
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়রথ চলছেই। ৫০ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ৮ উইকেটের বড় জয় পেয়েছে এউইন মরগানের দল। টানা তিন জয়ে সেমিফাইনালে এক দিয়ে রাখল ইংল্যান্ড।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী দুই ইংলিশ ওপেনার জেসন রয় আর জস বাটলার। প্রথম ছয় ওভারে দুজন তোলেন ৬৬ রান। অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে তখন থেকেই।
পাওয়ার প্লের পরের ওভারে ২০ বলে ২২ রান করে রয়কে অ্যাডাম জাম্পা এলবিডব্লুর ফাঁদে ফেললে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার বাটলার তো শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের ওপর স্টিমরোলার চালাতে থাকেন। রয় ফেরার পর ডেভিড মালানকে নিয়ে এগোতে থাকেন বাটলার।
জাম্পাকে লং অফের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলে ২৫ বলে ফিফটি তুলে নেন বাটলার। পরের ওভারে অ্যাস্টন অ্যাগার ডেভিড মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান। ৮ বলে ৮ রানে মালান ফিরলেও জয় পেতে একটুও বেগ পেতে হয়নি এইউন মরগানের দলকে। তখন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৬৫ বলে ২৯ রান, হাতে ৮ উইকেট। জনি বেয়ারস্টোকে নিয়ে বাটলার হেসে খেলেই লক্ষ্যে পৌঁছে যান। সমান ৫ চার ও ৫ ছয়ে ৩২ বলে ৭১ রানে অপরাজিত থাকেন বাটলার। আর বেয়ারস্টো করেন ১১ বলে অপরাজিত ১৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৫ রানের মধ্যে তিন টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। পরে বাকি ব্যাটারদেরও খোলস থেকে বের হতে দেননি ইংলিশ বোলাররা। ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলের পক্ষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৪৪ রান করেন। সেটিও এক শর কম স্ট্রাইক রেটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়রথ চলছেই। ৫০ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ৮ উইকেটের বড় জয় পেয়েছে এউইন মরগানের দল। টানা তিন জয়ে সেমিফাইনালে এক দিয়ে রাখল ইংল্যান্ড।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী দুই ইংলিশ ওপেনার জেসন রয় আর জস বাটলার। প্রথম ছয় ওভারে দুজন তোলেন ৬৬ রান। অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে তখন থেকেই।
পাওয়ার প্লের পরের ওভারে ২০ বলে ২২ রান করে রয়কে অ্যাডাম জাম্পা এলবিডব্লুর ফাঁদে ফেললে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার বাটলার তো শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের ওপর স্টিমরোলার চালাতে থাকেন। রয় ফেরার পর ডেভিড মালানকে নিয়ে এগোতে থাকেন বাটলার।
জাম্পাকে লং অফের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলে ২৫ বলে ফিফটি তুলে নেন বাটলার। পরের ওভারে অ্যাস্টন অ্যাগার ডেভিড মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান। ৮ বলে ৮ রানে মালান ফিরলেও জয় পেতে একটুও বেগ পেতে হয়নি এইউন মরগানের দলকে। তখন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৬৫ বলে ২৯ রান, হাতে ৮ উইকেট। জনি বেয়ারস্টোকে নিয়ে বাটলার হেসে খেলেই লক্ষ্যে পৌঁছে যান। সমান ৫ চার ও ৫ ছয়ে ৩২ বলে ৭১ রানে অপরাজিত থাকেন বাটলার। আর বেয়ারস্টো করেন ১১ বলে অপরাজিত ১৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৫ রানের মধ্যে তিন টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। পরে বাকি ব্যাটারদেরও খোলস থেকে বের হতে দেননি ইংলিশ বোলাররা। ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলের পক্ষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৪৪ রান করেন। সেটিও এক শর কম স্ট্রাইক রেটে।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৭ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে