
ভারতের বিপক্ষে সিরিজ হারের লক্ষ্যেই যেন খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক ইতিহাস অন্তত সে কথাই বলে।
ক্যারিবীয়রা সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ২০ বছর আগে। ওয়ানডে সিরিজ জয়ের স্বাদটাও ১৬ বছরের পুরোনো। গত এক দশকে যে সংস্করণ দিয়ে তারা বিশ্ব মাত করে রেখেছে, সেই টি-টোয়েন্টিতেও ইদানীং আর পেরে উঠছে না। ২০১৬ সালের পর তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জেতা হয়নি উইন্ডিজের। তাদের হারাতে হারাতে দ্বিপক্ষীয় সিরিজটিকে বড্ড এক পেশে বানিয়ে ফেলেছেন রোহিত শর্মা-রবিচন্দ্রন অশ্বিনরা। আর আজ তাঁরা দাঁড়িয়ে বিশ্ব রেকর্ডের দোরগোড়ায়।
শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়ানডেতে উইন্ডিজকে ধবলধোলাই করেছে ভারত। আর রোহিতের নেতৃত্বে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সেন্ট কিটসে রাতে জিতলেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অনন্য কীর্তি ছুঁয়ে ফেলবে ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ ১৫ ম্যাচ জিতেছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে ক্যারিবীয়দের বিপক্ষে ভারতেরও জয় হবে সমান ১৫।
টি-টোয়েন্টিতে উন্ডিজের ওপর ভারতের আধিপত্য এতটাই যে ২০১৭ সালের পর তাদের বিপক্ষে কোনো ম্যাচ হারেননি রোহিতরা। সামগ্রিকভাবে ক্যারিবীয়দের বিপক্ষে ২১ ম্যাচের ১৪টিতেই জিতেছে ভারত। সমসংখ্যক ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে একটি বেশি।
আজ ভারত জিতলে টি-টোয়েন্টিতে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে তৃতীয় স্থানে থাকবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। শীর্ষ দুইয়েও তাদেরই নাম। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ জয় নিয়ে শীর্ষে ভারত, জিম্বাবুয়ের ১৬ জয় নিয়ে দুইয়ে এবং নিউজিল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে ১৫ জয় নিয়ে তিনে পাকিস্তান।

ভারতের বিপক্ষে সিরিজ হারের লক্ষ্যেই যেন খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক ইতিহাস অন্তত সে কথাই বলে।
ক্যারিবীয়রা সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ২০ বছর আগে। ওয়ানডে সিরিজ জয়ের স্বাদটাও ১৬ বছরের পুরোনো। গত এক দশকে যে সংস্করণ দিয়ে তারা বিশ্ব মাত করে রেখেছে, সেই টি-টোয়েন্টিতেও ইদানীং আর পেরে উঠছে না। ২০১৬ সালের পর তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জেতা হয়নি উইন্ডিজের। তাদের হারাতে হারাতে দ্বিপক্ষীয় সিরিজটিকে বড্ড এক পেশে বানিয়ে ফেলেছেন রোহিত শর্মা-রবিচন্দ্রন অশ্বিনরা। আর আজ তাঁরা দাঁড়িয়ে বিশ্ব রেকর্ডের দোরগোড়ায়।
শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়ানডেতে উইন্ডিজকে ধবলধোলাই করেছে ভারত। আর রোহিতের নেতৃত্বে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সেন্ট কিটসে রাতে জিতলেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অনন্য কীর্তি ছুঁয়ে ফেলবে ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ ১৫ ম্যাচ জিতেছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে ক্যারিবীয়দের বিপক্ষে ভারতেরও জয় হবে সমান ১৫।
টি-টোয়েন্টিতে উন্ডিজের ওপর ভারতের আধিপত্য এতটাই যে ২০১৭ সালের পর তাদের বিপক্ষে কোনো ম্যাচ হারেননি রোহিতরা। সামগ্রিকভাবে ক্যারিবীয়দের বিপক্ষে ২১ ম্যাচের ১৪টিতেই জিতেছে ভারত। সমসংখ্যক ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে একটি বেশি।
আজ ভারত জিতলে টি-টোয়েন্টিতে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে তৃতীয় স্থানে থাকবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। শীর্ষ দুইয়েও তাদেরই নাম। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ জয় নিয়ে শীর্ষে ভারত, জিম্বাবুয়ের ১৬ জয় নিয়ে দুইয়ে এবং নিউজিল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে ১৫ জয় নিয়ে তিনে পাকিস্তান।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৭ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৮ ঘণ্টা আগে