ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬৬৪ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ৬ উইকেটে ১৩৬। ফলোঅন এড়ানোর জন্য স্বাগতিক দলের দরকার ছিল ৩২৮ রান। কিন্তু প্রথম ইনিংসে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ৪৯৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখাতে পারেননি, যেমনটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দেখিয়েছিলেন উসমান খাজা (২৩২) স্টিভ স্মিথ (১৪১) ও অভিষিক্ত জশ ইংলিস (১০২)। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৪৭ রানে অলআউট। দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করেছেন ম্যাথু কুনেমান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অস্ট্রেলীয় এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৪৯ রানে নিয়েছেন ৯ উইকেট; যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। তাঁর পাশাপাশি নাথান লায়নও ম্যাচে ৭ উইকেট নিলে কোনো ইনিংসেই দাঁড়াতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
প্রথম ইনিংসে ৭২ রান করা দিনেশ চান্দিমাল দ্বিতীয় ইনিংসে করেন ৩১। এই ইনিংসের একমাত্র ফিফটিটি করেন জেফ্রি ভ্যান্ডারসে; করেছেন ৫৩। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৮২ রান বেশি করলেও অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয় আটকাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার আগের বড় জয়টি ছিল ঘরের মাঠ মেলবোর্নে, ২০১২ সালে ইনিংস ও ২০১ রানে জিতেছিল তারা। এশিয়ার মাটিতেও এটি বড় জয় অস্ট্রেলিয়ার। ইনিংস ব্যবধানে তাদের আগের বড় জয়টি ছিল ভারতের বিপক্ষে। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেনসে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
রেকর্ড গড়া হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বললেন, ‘আমরা চাপে ছিলাম। তবে ব্যাটারদের আরও দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করা উচিত ছিল।’
দল জেতায় উচ্ছ্বসিত ম্যাচসেরার পুরস্কার পাওয়া উসমান খাজা, ‘গলে ব্যাটিং করা কঠিন। আমরা খুব খুশি যে এখানে জিততে পেরেছি।’

দ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬৬৪ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ৬ উইকেটে ১৩৬। ফলোঅন এড়ানোর জন্য স্বাগতিক দলের দরকার ছিল ৩২৮ রান। কিন্তু প্রথম ইনিংসে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ৪৯৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখাতে পারেননি, যেমনটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দেখিয়েছিলেন উসমান খাজা (২৩২) স্টিভ স্মিথ (১৪১) ও অভিষিক্ত জশ ইংলিস (১০২)। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৪৭ রানে অলআউট। দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করেছেন ম্যাথু কুনেমান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অস্ট্রেলীয় এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৪৯ রানে নিয়েছেন ৯ উইকেট; যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। তাঁর পাশাপাশি নাথান লায়নও ম্যাচে ৭ উইকেট নিলে কোনো ইনিংসেই দাঁড়াতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
প্রথম ইনিংসে ৭২ রান করা দিনেশ চান্দিমাল দ্বিতীয় ইনিংসে করেন ৩১। এই ইনিংসের একমাত্র ফিফটিটি করেন জেফ্রি ভ্যান্ডারসে; করেছেন ৫৩। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৮২ রান বেশি করলেও অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয় আটকাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার আগের বড় জয়টি ছিল ঘরের মাঠ মেলবোর্নে, ২০১২ সালে ইনিংস ও ২০১ রানে জিতেছিল তারা। এশিয়ার মাটিতেও এটি বড় জয় অস্ট্রেলিয়ার। ইনিংস ব্যবধানে তাদের আগের বড় জয়টি ছিল ভারতের বিপক্ষে। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেনসে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
রেকর্ড গড়া হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বললেন, ‘আমরা চাপে ছিলাম। তবে ব্যাটারদের আরও দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করা উচিত ছিল।’
দল জেতায় উচ্ছ্বসিত ম্যাচসেরার পুরস্কার পাওয়া উসমান খাজা, ‘গলে ব্যাটিং করা কঠিন। আমরা খুব খুশি যে এখানে জিততে পেরেছি।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে