
একদল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। আরেকদল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন। দুই দুলের ম্যাচটা যতটা উত্তাপ ছড়ানোর কথা ছিল তার ছিটেফোঁটাও দেখা গেল না। নিরুত্তাপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের ৫৬ রানের লক্ষ্যাটা ৭০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ইংল্যান্ড। স্বল্প পুঁজি তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ২১ রান তুলে ফেলে ইংলিশরা। ১১ রানে জেশন রয় বিদায় নিলেও ২৪ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার জশ বাটলার। এই রান তুলতেও চার উইকেট হারিয়েছে ইংলিশরা। ক্যারিবিয়ানদের হয়ে দুইটি উইকেট নেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দুবাইয়ে হওয়া এই ম্যাচে ১৪.২ ওভার খেলতে পারে ক্যারিবিয়ানরা। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ৪৫ রানে অলআউট হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা দলটি।
অথচ ইনিংসের প্রথম ওভারে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মঈন আলীর করা প্রথম ওভারে এক ছক্কায় সাত রান নিলেন দুই ওপেনার লেন্ডন সিমন্স ও এভিন লুইস। ক্রিস ওকসের করা দ্বিতীয় ওভার থেকেই শুরু ইনিংসে মড়ক লাগা। ওভারের তৃতীয় বলে ৬ রানে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন লুইস।
তৃতীয় ওভারে ফিরে যান আরেক ওপেনার সিমন্সও। ৩ রান করে ক্যাচ দেন লিয়াম লিভিংস্টোনকে। দুই ওপেনার ফিরতেই উইকেটে বেশি সময় থাকেননি বাকিরাও। স্বল্প সময়ের জন্য উইকেটে এলেন, ফিরে গেলেন দ্রুতই। তৃতীয় ব্যাটার হিসেবে নেমে ক্রিস গেইলই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ‘ইউনিভার্সাল বস’ আউট হয়েছেন ১৩ রান করে। আন্দ্রে রাসেল রানের খাতাই খুলতে পারেননি। আদিল রশিদের সোজা বল তার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গলে ভেঙেছে উইকেট!
ইংল্যান্ডের পাঁচ বোলারের সবাই কম-বেশি উইকেট পেয়েছেন। ক্যারিবীয় ব্যাটারদের বেশি যন্ত্রণা দিয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ। ১৪ বলে মাত্র ২ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন রশিদ! মঈন আলী ও টাইমাল মিলস-দুজনেই ১৭ রানে নিয়েছেন দুটি করে উইকেট।

একদল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। আরেকদল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন। দুই দুলের ম্যাচটা যতটা উত্তাপ ছড়ানোর কথা ছিল তার ছিটেফোঁটাও দেখা গেল না। নিরুত্তাপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের ৫৬ রানের লক্ষ্যাটা ৭০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ইংল্যান্ড। স্বল্প পুঁজি তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ২১ রান তুলে ফেলে ইংলিশরা। ১১ রানে জেশন রয় বিদায় নিলেও ২৪ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার জশ বাটলার। এই রান তুলতেও চার উইকেট হারিয়েছে ইংলিশরা। ক্যারিবিয়ানদের হয়ে দুইটি উইকেট নেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দুবাইয়ে হওয়া এই ম্যাচে ১৪.২ ওভার খেলতে পারে ক্যারিবিয়ানরা। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ৪৫ রানে অলআউট হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা দলটি।
অথচ ইনিংসের প্রথম ওভারে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মঈন আলীর করা প্রথম ওভারে এক ছক্কায় সাত রান নিলেন দুই ওপেনার লেন্ডন সিমন্স ও এভিন লুইস। ক্রিস ওকসের করা দ্বিতীয় ওভার থেকেই শুরু ইনিংসে মড়ক লাগা। ওভারের তৃতীয় বলে ৬ রানে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন লুইস।
তৃতীয় ওভারে ফিরে যান আরেক ওপেনার সিমন্সও। ৩ রান করে ক্যাচ দেন লিয়াম লিভিংস্টোনকে। দুই ওপেনার ফিরতেই উইকেটে বেশি সময় থাকেননি বাকিরাও। স্বল্প সময়ের জন্য উইকেটে এলেন, ফিরে গেলেন দ্রুতই। তৃতীয় ব্যাটার হিসেবে নেমে ক্রিস গেইলই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ‘ইউনিভার্সাল বস’ আউট হয়েছেন ১৩ রান করে। আন্দ্রে রাসেল রানের খাতাই খুলতে পারেননি। আদিল রশিদের সোজা বল তার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গলে ভেঙেছে উইকেট!
ইংল্যান্ডের পাঁচ বোলারের সবাই কম-বেশি উইকেট পেয়েছেন। ক্যারিবীয় ব্যাটারদের বেশি যন্ত্রণা দিয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ। ১৪ বলে মাত্র ২ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন রশিদ! মঈন আলী ও টাইমাল মিলস-দুজনেই ১৭ রানে নিয়েছেন দুটি করে উইকেট।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৪ মাসের মাথায় আবারও কোচ পরিবর্তন করল ম্যানচেস্টার ইউনাইটেড। রুমেন আমোরিমকে ছাঁটাই করেছে তারা। এমন ঘোষণা অবশ্য আসন্ন ছিল।
৩ ঘণ্টা আগে