নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরমার্শ অনুযায়ী এক সপ্তাহ বিশ্রামের পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় তামিম ইকবালের। কোমরে দড়ি বেঁধে ওয়েটপ্লেট নিয়ে কদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে হাঁটাহাঁটি করতেও দেখা যায় তাঁকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, স্বস্তি অনুভব করলে আজ থেকে ব্যাটিং শুরু করার কথা তামিমের।
চোট থেকে সেরে উঠতে এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নেন তামিম। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরতে চান এই বাঁহাতি ব্যাটার। কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে খেলার পর বিশ্বকাপ লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে তামিমের অভিজ্ঞতা ভীষণ প্রয়োজন মনে করছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
নিউজিল্যান্ড সিরিজ দিয়েই তামিম ফিরবেন বলে আত্মবিশ্বাসী সুমন। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তার অভিজ্ঞতাটা, পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। সে যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় সে সময়ের আগেই ফিরে আসতে পারবে।’
আজ তামিমের ব্যাটিং করার কথা ছিল, করেছেন কি না, সেটি অবশ্য অবহিত নন সুমন। তবে সুস্থ তামিমকেই দলে খুব প্রয়োজন মনে করছেন তিনি। বাংলাদেশ দলের এই নির্বাচক বললেন, ‘(আজকে ব্যাটিং করছে কি না) আমার সঙ্গে আজকে দেখা হয়নি (তামিমের)। আমি পরে যাব। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা নিগেলস (ব্যাপার) থাকবে। সেটা তামিম জানে। সে ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।’
তামিমের ব্যাটিং ইস্যুতে গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, ব্যাটিংটাও এর অংশ। যদি ভালো লাগে কাল (আজ) করবে, অস্বস্তি লাগলে পরদিন করবে কিংবা দেরিও হতে পারে, ওর ওপর নির্ভর করছে। তবে কাল (আজ) করার একটা কথা আছে।’

লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরমার্শ অনুযায়ী এক সপ্তাহ বিশ্রামের পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় তামিম ইকবালের। কোমরে দড়ি বেঁধে ওয়েটপ্লেট নিয়ে কদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে হাঁটাহাঁটি করতেও দেখা যায় তাঁকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, স্বস্তি অনুভব করলে আজ থেকে ব্যাটিং শুরু করার কথা তামিমের।
চোট থেকে সেরে উঠতে এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নেন তামিম। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরতে চান এই বাঁহাতি ব্যাটার। কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে খেলার পর বিশ্বকাপ লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে তামিমের অভিজ্ঞতা ভীষণ প্রয়োজন মনে করছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
নিউজিল্যান্ড সিরিজ দিয়েই তামিম ফিরবেন বলে আত্মবিশ্বাসী সুমন। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তার অভিজ্ঞতাটা, পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। সে যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় সে সময়ের আগেই ফিরে আসতে পারবে।’
আজ তামিমের ব্যাটিং করার কথা ছিল, করেছেন কি না, সেটি অবশ্য অবহিত নন সুমন। তবে সুস্থ তামিমকেই দলে খুব প্রয়োজন মনে করছেন তিনি। বাংলাদেশ দলের এই নির্বাচক বললেন, ‘(আজকে ব্যাটিং করছে কি না) আমার সঙ্গে আজকে দেখা হয়নি (তামিমের)। আমি পরে যাব। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা নিগেলস (ব্যাপার) থাকবে। সেটা তামিম জানে। সে ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।’
তামিমের ব্যাটিং ইস্যুতে গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, ব্যাটিংটাও এর অংশ। যদি ভালো লাগে কাল (আজ) করবে, অস্বস্তি লাগলে পরদিন করবে কিংবা দেরিও হতে পারে, ওর ওপর নির্ভর করছে। তবে কাল (আজ) করার একটা কথা আছে।’

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২৯ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে