Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ‘নতুন অস্ত্র’ নিয়ে প্রস্তুত শাদাব 

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১: ৫৫
বাংলাদেশের বিপক্ষে ‘নতুন অস্ত্র’ নিয়ে প্রস্তুত শাদাব 

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হতে পারেন শাদাব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে বোলিং অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে পাকিস্তানের এই লেগ স্পিনার জানিয়েছেন, বোলিংয়ের নতুন কিছু অস্ত্র নিয়ে তিনি প্রস্তুত। 

শাদাব খান ব্যাটারদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করেন গুগলিতে। এবার নাকি তিনি বোলিংয়ে আরও নতুন কিছু অস্ত্র রপ্ত করেছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেই অস্ত্রই ব্যবহার করতে চান শাদাব। কোচ সাকলায়েন মুশতাককে সামনে রেখে বোলিং অনুশীলনীর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বোলিং অ্যাকশন ঠিকঠাক রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। পুরোপুরি ফিট থাকতে পেরে ভালো লাগছে। অনুশীলনে বোলিংয়ের কিছু নতুন কৌশল নিয়ে কাজ করেছি। আশা করছি যথাযথ অনুশীলন ও সময়ের মাধ্যমে ম্যাচে এগুলোর প্রতিফলন ঘটাতে পারব।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ঝলক দেখিয়েছিলেন শাদাব। ৬ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। বিশেষ করে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। সতীর্থ বোলারদের সমর্থন পেলে হয়তো শাদাবের ২৬ রান খরচায় পাওয়া ৪ উইকেট বিফলে যেত না। বিশ্বকাপে এই পাকিস্তানি বোলার ওভারপ্রতি রান দিয়েছিলেন ৬। এমনিতেই আছেন দুর্দান্ত ফর্মে, সেখানে তিনি এখন উন্মুখ বাংলাদেশের বিপক্ষেও আলো ছড়াতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত