ক্রীড়া ডেস্ক

টেস্টে আগের চার ইনিংসে দুবার ৮০ পেরিয়ে কাটা পড়েন যশস্বী জয়সওয়াল। ৭০-৮০’ র ঘরে বেশ কিছু ইনিংসে আউট হয়েছেন শুধু অতি আগ্রাসী হয়ে। সেই ইনিংসগুলোয় বলের চেয়ে রানই ছিল তাঁর বেশি। তবে এবার সেই ভুল আর করেননি ভারতীয় ওপেনার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে হেডেংলি টেস্টের প্রথম দিনই অসাধারণ এক সেঞ্চুরি পেয়েছেন এ বাঁহাতি ব্যাটার।
সেঞ্চুরির আগের দুই বলে ব্রাইডন কার্সকে দুটি চার মেরে পৌঁছান ৯৯ রানে। তবে তৃতীয় বলে একদমই ঝুঁকি না নিয়ে সিঙ্গেলের সহায়তায় পঞ্চম টেস্ট শতক তুলে নেন। তাঁর ইনিংসে চড়ে ৫৫ ওভার পর্যন্ত ৩ উইকেটে ২৩১ রান তুলেছে ভারত। শুবমান গিল ৬৭ ও ঋষভ পন্ত ৬ রানে ব্যাটিং করছিলেন।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়াও বেশ শক্তিশালী ভারত। আস্থা রেখেই গতকাল শচীন টেন্ডুলকার ইএসপিএন ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’
হেডিংলিতে গতকাল টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। কার্স, ক্রিস ওকস, জশ টংকে সঙ্গে নিয়ে স্টোকস পেস বোলিংয়ের তোপেরমুখে ফেলবেন ভারতীয় ব্যাটারদের। সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে শোয়েব বশিরও আছেন।
তবে স্বাগতিকদের পরিকল্পনায় ছেদ ধরালেন দুই ওপেনার জয়সওয়াল ও লোকেশ রাহুল। ২৪.৫ ওভারেই দুজনে যোগ করেন ৯১ রান। ৪২ রানে রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন কার্স। তিন নম্বরে নেমে সাই সুদর্শনের ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেক হলো। ৪ বলে ০ রানে ফেরেন স্টোকসের শিকার হয়ে। অভিষেক টেস্টে তিন নম্বরে নেমে শূন্য রানে ফেরা দেশটির প্রথম ব্যাটার সুদর্শন।
তৃতীয় উইকেটে অধিনায়ক শুবমান গিল ও জয়সওয়াল গড়েন ১২৯ রানের দারুণ এক জুটি। দলীয় ২২১ রানে স্টোকসের বলে বোল্ড হন জয়সওয়াল। ১৫৯ বলে করেছেন ১০১ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। ইংল্যান্ডের বাজবল টনিক যেন ভারতই ব্যবহার করছে। ওভারপ্রতি রান তুলছে ৪-এর ওপরে।

টেস্টে আগের চার ইনিংসে দুবার ৮০ পেরিয়ে কাটা পড়েন যশস্বী জয়সওয়াল। ৭০-৮০’ র ঘরে বেশ কিছু ইনিংসে আউট হয়েছেন শুধু অতি আগ্রাসী হয়ে। সেই ইনিংসগুলোয় বলের চেয়ে রানই ছিল তাঁর বেশি। তবে এবার সেই ভুল আর করেননি ভারতীয় ওপেনার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে হেডেংলি টেস্টের প্রথম দিনই অসাধারণ এক সেঞ্চুরি পেয়েছেন এ বাঁহাতি ব্যাটার।
সেঞ্চুরির আগের দুই বলে ব্রাইডন কার্সকে দুটি চার মেরে পৌঁছান ৯৯ রানে। তবে তৃতীয় বলে একদমই ঝুঁকি না নিয়ে সিঙ্গেলের সহায়তায় পঞ্চম টেস্ট শতক তুলে নেন। তাঁর ইনিংসে চড়ে ৫৫ ওভার পর্যন্ত ৩ উইকেটে ২৩১ রান তুলেছে ভারত। শুবমান গিল ৬৭ ও ঋষভ পন্ত ৬ রানে ব্যাটিং করছিলেন।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়াও বেশ শক্তিশালী ভারত। আস্থা রেখেই গতকাল শচীন টেন্ডুলকার ইএসপিএন ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’
হেডিংলিতে গতকাল টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। কার্স, ক্রিস ওকস, জশ টংকে সঙ্গে নিয়ে স্টোকস পেস বোলিংয়ের তোপেরমুখে ফেলবেন ভারতীয় ব্যাটারদের। সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে শোয়েব বশিরও আছেন।
তবে স্বাগতিকদের পরিকল্পনায় ছেদ ধরালেন দুই ওপেনার জয়সওয়াল ও লোকেশ রাহুল। ২৪.৫ ওভারেই দুজনে যোগ করেন ৯১ রান। ৪২ রানে রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন কার্স। তিন নম্বরে নেমে সাই সুদর্শনের ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেক হলো। ৪ বলে ০ রানে ফেরেন স্টোকসের শিকার হয়ে। অভিষেক টেস্টে তিন নম্বরে নেমে শূন্য রানে ফেরা দেশটির প্রথম ব্যাটার সুদর্শন।
তৃতীয় উইকেটে অধিনায়ক শুবমান গিল ও জয়সওয়াল গড়েন ১২৯ রানের দারুণ এক জুটি। দলীয় ২২১ রানে স্টোকসের বলে বোল্ড হন জয়সওয়াল। ১৫৯ বলে করেছেন ১০১ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। ইংল্যান্ডের বাজবল টনিক যেন ভারতই ব্যবহার করছে। ওভারপ্রতি রান তুলছে ৪-এর ওপরে।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৫ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৯ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১০ ঘণ্টা আগে