প্রায় চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন বুমরা। তবে এই সিরিজে খেলছেন না ভারতীয় এই পেসার।
আগামীকাল গুয়াহাটিতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সতীর্থদের সঙ্গে প্রথম ওয়ানডের ভেন্যুতে পৌঁছাননি ভারতীয় এই পেসার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র জানিয়েছে, এত তাড়াতাড়ি তাঁকে (বুমরা) মাঠে নামাতে চান না তারা।
২০২২-এর ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন বুমরা। যা এই ভারতীয় পেসারের সর্বশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। এরপর চোটে পড়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬২ ম্যাচ খেলেছেন বুমরাহ। ২২.৪৮ গড়ে নিয়েছেন ৩১৯ উইকেট, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০ বার। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টেস্টে। সাদা পোশাকে ৩০ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৮ বার।
গুয়াহাটির পর দ্বিতীয় ওয়ানডের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১২ জানুয়ারি। ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
শ্রীলঙ্কা সিরিজে ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, উমরান মালিক, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৫ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে