আইপিএলের যে মাঠেই চেন্নাই সুপার কিংসের খেলা হোক না কেন, একটা দৃশ্য সব স্টেডিয়ামে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়কের নামে স্লোগান চলে সমান তালে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে।
ধোনি ব্যাটিং নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা দর্শক গগনবিদারি চিৎকারে ফেটে পড়ে। আর সেই চিৎকার এতটাই ছিল যে স্টেডিয়ামের একাংশের শ্রবণশক্তি নাকি হ্রাস পায়। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতিপক্ষ কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক।
ধোনি ব্যাটিংয়ে নামার আগে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যখন ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিংয়ে নামেন, শব্দের মাত্রা তখন বেড়ে যায়। নিজের সামাজিক মাধ্যমে সেই সময়কার শব্দের ডেসিবল কত ছিল তা শেয়ার করেছেন সাশা। নিজের হাতের স্মার্ট ঘড়িতে শব্দের মাত্রা দেখার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন ধোনি ব্যাটিং করতে মাঠে নামেন, উচ্চ স্বরের পরিবেশ-শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল। এ ভাবে ১০ মিনিট চললে অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস হতে পারে।’
দর্শক-সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদানও দিয়েছেন ধোনি। ৯ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তবে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি দলের হাসিমুখে মাঠ ছাড়ার কাজে আসেনি। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য যে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক লক্ষ্ণৌ। বড় ব্যবধানের জয়ের ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ৮২ রানের বিপরীতে সাশার স্বামী ডি কক খেলেছেন ৫৪ রানের এক ইনিংস।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে