
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে