
এ বছর টেস্টে বেশ ব্যস্ত সূচি কাটানোর কথা বাংলাদেশের। রেকর্ড ১২টি টেস্ট সূচি ছিল নাজমুল হোসেন শান্তদের। কিন্তু সেটি আর হচ্ছে না। জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও দুটি ম্যাচের সিরিজ স্থগিত হয়েছে। যার কারণে এ বছর বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে ৮টি।
২০২২ সালে ১০টি টেস্ট খেলে বাংলাদেশ, যা এখন পর্যন্ত তাদের এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ। ২০২৪ সালে সেটি ছাপিয়ে যাওয়ার সামনে ছিল বাংলাদেশ। সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এফটিপি সূচি অনুযায়ী, শান্তরা ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বর্তমানে।
জুলাইয়ে আফগানদের বিপক্ষেও পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সব ফরম্যাটের অ্যাওয়ে সিরিজটি স্থগিত হয়েছে। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট ও সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার আশা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এই সিরিজ স্থগিত হওয়ার প্রসঙ্গে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ বিসিবি পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘উভয় বোর্ড সম্মত হওয়ায় অন্য কোনো সময়ে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি পুনর্নির্ধারিত হবে।’
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়, যেটি হওয়ার কথা ছিল এপ্রিলে। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে তারা যাবে ওয়েস্ট ইন্ডিজে। এই সিরিজগুলোতে সাকিব আল হাসানকে চায় বাংলাদেশ। ইতিমধ্যে এক বছর পর টেস্টে ফিরেছেন তিনি। খেলছেন চট্টগ্রাম টেস্টে।

এ বছর টেস্টে বেশ ব্যস্ত সূচি কাটানোর কথা বাংলাদেশের। রেকর্ড ১২টি টেস্ট সূচি ছিল নাজমুল হোসেন শান্তদের। কিন্তু সেটি আর হচ্ছে না। জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও দুটি ম্যাচের সিরিজ স্থগিত হয়েছে। যার কারণে এ বছর বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে ৮টি।
২০২২ সালে ১০টি টেস্ট খেলে বাংলাদেশ, যা এখন পর্যন্ত তাদের এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ। ২০২৪ সালে সেটি ছাপিয়ে যাওয়ার সামনে ছিল বাংলাদেশ। সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এফটিপি সূচি অনুযায়ী, শান্তরা ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বর্তমানে।
জুলাইয়ে আফগানদের বিপক্ষেও পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সব ফরম্যাটের অ্যাওয়ে সিরিজটি স্থগিত হয়েছে। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট ও সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার আশা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এই সিরিজ স্থগিত হওয়ার প্রসঙ্গে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ বিসিবি পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘উভয় বোর্ড সম্মত হওয়ায় অন্য কোনো সময়ে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি পুনর্নির্ধারিত হবে।’
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়, যেটি হওয়ার কথা ছিল এপ্রিলে। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে তারা যাবে ওয়েস্ট ইন্ডিজে। এই সিরিজগুলোতে সাকিব আল হাসানকে চায় বাংলাদেশ। ইতিমধ্যে এক বছর পর টেস্টে ফিরেছেন তিনি। খেলছেন চট্টগ্রাম টেস্টে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৭ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৮ ঘণ্টা আগে