
নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ছিল রেকর্ডময় এক দিন। রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও টড মার্ফি। আর দ্বিতীয় দিন শেষে ১৪৪ রানে এগিয়ে গেছে ভারত।
১ উইকেটে ৭৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাবলীলভাবে এগোনের পথে বাধ সাধেন টড মার্ফি। ২১ রান করা ফিরিয়ে অশ্বিনকে রিভিউ নিয়ে এলবিডব্লু করেন মার্ফি। তাতে দ্বিতীয় উইকেটে রোহিত-অশ্বিনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান। চার নম্বরে নেমে চেতেশ্বর পূজারাও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মার্ফিকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন ৭ রান করা পূজারা। পূজারার মতো বিরাট কোহলিও থিতু হওয়ার আগে ড্রেসিংরুমে ফিরে গেছেন। মার্ফিকে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। ২৬ বলে ১২ রান করেন ভারতীয় এই ব্যাটার।
পূজারা, কোহলির বিদায়ের পর উইকেটে আসেন অভিষিক্ত সূর্যকুমার যাদব। তিনিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান ৮ রান করা সূর্য। পূজারা, কোহলি, সূর্য-এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সাদা পোশাকে নবম সেঞ্চুরি করেছেন রোহিত। তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসিস, বাবর আজমের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রোহিত। ১২০ রান করা ভারতীয় অধিনায়ককে বোল্ড করে ষষ্ঠ উইকেটের ৬১ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার।
অভিষিক্ত ভরতের পর উইকেটে আসেন অক্ষর প্যাটেল। অষ্টম উইকেটে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন জাদেজা ও অক্ষর। ৭ উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। জাদেজা অপরাজিত আছেন ৬৬ রান করে ও অক্ষর ৫২ রান করে অপরাজিত আছেন। অস্ট্রেলীযার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন মার্ফি। একটি করে উইকেট নিয়েছেন লায়ন ও কামিন্স।

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ছিল রেকর্ডময় এক দিন। রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও টড মার্ফি। আর দ্বিতীয় দিন শেষে ১৪৪ রানে এগিয়ে গেছে ভারত।
১ উইকেটে ৭৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাবলীলভাবে এগোনের পথে বাধ সাধেন টড মার্ফি। ২১ রান করা ফিরিয়ে অশ্বিনকে রিভিউ নিয়ে এলবিডব্লু করেন মার্ফি। তাতে দ্বিতীয় উইকেটে রোহিত-অশ্বিনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান। চার নম্বরে নেমে চেতেশ্বর পূজারাও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মার্ফিকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন ৭ রান করা পূজারা। পূজারার মতো বিরাট কোহলিও থিতু হওয়ার আগে ড্রেসিংরুমে ফিরে গেছেন। মার্ফিকে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। ২৬ বলে ১২ রান করেন ভারতীয় এই ব্যাটার।
পূজারা, কোহলির বিদায়ের পর উইকেটে আসেন অভিষিক্ত সূর্যকুমার যাদব। তিনিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান ৮ রান করা সূর্য। পূজারা, কোহলি, সূর্য-এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সাদা পোশাকে নবম সেঞ্চুরি করেছেন রোহিত। তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসিস, বাবর আজমের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রোহিত। ১২০ রান করা ভারতীয় অধিনায়ককে বোল্ড করে ষষ্ঠ উইকেটের ৬১ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার।
অভিষিক্ত ভরতের পর উইকেটে আসেন অক্ষর প্যাটেল। অষ্টম উইকেটে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন জাদেজা ও অক্ষর। ৭ উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। জাদেজা অপরাজিত আছেন ৬৬ রান করে ও অক্ষর ৫২ রান করে অপরাজিত আছেন। অস্ট্রেলীযার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন মার্ফি। একটি করে উইকেট নিয়েছেন লায়ন ও কামিন্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৩ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৬ ঘণ্টা আগে