালো মুম্বাইয়ের মান্নাতের (শাহরুখের বাড়ি) দেয়ালগুলো এখনো সাদা। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কট্টরপন্থী ধর্মীয় নেতা ও রাজনীতিবিদরা শাহরুখ খানকে গাদ্দার বলেছেন।’
মোস্তাফিজ ইস্যুতে ভারত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের ম্যাচগুলো সরে যেতে পারে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে বিসিবি এরই মধ্যে দুইবার চিঠি পাঠিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১১ ঘণ্টা আগে