
অবিশ্বাস্য, রোমাঞ্চকর, নাটকীয়!—কোন বিশেষণে বিশেষায়িত করবেন পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় কে? দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে মাঠের বাইরের যে উত্তাপ তার আঁচ ঠিকই পড়ল মাঠে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজারেরও বেশি দর্শক পেণ্ডুলামের মতো দুললেন ম্যাচের ভাগ্য নিয়ে। পরতে পরতে রঙ পাল্টানো ম্যাচে শেষ হাসি ভারতের। পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভ সূচনা হলো রোহিত শর্মাদের।
আর ভারতের এই রোমাঞ্চকর জয়ের নায়ক বিরাট কোহলি। গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি খরা কাটিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, বড় মঞ্চে ফেরার জন্য প্রস্তুত। হলোও তাই। এ যেন এশিয়া কাপে সুপার ফোরে হারের শোধ তুললেন কোহলি। আর এবার পাকিস্তানকে হারিয়ে আনন্দ-অশ্রুই ফেললেন তিনি।
শেষ ওভার থেকে শেষ বলের নাটকীয়তা, কখনো ভাগ্যের ছোঁয়া তো কখনো পাথর বোঝা চাপ— সব ঠেলে ভারতকে জয় এনে দেওয়া ম্যাচ শেষে চোখে জল দেখা গেল কোহলির। এমন এক জয়ের অনুভূতি জানাতে গিয়ে শব্দই খুঁজে পাচ্ছিলেন না ৩৩ বছর বয়সী ব্যাটার, ‘এটা পরাবাস্তব আবহ। কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। কোনো ধারনা নেই এটা কিভাবে ঘটেছে। আমি সত্যিই কথা খুঁজে পাচ্ছি না। হার্দিকের (পান্ডিয়া) বিশ্বাস ছিল আমরা এটা করতে পারব, যদি আমরা শেষ পর্যন্ত থাকি।’
পান্ডিয়ার বিশ্বাস বিফলে যায়নি। ৩১ রানে চার উইকেট হারালেও কোহলি-পান্ডিয়া মিলে ৭৮ বলে ১১৩ রানের যে জুটি গড়লেন, তা ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে আরেকটি ‘মহাকাব্যিক’ ইনিংসই বলা চলে। বিশ্বাসের প্রতিদান ঠিকই পেয়েছেন দুজনে। আর তা এমন চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শিরদাঁড়া বেয়ে ঘাম দেওয়া ৪ উইকেটের জয়। যেখানে কোহলি ৫৩ বলে খেললেন নায়কোচিত অপরাজিত ৮২ রানের ইনিংস আর পান্ডিয়ার ৪০ রান।

অবিশ্বাস্য, রোমাঞ্চকর, নাটকীয়!—কোন বিশেষণে বিশেষায়িত করবেন পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় কে? দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে মাঠের বাইরের যে উত্তাপ তার আঁচ ঠিকই পড়ল মাঠে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজারেরও বেশি দর্শক পেণ্ডুলামের মতো দুললেন ম্যাচের ভাগ্য নিয়ে। পরতে পরতে রঙ পাল্টানো ম্যাচে শেষ হাসি ভারতের। পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভ সূচনা হলো রোহিত শর্মাদের।
আর ভারতের এই রোমাঞ্চকর জয়ের নায়ক বিরাট কোহলি। গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি খরা কাটিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, বড় মঞ্চে ফেরার জন্য প্রস্তুত। হলোও তাই। এ যেন এশিয়া কাপে সুপার ফোরে হারের শোধ তুললেন কোহলি। আর এবার পাকিস্তানকে হারিয়ে আনন্দ-অশ্রুই ফেললেন তিনি।
শেষ ওভার থেকে শেষ বলের নাটকীয়তা, কখনো ভাগ্যের ছোঁয়া তো কখনো পাথর বোঝা চাপ— সব ঠেলে ভারতকে জয় এনে দেওয়া ম্যাচ শেষে চোখে জল দেখা গেল কোহলির। এমন এক জয়ের অনুভূতি জানাতে গিয়ে শব্দই খুঁজে পাচ্ছিলেন না ৩৩ বছর বয়সী ব্যাটার, ‘এটা পরাবাস্তব আবহ। কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। কোনো ধারনা নেই এটা কিভাবে ঘটেছে। আমি সত্যিই কথা খুঁজে পাচ্ছি না। হার্দিকের (পান্ডিয়া) বিশ্বাস ছিল আমরা এটা করতে পারব, যদি আমরা শেষ পর্যন্ত থাকি।’
পান্ডিয়ার বিশ্বাস বিফলে যায়নি। ৩১ রানে চার উইকেট হারালেও কোহলি-পান্ডিয়া মিলে ৭৮ বলে ১১৩ রানের যে জুটি গড়লেন, তা ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে আরেকটি ‘মহাকাব্যিক’ ইনিংসই বলা চলে। বিশ্বাসের প্রতিদান ঠিকই পেয়েছেন দুজনে। আর তা এমন চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শিরদাঁড়া বেয়ে ঘাম দেওয়া ৪ উইকেটের জয়। যেখানে কোহলি ৫৩ বলে খেললেন নায়কোচিত অপরাজিত ৮২ রানের ইনিংস আর পান্ডিয়ার ৪০ রান।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৩ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে