
ম্যাচ শুরুর আগেই শ্রীলঙ্কা পুরো টেস্ট সিরিজটাই উৎসর্গ করেছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শের্ন ওয়ার্নকে। সেই ম্যাচে লঙ্কানদের ১০ উইকেটে হারিয়ে সিরিজ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দলের দুর্দান্ত জয়ের দিনে নতুন মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ান।
গল টেস্টে স্পিন উইকেট পেয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ ধসে দিয়েছেন লায়ান। দুই ইনিংসে মোট ৯ উইকেট শিকার তাঁর। এতেই দারুণ এক সুখবর পেলেন লায়ান। এই সংস্করণে বোলারদের তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন লায়ান।
এর আগে সেরা দলে ছিলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব। এবার তাঁকে ছাড়িয়ে গেছেন লায়ান। স্পিনারদের মধ্যে তিনি অবশ্য পঞ্চম। অস্ট্রেলিয়ার হয়ে ১০৯ টেস্ট খেলে ৪৩৬টি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলের ১৩১ টেস্টে উইকেট সংখ্যা ৪৩৪ টি।
গল টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামেন অস্ট্রেলিয়ান উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। প্রথম চার বলে খেলা শেষ করেন ওয়ার্নার। অজিদের ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন ছক্কা হাঁকিয়ে।
সিরিজের শুরু থেকেই ব্যাটিংয়ে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২১২ করলেও দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটাররা করলেন ১১৩ রান। দুই ইনিংস মিলে লঙ্কানদের একটি ফিফটি আসে নিরোশান ডিকভেলার ব্যাটে। অস্ট্রেলিয়ার হয়ে ৯ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার লায়ন।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩২৩ রান। উসমান খাজা ও ক্যামেরুন গ্রিন ফিফটি করেন। শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস নেন ৪ উইকেট।

ম্যাচ শুরুর আগেই শ্রীলঙ্কা পুরো টেস্ট সিরিজটাই উৎসর্গ করেছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শের্ন ওয়ার্নকে। সেই ম্যাচে লঙ্কানদের ১০ উইকেটে হারিয়ে সিরিজ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দলের দুর্দান্ত জয়ের দিনে নতুন মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ান।
গল টেস্টে স্পিন উইকেট পেয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ ধসে দিয়েছেন লায়ান। দুই ইনিংসে মোট ৯ উইকেট শিকার তাঁর। এতেই দারুণ এক সুখবর পেলেন লায়ান। এই সংস্করণে বোলারদের তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন লায়ান।
এর আগে সেরা দলে ছিলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব। এবার তাঁকে ছাড়িয়ে গেছেন লায়ান। স্পিনারদের মধ্যে তিনি অবশ্য পঞ্চম। অস্ট্রেলিয়ার হয়ে ১০৯ টেস্ট খেলে ৪৩৬টি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলের ১৩১ টেস্টে উইকেট সংখ্যা ৪৩৪ টি।
গল টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামেন অস্ট্রেলিয়ান উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। প্রথম চার বলে খেলা শেষ করেন ওয়ার্নার। অজিদের ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন ছক্কা হাঁকিয়ে।
সিরিজের শুরু থেকেই ব্যাটিংয়ে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২১২ করলেও দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটাররা করলেন ১১৩ রান। দুই ইনিংস মিলে লঙ্কানদের একটি ফিফটি আসে নিরোশান ডিকভেলার ব্যাটে। অস্ট্রেলিয়ার হয়ে ৯ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার লায়ন।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩২৩ রান। উসমান খাজা ও ক্যামেরুন গ্রিন ফিফটি করেন। শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস নেন ৪ উইকেট।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে