Ajker Patrika

মোস্তাফিজ আমাদের সেরা অস্ত্র, বলছেন তামিম

নিজস্ব প্রতিবেদক
মোস্তাফিজ আমাদের সেরা অস্ত্র, বলছেন তামিম

ঢাকা: এবার আইপিএলে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুদিন পর শুরু দেশের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই মোস্তাফিজকে পেতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, মোস্তাফিজ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন।

অবশ্য যাঁকে নিয়ে এত আশা, সেই মোস্তাফিজ ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনবাধায় প্রায় দুই সপ্তাহ ছিলেন হোটেলবন্দী। নিজের প্রস্তুতির ঘাটতি যে তিনি চিন্তিত, দুদিন আগে সেটি বাঁহাতি পেসার নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আজ সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে।

তামিম অবশ্য মনে করেন না মোস্তাফিজের প্রস্তুতিতে ঘাটতি আছে। শুধু মোস্তাফিজ নন, দলের কারও প্রস্তুতির ঘাটতি নেই বলে দাবি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের, ‘আমরা গত পাঁচ মাসে টানা খেলার মধ্যে ছিলাম। প্রস্তুতির ঘাটতি আছে, এটা বলা যাবে না।’

তামিমের চোখে মোস্তাফিজ তাঁর দলের পেস বোলিং শক্তির অন্যতম সেরা অস্ত্র। বাঁহাতি পেসারের ওপর তাঁর সব সময়ই আস্থা আছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আইপিএলের ফর্মটা ধরে রাখবেন মোস্তাফিজ, এটাই আশা তামিমের, ‘কোনো খেলোয়াড় যদি চার–পাঁচ ম্যাচ যদি ভালো না খেলে, মনে করি না সে শেষ হয়ে গেছে! এক–দুই ম্যাচ যদি খুবই ভালো খেলে মনে করি না যে সে বিশ্বের সেরা বোলার হয়ে গেছে। মোস্তাফিজ আমাদের সেরা বোলিং অস্ত্র। আইপিএলে সে যে বোলিং করেছে, দেখতে ভালো লেগেছে। সবাই চাই যে সে ওই বোলিং সব সময় করুক। মনে রাখতে হবে যে সে উইকেট থেকেও সহায়তা পেয়েছে। এটা যদি যে ধরে রাখতে পারে বাংলাদেশ দলই বেশি লাভবান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত