ক্রীড়া ডেস্ক

সিরিজ এরই মধ্যে খুইয়েছে বাংলাদেশ দল। লাহোরে আজ শেষ টি-টোয়েন্টি লিটনদের সামনে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। গাদ্দাফি স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টস জিতল পাকিস্তান। তবে আগের দুই ম্যাচে ব্যাটিং নিলেও আজ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক সালমান আলি আঘা।
পাকিস্তান-বাংলাদেশ দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। শরীফুল ইসলাম দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন, শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হারিস রউফ। ভালো ছন্দে ছিলেন না, তাঁর জায়গায় ফিরেছেন আব্বাস আফ্রিদি।
বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের সঙ্গে খালেদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক।
পাকিস্তানের একাদশে আছেন তিনজন করে স্পিনার ও পেসার। পেস বোলিং লাইনআপে আছেন ফাহিম আশরাফ, হাসান আলি ও আব্বাস। পাশাপাশি দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। পার্ট টাইমার সালমান আলি আঘাও আছেন।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
পাকিস্তানের একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদিও আবরার আহমেদ।

সিরিজ এরই মধ্যে খুইয়েছে বাংলাদেশ দল। লাহোরে আজ শেষ টি-টোয়েন্টি লিটনদের সামনে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। গাদ্দাফি স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টস জিতল পাকিস্তান। তবে আগের দুই ম্যাচে ব্যাটিং নিলেও আজ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক সালমান আলি আঘা।
পাকিস্তান-বাংলাদেশ দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। শরীফুল ইসলাম দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন, শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হারিস রউফ। ভালো ছন্দে ছিলেন না, তাঁর জায়গায় ফিরেছেন আব্বাস আফ্রিদি।
বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের সঙ্গে খালেদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক।
পাকিস্তানের একাদশে আছেন তিনজন করে স্পিনার ও পেসার। পেস বোলিং লাইনআপে আছেন ফাহিম আশরাফ, হাসান আলি ও আব্বাস। পাশাপাশি দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। পার্ট টাইমার সালমান আলি আঘাও আছেন।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
পাকিস্তানের একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদিও আবরার আহমেদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
২ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা বয়কটের কারণে ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বের ম্যাচই নয়, পরিবর্তন করতে হয়েছে প্লে-অফের সূচিও। তবে ফাইনাল হবে নির্ধারিত দিনেই।
৩ ঘণ্টা আগে
দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
৪ ঘণ্টা আগে