
হাসান আলির দারুণ এক ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার পৌঁছান কুশল মেন্ডিস। আড়াই বছরের বেশি সময় পর পেয়েছেন ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু ব্যাট দেখিয়ে উদ্যাপনটা করলেন একদমই সাদামাটা ভাবেই।
সবশেষ এশিয়া কাপে দুইবার ৯০-এর ঘরে পৌঁছেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মেন্ডিস। আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৯২ এবং ৯১ রানে ফিরেছিলেন পাকিস্তানের বিপক্ষে। তাঁর সেই আক্ষেপ ঘুচল বিশ্বকাপে। খেলেছেন ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী এক ইনিংস। প্রথম ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ৪২ বলে ৭৬ রান।
২৭ তম ওভারের প্রথম বলে হাসানকে ছক্কা মেরে মাত্র ৬৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন মেন্ডিস। তাতে বিশ্বকাপ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তালিকায়ও নাম উঠে গেছে তাঁর। কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি এখন মেন্ডিসেরই। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। সব মিলিয়ে বিশ্বকাপের ৬ষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।
২৯ তম ওভারে আবারও হাসানের ওপর চড়াও হন মেন্ডিস। পর পর দুই ছক্কার পর, তৃতীয় ছক্কার জন্যও ব্যাট চালিয়েছিলেন। তবে এবার ওই মিড উইকেটেই বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ক্যাচ নিয়েছেন ইমাম-উল-হক। মেন্ডিসের ১২২ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও ৬টি ছক্কার বাউন্ডারি।
২২ গজে দুর্দান্ত সময় পার করছেন মেন্ডিস। এশিয়া কাপে করেছিলেন ৩ ফিফটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৮৭ বলে ১৫৮ রান। মূল লড়াইয়েও সে ছন্দ ধরে রাখলেন এই টপ অর্ডার ব্যাটার।
হায়দরাবাদে মেন্ডিসের সেঞ্চুরি, পাতুন নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন পর্যন্ত তাদের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৪ উইকেটে ২৪৫ রান।

হাসান আলির দারুণ এক ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার পৌঁছান কুশল মেন্ডিস। আড়াই বছরের বেশি সময় পর পেয়েছেন ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু ব্যাট দেখিয়ে উদ্যাপনটা করলেন একদমই সাদামাটা ভাবেই।
সবশেষ এশিয়া কাপে দুইবার ৯০-এর ঘরে পৌঁছেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মেন্ডিস। আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৯২ এবং ৯১ রানে ফিরেছিলেন পাকিস্তানের বিপক্ষে। তাঁর সেই আক্ষেপ ঘুচল বিশ্বকাপে। খেলেছেন ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী এক ইনিংস। প্রথম ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ৪২ বলে ৭৬ রান।
২৭ তম ওভারের প্রথম বলে হাসানকে ছক্কা মেরে মাত্র ৬৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন মেন্ডিস। তাতে বিশ্বকাপ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তালিকায়ও নাম উঠে গেছে তাঁর। কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি এখন মেন্ডিসেরই। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। সব মিলিয়ে বিশ্বকাপের ৬ষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।
২৯ তম ওভারে আবারও হাসানের ওপর চড়াও হন মেন্ডিস। পর পর দুই ছক্কার পর, তৃতীয় ছক্কার জন্যও ব্যাট চালিয়েছিলেন। তবে এবার ওই মিড উইকেটেই বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ক্যাচ নিয়েছেন ইমাম-উল-হক। মেন্ডিসের ১২২ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও ৬টি ছক্কার বাউন্ডারি।
২২ গজে দুর্দান্ত সময় পার করছেন মেন্ডিস। এশিয়া কাপে করেছিলেন ৩ ফিফটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৮৭ বলে ১৫৮ রান। মূল লড়াইয়েও সে ছন্দ ধরে রাখলেন এই টপ অর্ডার ব্যাটার।
হায়দরাবাদে মেন্ডিসের সেঞ্চুরি, পাতুন নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন পর্যন্ত তাদের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৪ উইকেটে ২৪৫ রান।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৩ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে