Ajker Patrika

তামিম-বিজয়ের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের বড় জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম-বিজয়ের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের বড় জয়

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন এনামুল হক বিজয়। লিস্ট এ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবালও। দু’জনের জোড়া সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দশ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক।

আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতেই ২২৯ রানে ইনিংস গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাবে ১৪০ বল বাকি থাকতেই জিতে যায় প্রাইম ব্যাংক। দলের হয়ে ১১২ রানে অপরাজিত বিজয়ের সঙ্গী তামিম করেন ১০৯ রানে।

রান তাড়ায় দাপুটে শুরু করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ও বিজয়। শুরু থেকে রূপগঞ্জের বোলার ওপর তোপ ঝাড়েন তারা। রেকর্ডের সামনে থাকা বিজয় ৭০ রান করেই ছুঁয়ে ফেলেন লিস্ট এ ক্রিকেটে হাজার রানের মাইলফলক। 

রূপগঞ্জের বিপক্ষে হেসে খেলেই সেঞ্চুরি করেন তামিমও। আগের ম্যাচে ৯০ রানে ফেরা এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ বলে ১০৯ রানে। অপর প্রান্তে থাকা বিজয় ৮৪ বলে করেন অপরাজিত ১১২ রান। দু’জনের ২৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দশ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত