
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়রথ চলছেই। ৫০ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ৮ উইকেটের বড় জয় পেয়েছে এউইন মরগানের দল। টানা তিন জয়ে সেমিফাইনালে এক দিয়ে রাখল ইংল্যান্ড।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী দুই ইংলিশ ওপেনার জেসন রয় আর জস বাটলার। প্রথম ছয় ওভারে দুজন তোলেন ৬৬ রান। অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে তখন থেকেই।
পাওয়ার প্লের পরের ওভারে ২০ বলে ২২ রান করে রয়কে অ্যাডাম জাম্পা এলবিডব্লুর ফাঁদে ফেললে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার বাটলার তো শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের ওপর স্টিমরোলার চালাতে থাকেন। রয় ফেরার পর ডেভিড মালানকে নিয়ে এগোতে থাকেন বাটলার।
জাম্পাকে লং অফের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলে ২৫ বলে ফিফটি তুলে নেন বাটলার। পরের ওভারে অ্যাস্টন অ্যাগার ডেভিড মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান। ৮ বলে ৮ রানে মালান ফিরলেও জয় পেতে একটুও বেগ পেতে হয়নি এইউন মরগানের দলকে। তখন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৬৫ বলে ২৯ রান, হাতে ৮ উইকেট। জনি বেয়ারস্টোকে নিয়ে বাটলার হেসে খেলেই লক্ষ্যে পৌঁছে যান। সমান ৫ চার ও ৫ ছয়ে ৩২ বলে ৭১ রানে অপরাজিত থাকেন বাটলার। আর বেয়ারস্টো করেন ১১ বলে অপরাজিত ১৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৫ রানের মধ্যে তিন টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। পরে বাকি ব্যাটারদেরও খোলস থেকে বের হতে দেননি ইংলিশ বোলাররা। ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলের পক্ষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৪৪ রান করেন। সেটিও এক শর কম স্ট্রাইক রেটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়রথ চলছেই। ৫০ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ৮ উইকেটের বড় জয় পেয়েছে এউইন মরগানের দল। টানা তিন জয়ে সেমিফাইনালে এক দিয়ে রাখল ইংল্যান্ড।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী দুই ইংলিশ ওপেনার জেসন রয় আর জস বাটলার। প্রথম ছয় ওভারে দুজন তোলেন ৬৬ রান। অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে তখন থেকেই।
পাওয়ার প্লের পরের ওভারে ২০ বলে ২২ রান করে রয়কে অ্যাডাম জাম্পা এলবিডব্লুর ফাঁদে ফেললে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার বাটলার তো শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের ওপর স্টিমরোলার চালাতে থাকেন। রয় ফেরার পর ডেভিড মালানকে নিয়ে এগোতে থাকেন বাটলার।
জাম্পাকে লং অফের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলে ২৫ বলে ফিফটি তুলে নেন বাটলার। পরের ওভারে অ্যাস্টন অ্যাগার ডেভিড মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান। ৮ বলে ৮ রানে মালান ফিরলেও জয় পেতে একটুও বেগ পেতে হয়নি এইউন মরগানের দলকে। তখন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৬৫ বলে ২৯ রান, হাতে ৮ উইকেট। জনি বেয়ারস্টোকে নিয়ে বাটলার হেসে খেলেই লক্ষ্যে পৌঁছে যান। সমান ৫ চার ও ৫ ছয়ে ৩২ বলে ৭১ রানে অপরাজিত থাকেন বাটলার। আর বেয়ারস্টো করেন ১১ বলে অপরাজিত ১৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৫ রানের মধ্যে তিন টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। পরে বাকি ব্যাটারদেরও খোলস থেকে বের হতে দেননি ইংলিশ বোলাররা। ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলের পক্ষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৪৪ রান করেন। সেটিও এক শর কম স্ট্রাইক রেটে।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৪০ মিনিট আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৪১ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১ ঘণ্টা আগে