নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট জয়ের পরই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ওয়ানডে দলে দুই বছর পর সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম। নিজেদের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে থেকে বাদ পড়া আফিফ হোসেনও ফিরেছেন দলে।
গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাঈম বইয়ে দিয়েছিলেন রানের বন্যা। আফিফও ঘরোয়া লিগে পারফরম্যান্স করে দলে ঢুকেছেন। কিন্তু তাঁদের সঙ্গে সঙ্গে ডিপিএলে আবাহনীর হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন এনামুল হক বিজয়ও। চলমান সাদা বলের ক্যাম্পেও ছিলেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা হয়নি তাঁর। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, দলে জায়গা না থাকায় বিজয়কে নিতে পারেননি। তিনি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারবেন।
ডিপিএলে ১৬ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান করেছিলেন বিজয়। গড় ৫৯.৫৭-এর সঙ্গে স্ট্রাইক রেটও ছিল নজরকাড়া ৯৭.৩১। এর আগের ডিপিএল তো রীতিমতো লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস গড়েছিলেন বিজয়। ১৫ ইনিংসে করেছিলেন ১১৩৮ রান।
বিজয়ের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশ্ন নেই হাথুরুর। কিন্তু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বললেন, ‘হ্যাঁ বিজয়ও অনেক রান করেছে (নাঈমের মতো)। গত বছরও অনেক ভালো করেছিল। কিন্তু আমি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারব।’
টি-টোয়েন্টিতে ছন্দে রয়েছেন রনি তালুকদার। আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে দলেও নেওয়া হয় তাঁকে। কিন্তু চেমসফোর্ডে এক ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ হন। তাঁকে বাদ দেওয়া এবং নাঈমকে নেওয়ার ব্যাপারে হাথুরু বলেন, ‘আমাদের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে (ডিপিএল) সর্বোচ্চ রান করেছে নাঈম শেখ। সে গত দুই আসর ধরেই রানের মধ্যে আছে। আর রনি টি-টোয়েন্টি স্কোয়াডে আছে। আমি দেখতে পাচ্ছি, তার সেই সুযোগটা আছে টি-টোয়েন্টিতে রান করার, সে কী করতে পারে তা দেখানোর। এটি আমার জন্য নাঈমকে দেখার সুযোগ, যদি সে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে সুযোগ পায়।’
ডিপিএলে ১৬ ইনিংসে সর্বোচ্চ ৯৩২ রান করেছিলেন নাঈম। গড়ও ছিল নজরকাড়া ৭১.৬৯। সর্বোচ্চ রান করে হয়েছেন টুর্নামেন্ট-সেরাও। আবাহনীকে শিরোপা জেতানোর পেছনে তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান।

টেস্ট জয়ের পরই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ওয়ানডে দলে দুই বছর পর সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম। নিজেদের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে থেকে বাদ পড়া আফিফ হোসেনও ফিরেছেন দলে।
গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাঈম বইয়ে দিয়েছিলেন রানের বন্যা। আফিফও ঘরোয়া লিগে পারফরম্যান্স করে দলে ঢুকেছেন। কিন্তু তাঁদের সঙ্গে সঙ্গে ডিপিএলে আবাহনীর হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন এনামুল হক বিজয়ও। চলমান সাদা বলের ক্যাম্পেও ছিলেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা হয়নি তাঁর। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, দলে জায়গা না থাকায় বিজয়কে নিতে পারেননি। তিনি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারবেন।
ডিপিএলে ১৬ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান করেছিলেন বিজয়। গড় ৫৯.৫৭-এর সঙ্গে স্ট্রাইক রেটও ছিল নজরকাড়া ৯৭.৩১। এর আগের ডিপিএল তো রীতিমতো লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস গড়েছিলেন বিজয়। ১৫ ইনিংসে করেছিলেন ১১৩৮ রান।
বিজয়ের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশ্ন নেই হাথুরুর। কিন্তু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বললেন, ‘হ্যাঁ বিজয়ও অনেক রান করেছে (নাঈমের মতো)। গত বছরও অনেক ভালো করেছিল। কিন্তু আমি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারব।’
টি-টোয়েন্টিতে ছন্দে রয়েছেন রনি তালুকদার। আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে দলেও নেওয়া হয় তাঁকে। কিন্তু চেমসফোর্ডে এক ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ হন। তাঁকে বাদ দেওয়া এবং নাঈমকে নেওয়ার ব্যাপারে হাথুরু বলেন, ‘আমাদের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে (ডিপিএল) সর্বোচ্চ রান করেছে নাঈম শেখ। সে গত দুই আসর ধরেই রানের মধ্যে আছে। আর রনি টি-টোয়েন্টি স্কোয়াডে আছে। আমি দেখতে পাচ্ছি, তার সেই সুযোগটা আছে টি-টোয়েন্টিতে রান করার, সে কী করতে পারে তা দেখানোর। এটি আমার জন্য নাঈমকে দেখার সুযোগ, যদি সে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে সুযোগ পায়।’
ডিপিএলে ১৬ ইনিংসে সর্বোচ্চ ৯৩২ রান করেছিলেন নাঈম। গড়ও ছিল নজরকাড়া ৭১.৬৯। সর্বোচ্চ রান করে হয়েছেন টুর্নামেন্ট-সেরাও। আবাহনীকে শিরোপা জেতানোর পেছনে তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে