Ajker Patrika

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না বুমরা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯: ১৩
শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না বুমরা

প্রায় চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন বুমরা। তবে এই সিরিজে খেলছেন না ভারতীয় এই পেসার। 

আগামীকাল গুয়াহাটিতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সতীর্থদের সঙ্গে প্রথম ওয়ানডের ভেন্যুতে পৌঁছাননি ভারতীয় এই পেসার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র জানিয়েছে, এত তাড়াতাড়ি তাঁকে (বুমরা) মাঠে নামাতে চান না তারা। 

২০২২-এর ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন বুমরা। যা এই ভারতীয় পেসারের সর্বশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। এরপর চোটে পড়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬২ ম্যাচ খেলেছেন বুমরাহ। ২২.৪৮ গড়ে নিয়েছেন ৩১৯ উইকেট, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০ বার। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টেস্টে। সাদা পোশাকে ৩০ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৮ বার। 

গুয়াহাটির পর দ্বিতীয় ওয়ানডের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১২ জানুয়ারি। ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। 

শ্রীলঙ্কা সিরিজে ভারতের ওয়ানডে দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, উমরান মালিক, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত