
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে