
লাল বলের নতুন কোচ জেসন গিলেস্পির অধীনে প্রথম টেস্ট খেলতে নামছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের ঘোষিত দলে রয়েছে একগাদা চমক।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ১৭ সদস্যের দল আজ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শান মাসুদের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন সৌদ শাকিল। যেখানে শাকিল তাঁর তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১০ টেস্ট ও ১৫ ওয়ানডে। বাংলাদেশে সিরিজে শাহিন শাহ আফ্রিদির থাকা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। অনিশ্চয়তা দূর করে তিনিও আছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। তবে আফ্রিদিকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে জানিয়েছে পিসিবি। এফটিপির সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে আগামী বছরের ৫ এপ্রিলের মধ্যে ৯ টেস্ট, ১৪ টি-টোয়েন্টি ও ১৭ ওয়ানডে খেলবে পাকিস্তান।
টেস্টে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মোহাম্মদ হুরায়রা এবং কামরান গুলাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সই তাঁদের বাংলাদেশ সিরিজের দলে জায়গা করে নিতে অবদান রেখেছে। ১৭ সদস্যের টেস্ট দলে আমির জামাল আছেন ফিটনেস সাপেক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছরের শেষের দিকে টেস্ট সিরিজে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন তিনি। বাংলাদেশ সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আলী। আলী ২০২২ এর ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছেন মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে।
নিয়মিত ওপেনার ইমাম উল হক বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে। চোটের কারণে হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে বিবেচনা করা হয়নি। তারকাদের মধ্যে ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, সাজিদ খানরা বাদ পড়েছেন গিলেস্পির ঘোষিত স্কোয়াড থেকে। বাংলাদেশ সিরিজে মাসুদের নেতৃত্বাধীন দলে আফ্রিদি-নাসিমদের পাশাপাশি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আব্দুল্লাহ শফিকের মতো তারকারা আছেন।
রাওয়ালপিন্ডির পর বাংলাদেশ-পাকিস্তান দল দুটিকে চলে যেতে হবে করাচিতে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে পাঁচ ও আট নম্বরে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের দল
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, আবরার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হুরায়রা, কামরান গুলাম, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মীর হামজা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, সাইম আইয়ুব, আমির জামাল (ফিটনেস সাপক্ষে)

লাল বলের নতুন কোচ জেসন গিলেস্পির অধীনে প্রথম টেস্ট খেলতে নামছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের ঘোষিত দলে রয়েছে একগাদা চমক।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ১৭ সদস্যের দল আজ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শান মাসুদের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন সৌদ শাকিল। যেখানে শাকিল তাঁর তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১০ টেস্ট ও ১৫ ওয়ানডে। বাংলাদেশে সিরিজে শাহিন শাহ আফ্রিদির থাকা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। অনিশ্চয়তা দূর করে তিনিও আছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। তবে আফ্রিদিকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে জানিয়েছে পিসিবি। এফটিপির সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে আগামী বছরের ৫ এপ্রিলের মধ্যে ৯ টেস্ট, ১৪ টি-টোয়েন্টি ও ১৭ ওয়ানডে খেলবে পাকিস্তান।
টেস্টে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মোহাম্মদ হুরায়রা এবং কামরান গুলাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সই তাঁদের বাংলাদেশ সিরিজের দলে জায়গা করে নিতে অবদান রেখেছে। ১৭ সদস্যের টেস্ট দলে আমির জামাল আছেন ফিটনেস সাপেক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছরের শেষের দিকে টেস্ট সিরিজে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন তিনি। বাংলাদেশ সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আলী। আলী ২০২২ এর ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছেন মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে।
নিয়মিত ওপেনার ইমাম উল হক বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে। চোটের কারণে হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে বিবেচনা করা হয়নি। তারকাদের মধ্যে ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, সাজিদ খানরা বাদ পড়েছেন গিলেস্পির ঘোষিত স্কোয়াড থেকে। বাংলাদেশ সিরিজে মাসুদের নেতৃত্বাধীন দলে আফ্রিদি-নাসিমদের পাশাপাশি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আব্দুল্লাহ শফিকের মতো তারকারা আছেন।
রাওয়ালপিন্ডির পর বাংলাদেশ-পাকিস্তান দল দুটিকে চলে যেতে হবে করাচিতে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে পাঁচ ও আট নম্বরে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের দল
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, আবরার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হুরায়রা, কামরান গুলাম, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মীর হামজা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, সাইম আইয়ুব, আমির জামাল (ফিটনেস সাপক্ষে)

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৮ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১০ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১১ ঘণ্টা আগে