
ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। গত রাতে ফাইনালে ইংলিশদের ৪ উইকেটে হারিয়েছেন ভারতীয় যুবারা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক টম প্রেস্ট। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফিরে যান প্রথম পাঁচ ব্যাটার। শেষ পর্যন্ত তাঁদের রান যে ১৮৯ হয়েছে, তার বড় কৃতিত্ব জেমস রিউর। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৫ রান। ১২টি চারে ইনিংসটি সাজান চারে নামা এই ব্যাটার।
ইংল্যান্ড যুবাদের পরীক্ষা নিয়ে ৯৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রাজ বাওয়া। ৯ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন রবি কুমার। ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার অংকুশ রাজবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়ার কাজে মনোযোগ দেন হারনুর সিং এবং শাইখ রাশিদ। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭.৩ ওভারে যোগ করেন ৪৯ রান।
দলীয় ৪৯ রানে ৪৬ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন হারুনুর সিং। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে আউট হন শাইখ রাশিদ। ১৭ রান করে ফেরেন ভারত অধিনায়ক ইয়াশ ঢুলও।
শত রানের আগে চার উইকেট হারানো ভারতকে তবু জয়ের পথে রাখেন রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু। এ জুটি থেকে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন নিশাত। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনালের ম্যাচসেরা হয়েছেন ভারতীয় যুবা রাজ বাওয়া।

ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। গত রাতে ফাইনালে ইংলিশদের ৪ উইকেটে হারিয়েছেন ভারতীয় যুবারা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক টম প্রেস্ট। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফিরে যান প্রথম পাঁচ ব্যাটার। শেষ পর্যন্ত তাঁদের রান যে ১৮৯ হয়েছে, তার বড় কৃতিত্ব জেমস রিউর। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৫ রান। ১২টি চারে ইনিংসটি সাজান চারে নামা এই ব্যাটার।
ইংল্যান্ড যুবাদের পরীক্ষা নিয়ে ৯৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রাজ বাওয়া। ৯ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন রবি কুমার। ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার অংকুশ রাজবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়ার কাজে মনোযোগ দেন হারনুর সিং এবং শাইখ রাশিদ। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭.৩ ওভারে যোগ করেন ৪৯ রান।
দলীয় ৪৯ রানে ৪৬ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন হারুনুর সিং। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে আউট হন শাইখ রাশিদ। ১৭ রান করে ফেরেন ভারত অধিনায়ক ইয়াশ ঢুলও।
শত রানের আগে চার উইকেট হারানো ভারতকে তবু জয়ের পথে রাখেন রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু। এ জুটি থেকে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন নিশাত। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনালের ম্যাচসেরা হয়েছেন ভারতীয় যুবা রাজ বাওয়া।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে