
এশিয়া কাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এই মহাদেশের ক্রিকেটের সেরা ছয় দল। তবে সবার নজর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। দুই এশিয়ান চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তেজনার উত্তাপ এখনই ছুঁয়ে যাচ্ছে সকলকে। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাটা বেশি থাকে।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আসন্ন ম্যাচটি নিয়ে কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারত-পাকিস্তান ম্যাচকে ‘হাই প্রেশার’ ম্যাচের তকমা দিলেন তিনি।
সাধারণত ভারত-পাকিস্তানের যেকোনো ম্যাচ নিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনা থাকে। দুই দলের ম্যাচ যদি হয় আবার বিশেষ কোনো টুর্নামেন্টের তাহলে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। এশিয়া কাপ ২৭ আগস্ট শুরু হলেও সবার নজর ২৮ আগস্ট ভারত-পাকিস্তান ম্যাচর দিকে। যে ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই। দুই দলের ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা ও কৌশল সাজাচ্ছে অধিনায়কেরা।
স্টার স্পোর্টসকে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে ভারতের অধিনায়ক রোহিত বলেন, ‘প্রত্যেকে ভারত-পাকিস্তান ম্যাচ দেখে। নিঃসন্দেহে বলা যায়, এটি একটি ‘হাই প্রেশার’ ম্যাচ। তবে দলের মধ্যে চাইব স্বাভাবিক আবহাওয়া তৈরি করতে। ম্যাচের উত্তেজনার আঁচ যেন আমাদের স্পর্শ না করে। আমার ও কোচের পক্ষে ক্রিকেটারদের বলা গুরুত্বপূর্ণ যে, এটি আরেকটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ কেবল।’
শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে ম্যাচে পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতকে প্রথমবারের মতো হারায়। আর এশিয়া কাপে দুই দল ১৪ বার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভারতের ৮ বারের বিপরীতে ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। বাকি ম্যাচের ফল হয়নি।

এশিয়া কাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এই মহাদেশের ক্রিকেটের সেরা ছয় দল। তবে সবার নজর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। দুই এশিয়ান চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তেজনার উত্তাপ এখনই ছুঁয়ে যাচ্ছে সকলকে। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাটা বেশি থাকে।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আসন্ন ম্যাচটি নিয়ে কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারত-পাকিস্তান ম্যাচকে ‘হাই প্রেশার’ ম্যাচের তকমা দিলেন তিনি।
সাধারণত ভারত-পাকিস্তানের যেকোনো ম্যাচ নিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনা থাকে। দুই দলের ম্যাচ যদি হয় আবার বিশেষ কোনো টুর্নামেন্টের তাহলে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। এশিয়া কাপ ২৭ আগস্ট শুরু হলেও সবার নজর ২৮ আগস্ট ভারত-পাকিস্তান ম্যাচর দিকে। যে ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই। দুই দলের ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা ও কৌশল সাজাচ্ছে অধিনায়কেরা।
স্টার স্পোর্টসকে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে ভারতের অধিনায়ক রোহিত বলেন, ‘প্রত্যেকে ভারত-পাকিস্তান ম্যাচ দেখে। নিঃসন্দেহে বলা যায়, এটি একটি ‘হাই প্রেশার’ ম্যাচ। তবে দলের মধ্যে চাইব স্বাভাবিক আবহাওয়া তৈরি করতে। ম্যাচের উত্তেজনার আঁচ যেন আমাদের স্পর্শ না করে। আমার ও কোচের পক্ষে ক্রিকেটারদের বলা গুরুত্বপূর্ণ যে, এটি আরেকটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ কেবল।’
শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে ম্যাচে পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতকে প্রথমবারের মতো হারায়। আর এশিয়া কাপে দুই দল ১৪ বার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভারতের ৮ বারের বিপরীতে ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। বাকি ম্যাচের ফল হয়নি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে