নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেট অথবা রাজনীতি নাকি দুটোই চলবে সমান্তরালে—বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর বাংলাদেশে এ ব্যাপার নিয়ে বেশ আলোচনা চলছে। তাতে বারবার চলে আসছে দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার নাম। শরীফুল ইসলাম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তাতে সাকিব ও মাশরাফির সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় মাগুরা-১ ও নড়াইল-২ আসন থেকে এমপি হয়েছিলেন সাকিব ও মাশরাফি । এমপি থাকা অবস্থায় সাকিব-মাশরাফি এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। কদিন আগে নুরুল হাসান সোহান বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই মর্মে যে অবসরের পর রাজনীতি করা উচিত। সেই ব্যাপারেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে আজ যখন জিজ্ঞেস করা হলো শরীফুলকে, তখন তিনি উত্তর দিয়েছেন কূটনৈতিক উপায়ে। বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেখুন আমি আসলে অনেক ছোট। এসব ব্যাপারে আমি এখনো কিছু জানি না। জানতে চাই না। না থাকাই ভালো।’
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হয়েছে গত পরশু। সেই টুর্নামেন্টে সাকিব-শরীফুল দুজনেই খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে। টুর্নামেন্টের শেষের দিকে এসে বাংলা টাইগার্স অধিনায়ক সাকিবের একটি ঘটনা নিয়ে বেশি সমালোচনা হয়। এলিমিনেটরে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ম্যাচে টস করতে যাননি সাকিব। কারণ মুষলধারে বৃষ্টির কারণে একটা পর্যায়ে সুপার ওভারে খেলা চালানোর সিদ্ধান্ত ম্যাচ কর্মকর্তারা নিলে সেটা পছন্দ হয়নি বাংলা টাইগার্সের। সেই প্রশ্ন জিজ্ঞেস করা হলে শরীফুল বলেন,‘আমার মনে হয় আসলে এক ওভারের একটা ম্যাচ আয়োজনের ব্যাপারটা নিয়মে ছিল না। সেকারণেই আমরা টসে যাইনি। কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বা কোনো টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ ছাড়া সরাসরি সুপার হয়। সেকারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি।’
ক্রিকেটারদের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও। মিরপুরে গতকাল সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে লিপু জানিয়েছেন, সংশ্লিষ্ট বোর্ড বা ফেডারেশন থেকে একটা গাইডলাইন আসা উচিত। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ওপরও তোপ দেগেছেন বিসিবির প্রধান নির্বাচক। খেলোয়াড়ি জীবনে রাজনীতে না জড়ানোর ব্যাপারটিতেই মূলত আলোকপাত করেন লিপু।
আরও পড়ুন:

ক্রিকেট অথবা রাজনীতি নাকি দুটোই চলবে সমান্তরালে—বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর বাংলাদেশে এ ব্যাপার নিয়ে বেশ আলোচনা চলছে। তাতে বারবার চলে আসছে দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার নাম। শরীফুল ইসলাম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তাতে সাকিব ও মাশরাফির সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় মাগুরা-১ ও নড়াইল-২ আসন থেকে এমপি হয়েছিলেন সাকিব ও মাশরাফি । এমপি থাকা অবস্থায় সাকিব-মাশরাফি এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। কদিন আগে নুরুল হাসান সোহান বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই মর্মে যে অবসরের পর রাজনীতি করা উচিত। সেই ব্যাপারেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে আজ যখন জিজ্ঞেস করা হলো শরীফুলকে, তখন তিনি উত্তর দিয়েছেন কূটনৈতিক উপায়ে। বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেখুন আমি আসলে অনেক ছোট। এসব ব্যাপারে আমি এখনো কিছু জানি না। জানতে চাই না। না থাকাই ভালো।’
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হয়েছে গত পরশু। সেই টুর্নামেন্টে সাকিব-শরীফুল দুজনেই খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে। টুর্নামেন্টের শেষের দিকে এসে বাংলা টাইগার্স অধিনায়ক সাকিবের একটি ঘটনা নিয়ে বেশি সমালোচনা হয়। এলিমিনেটরে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ম্যাচে টস করতে যাননি সাকিব। কারণ মুষলধারে বৃষ্টির কারণে একটা পর্যায়ে সুপার ওভারে খেলা চালানোর সিদ্ধান্ত ম্যাচ কর্মকর্তারা নিলে সেটা পছন্দ হয়নি বাংলা টাইগার্সের। সেই প্রশ্ন জিজ্ঞেস করা হলে শরীফুল বলেন,‘আমার মনে হয় আসলে এক ওভারের একটা ম্যাচ আয়োজনের ব্যাপারটা নিয়মে ছিল না। সেকারণেই আমরা টসে যাইনি। কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বা কোনো টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ ছাড়া সরাসরি সুপার হয়। সেকারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি।’
ক্রিকেটারদের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও। মিরপুরে গতকাল সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে লিপু জানিয়েছেন, সংশ্লিষ্ট বোর্ড বা ফেডারেশন থেকে একটা গাইডলাইন আসা উচিত। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ওপরও তোপ দেগেছেন বিসিবির প্রধান নির্বাচক। খেলোয়াড়ি জীবনে রাজনীতে না জড়ানোর ব্যাপারটিতেই মূলত আলোকপাত করেন লিপু।
আরও পড়ুন:

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
২৯ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে