ক্রীড়া ডেস্ক

টেস্টে আগের চার ইনিংসে দুবার ৮০ পেরিয়ে কাটা পড়েন যশস্বী জয়সওয়াল। ৭০-৮০’ র ঘরে বেশ কিছু ইনিংসে আউট হয়েছেন শুধু অতি আগ্রাসী হয়ে। সেই ইনিংসগুলোয় বলের চেয়ে রানই ছিল তাঁর বেশি। তবে এবার সেই ভুল আর করেননি ভারতীয় ওপেনার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে হেডেংলি টেস্টের প্রথম দিনই অসাধারণ এক সেঞ্চুরি পেয়েছেন এ বাঁহাতি ব্যাটার।
সেঞ্চুরির আগের দুই বলে ব্রাইডন কার্সকে দুটি চার মেরে পৌঁছান ৯৯ রানে। তবে তৃতীয় বলে একদমই ঝুঁকি না নিয়ে সিঙ্গেলের সহায়তায় পঞ্চম টেস্ট শতক তুলে নেন। তাঁর ইনিংসে চড়ে ৫৫ ওভার পর্যন্ত ৩ উইকেটে ২৩১ রান তুলেছে ভারত। শুবমান গিল ৬৭ ও ঋষভ পন্ত ৬ রানে ব্যাটিং করছিলেন।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়াও বেশ শক্তিশালী ভারত। আস্থা রেখেই গতকাল শচীন টেন্ডুলকার ইএসপিএন ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’
হেডিংলিতে গতকাল টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। কার্স, ক্রিস ওকস, জশ টংকে সঙ্গে নিয়ে স্টোকস পেস বোলিংয়ের তোপেরমুখে ফেলবেন ভারতীয় ব্যাটারদের। সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে শোয়েব বশিরও আছেন।
তবে স্বাগতিকদের পরিকল্পনায় ছেদ ধরালেন দুই ওপেনার জয়সওয়াল ও লোকেশ রাহুল। ২৪.৫ ওভারেই দুজনে যোগ করেন ৯১ রান। ৪২ রানে রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন কার্স। তিন নম্বরে নেমে সাই সুদর্শনের ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেক হলো। ৪ বলে ০ রানে ফেরেন স্টোকসের শিকার হয়ে। অভিষেক টেস্টে তিন নম্বরে নেমে শূন্য রানে ফেরা দেশটির প্রথম ব্যাটার সুদর্শন।
তৃতীয় উইকেটে অধিনায়ক শুবমান গিল ও জয়সওয়াল গড়েন ১২৯ রানের দারুণ এক জুটি। দলীয় ২২১ রানে স্টোকসের বলে বোল্ড হন জয়সওয়াল। ১৫৯ বলে করেছেন ১০১ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। ইংল্যান্ডের বাজবল টনিক যেন ভারতই ব্যবহার করছে। ওভারপ্রতি রান তুলছে ৪-এর ওপরে।

টেস্টে আগের চার ইনিংসে দুবার ৮০ পেরিয়ে কাটা পড়েন যশস্বী জয়সওয়াল। ৭০-৮০’ র ঘরে বেশ কিছু ইনিংসে আউট হয়েছেন শুধু অতি আগ্রাসী হয়ে। সেই ইনিংসগুলোয় বলের চেয়ে রানই ছিল তাঁর বেশি। তবে এবার সেই ভুল আর করেননি ভারতীয় ওপেনার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে হেডেংলি টেস্টের প্রথম দিনই অসাধারণ এক সেঞ্চুরি পেয়েছেন এ বাঁহাতি ব্যাটার।
সেঞ্চুরির আগের দুই বলে ব্রাইডন কার্সকে দুটি চার মেরে পৌঁছান ৯৯ রানে। তবে তৃতীয় বলে একদমই ঝুঁকি না নিয়ে সিঙ্গেলের সহায়তায় পঞ্চম টেস্ট শতক তুলে নেন। তাঁর ইনিংসে চড়ে ৫৫ ওভার পর্যন্ত ৩ উইকেটে ২৩১ রান তুলেছে ভারত। শুবমান গিল ৬৭ ও ঋষভ পন্ত ৬ রানে ব্যাটিং করছিলেন।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়াও বেশ শক্তিশালী ভারত। আস্থা রেখেই গতকাল শচীন টেন্ডুলকার ইএসপিএন ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’
হেডিংলিতে গতকাল টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। কার্স, ক্রিস ওকস, জশ টংকে সঙ্গে নিয়ে স্টোকস পেস বোলিংয়ের তোপেরমুখে ফেলবেন ভারতীয় ব্যাটারদের। সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে শোয়েব বশিরও আছেন।
তবে স্বাগতিকদের পরিকল্পনায় ছেদ ধরালেন দুই ওপেনার জয়সওয়াল ও লোকেশ রাহুল। ২৪.৫ ওভারেই দুজনে যোগ করেন ৯১ রান। ৪২ রানে রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন কার্স। তিন নম্বরে নেমে সাই সুদর্শনের ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেক হলো। ৪ বলে ০ রানে ফেরেন স্টোকসের শিকার হয়ে। অভিষেক টেস্টে তিন নম্বরে নেমে শূন্য রানে ফেরা দেশটির প্রথম ব্যাটার সুদর্শন।
তৃতীয় উইকেটে অধিনায়ক শুবমান গিল ও জয়সওয়াল গড়েন ১২৯ রানের দারুণ এক জুটি। দলীয় ২২১ রানে স্টোকসের বলে বোল্ড হন জয়সওয়াল। ১৫৯ বলে করেছেন ১০১ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। ইংল্যান্ডের বাজবল টনিক যেন ভারতই ব্যবহার করছে। ওভারপ্রতি রান তুলছে ৪-এর ওপরে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৮ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে