ক্রীড়া ডেস্ক

দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও শান্ত। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মুশফিক।
ভারতের একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। স্বীকৃত দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্বীকৃত স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।
টসের সময় শান্ত জানিয়েছেন ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের কথা। আর দুবাইয়ে আজ রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে গত রাতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া

দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও শান্ত। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মুশফিক।
ভারতের একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। স্বীকৃত দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্বীকৃত স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।
টসের সময় শান্ত জানিয়েছেন ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের কথা। আর দুবাইয়ে আজ রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে গত রাতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১০ মিনিট আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১৮ মিনিট আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
১ ঘণ্টা আগে