ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। হেডিংলিতে আগামীকাল সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল। এমন সময়ে ভারতের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।
হেডিংলিতে প্রথম টেস্ট সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে ভারতীয় ক্রিকেট দলের। শেষ মুহূর্তে গৌতম গম্ভীরের শিষ্যদের ব্যস্ত সময় কাটছে নেটে। ভারতীয় সংবাদ মাধ্যমে আজ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, নেটে অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পেয়েছেন করুন নায়ার। যেখানে গতকাল নেটে নায়ার ব্যাটিং অনুশীলন করেন। বোলার ছিলেন পেসার প্রসিধ কৃষ্ণা। ভারতীয় তরুণ পেসারের বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি নায়ার। সেই বল পাঁজরে আঘাত হানার পর অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। সামাজিক মাধ্যমেও অনুশীলনে ৩৩ বছর বয়সী এই ব্যাটারের চোটে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে।
ইংল্যান্ড সিরিজটা নায়ারের জন্য বিশেষই বলা চলে। কারণ, ভারতের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন ২০১৭ সালে। ৮ বছর আগে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সবশেষ কোনো ম্যাচ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন নায়ার। এই ইংলিশদের বিপক্ষে ২০১৬ সালে চেন্নাই টেস্টে ৩০৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।
ফিট থাকলে হেডিংলি টেস্ট দিয়ে ৮ বছরের অপেক্ষা ফুরোতে পারে নায়ারের। কারণ, বিরাট কোহলি-রোহিত শর্মার মতো তারকারা টেস্টকে বিদায় বলেছেন। ব্যাটিংয়ের শূন্যস্থান পূরণে মিডল অর্ডারে খেলতে পারেন নায়ার। সেক্ষেত্রে ওপেনিংয়ে নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের সঙ্গে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। মিডল অর্ডারে ঋষভ পন্ত, সাই সুদর্শন, নায়ারদের দেখা যেতে পারে।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দুই দিন আগে গত রাতে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার শোয়েব বশির। পেস বোলিং লাইনআপে জো রুটও খণ্ডকালীন স্পিন বোলিংয়ের কাজ করে দিতে পারেন। পেস বোলিং লাইনআপে অলরাউন্ডার ক্রিস ওকসের সঙ্গে থাকছেন ব্রাইডন কার্স ও জশ টাঙ। জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপদের সঙ্গে হ্যারি ব্রুকের মতো বিধ্বংসী ব্যাটারও আছেন হেডিংলি টেস্টের একাদশে। ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। হেডিংলিতে আগামীকাল সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল। এমন সময়ে ভারতের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।
হেডিংলিতে প্রথম টেস্ট সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে ভারতীয় ক্রিকেট দলের। শেষ মুহূর্তে গৌতম গম্ভীরের শিষ্যদের ব্যস্ত সময় কাটছে নেটে। ভারতীয় সংবাদ মাধ্যমে আজ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, নেটে অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পেয়েছেন করুন নায়ার। যেখানে গতকাল নেটে নায়ার ব্যাটিং অনুশীলন করেন। বোলার ছিলেন পেসার প্রসিধ কৃষ্ণা। ভারতীয় তরুণ পেসারের বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি নায়ার। সেই বল পাঁজরে আঘাত হানার পর অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। সামাজিক মাধ্যমেও অনুশীলনে ৩৩ বছর বয়সী এই ব্যাটারের চোটে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে।
ইংল্যান্ড সিরিজটা নায়ারের জন্য বিশেষই বলা চলে। কারণ, ভারতের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন ২০১৭ সালে। ৮ বছর আগে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সবশেষ কোনো ম্যাচ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন নায়ার। এই ইংলিশদের বিপক্ষে ২০১৬ সালে চেন্নাই টেস্টে ৩০৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।
ফিট থাকলে হেডিংলি টেস্ট দিয়ে ৮ বছরের অপেক্ষা ফুরোতে পারে নায়ারের। কারণ, বিরাট কোহলি-রোহিত শর্মার মতো তারকারা টেস্টকে বিদায় বলেছেন। ব্যাটিংয়ের শূন্যস্থান পূরণে মিডল অর্ডারে খেলতে পারেন নায়ার। সেক্ষেত্রে ওপেনিংয়ে নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের সঙ্গে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। মিডল অর্ডারে ঋষভ পন্ত, সাই সুদর্শন, নায়ারদের দেখা যেতে পারে।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দুই দিন আগে গত রাতে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার শোয়েব বশির। পেস বোলিং লাইনআপে জো রুটও খণ্ডকালীন স্পিন বোলিংয়ের কাজ করে দিতে পারেন। পেস বোলিং লাইনআপে অলরাউন্ডার ক্রিস ওকসের সঙ্গে থাকছেন ব্রাইডন কার্স ও জশ টাঙ। জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপদের সঙ্গে হ্যারি ব্রুকের মতো বিধ্বংসী ব্যাটারও আছেন হেডিংলি টেস্টের একাদশে। ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৫ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে