নিজস্ব প্রতিবেদক

ঢাকা: এবার আইপিএলে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুদিন পর শুরু দেশের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই মোস্তাফিজকে পেতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, মোস্তাফিজ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন।
অবশ্য যাঁকে নিয়ে এত আশা, সেই মোস্তাফিজ ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনবাধায় প্রায় দুই সপ্তাহ ছিলেন হোটেলবন্দী। নিজের প্রস্তুতির ঘাটতি যে তিনি চিন্তিত, দুদিন আগে সেটি বাঁহাতি পেসার নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আজ সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে।
তামিম অবশ্য মনে করেন না মোস্তাফিজের প্রস্তুতিতে ঘাটতি আছে। শুধু মোস্তাফিজ নন, দলের কারও প্রস্তুতির ঘাটতি নেই বলে দাবি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের, ‘আমরা গত পাঁচ মাসে টানা খেলার মধ্যে ছিলাম। প্রস্তুতির ঘাটতি আছে, এটা বলা যাবে না।’
তামিমের চোখে মোস্তাফিজ তাঁর দলের পেস বোলিং শক্তির অন্যতম সেরা অস্ত্র। বাঁহাতি পেসারের ওপর তাঁর সব সময়ই আস্থা আছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আইপিএলের ফর্মটা ধরে রাখবেন মোস্তাফিজ, এটাই আশা তামিমের, ‘কোনো খেলোয়াড় যদি চার–পাঁচ ম্যাচ যদি ভালো না খেলে, মনে করি না সে শেষ হয়ে গেছে! এক–দুই ম্যাচ যদি খুবই ভালো খেলে মনে করি না যে সে বিশ্বের সেরা বোলার হয়ে গেছে। মোস্তাফিজ আমাদের সেরা বোলিং অস্ত্র। আইপিএলে সে যে বোলিং করেছে, দেখতে ভালো লেগেছে। সবাই চাই যে সে ওই বোলিং সব সময় করুক। মনে রাখতে হবে যে সে উইকেট থেকেও সহায়তা পেয়েছে। এটা যদি যে ধরে রাখতে পারে বাংলাদেশ দলই বেশি লাভবান হবে।’

ঢাকা: এবার আইপিএলে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুদিন পর শুরু দেশের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই মোস্তাফিজকে পেতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, মোস্তাফিজ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন।
অবশ্য যাঁকে নিয়ে এত আশা, সেই মোস্তাফিজ ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনবাধায় প্রায় দুই সপ্তাহ ছিলেন হোটেলবন্দী। নিজের প্রস্তুতির ঘাটতি যে তিনি চিন্তিত, দুদিন আগে সেটি বাঁহাতি পেসার নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আজ সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে।
তামিম অবশ্য মনে করেন না মোস্তাফিজের প্রস্তুতিতে ঘাটতি আছে। শুধু মোস্তাফিজ নন, দলের কারও প্রস্তুতির ঘাটতি নেই বলে দাবি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের, ‘আমরা গত পাঁচ মাসে টানা খেলার মধ্যে ছিলাম। প্রস্তুতির ঘাটতি আছে, এটা বলা যাবে না।’
তামিমের চোখে মোস্তাফিজ তাঁর দলের পেস বোলিং শক্তির অন্যতম সেরা অস্ত্র। বাঁহাতি পেসারের ওপর তাঁর সব সময়ই আস্থা আছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আইপিএলের ফর্মটা ধরে রাখবেন মোস্তাফিজ, এটাই আশা তামিমের, ‘কোনো খেলোয়াড় যদি চার–পাঁচ ম্যাচ যদি ভালো না খেলে, মনে করি না সে শেষ হয়ে গেছে! এক–দুই ম্যাচ যদি খুবই ভালো খেলে মনে করি না যে সে বিশ্বের সেরা বোলার হয়ে গেছে। মোস্তাফিজ আমাদের সেরা বোলিং অস্ত্র। আইপিএলে সে যে বোলিং করেছে, দেখতে ভালো লেগেছে। সবাই চাই যে সে ওই বোলিং সব সময় করুক। মনে রাখতে হবে যে সে উইকেট থেকেও সহায়তা পেয়েছে। এটা যদি যে ধরে রাখতে পারে বাংলাদেশ দলই বেশি লাভবান হবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে