
অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল এখন ভারতে। ইতিমধ্যে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাকিবকে ছাড়াই দারুণ জয় পেয়েছে তারা। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি নিয়ে।
তার আগে বিশ্বকাপের মূল মঞ্চে কেমন হতে পারে বাংলাদেশের রণকৌশল সেসব নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন মাশরাফি বিন মর্তুজা। আজ সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে পোস্ট করা ভিডিওতে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ দল ছয়টি ভাগে ভাগ করেছেন।
বাংলাদেশ সাবেক অধিনায়ক বলেছেন, ‘আসলে এই দলটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমার কাছে মনে হয় ছয়টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে—টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং।’
টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার নিয়ে বিশ্লেষণের পর বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করেছেন ম্যাশ। সেখানে তিনি বলেছেন, ‘এখন স্পিন বোলিং নিয়ে বলব। স্পিন বোলিংয়ে অবশ্যই সাকিব আল হাসান, মনে হয় না তাকে নিয়ে কথা বলার কিছু আছে। ক্যারিয়ারের শুরু থেকে সে স্পিন বোলিং ডিপার্টমেন্টের ভার বহন করে আসছে। সাকিবকে নিয়ে কোনো প্রশ্নই নাই। নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ নিতে হতে পারে। উইকেট যে রকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি আমি, যে সার্কেল সিস্টেমটা আছে, ১০ থেকে ৪০ পর্যন্ত যে পাওয়ার প্লে আছে, যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে, চারজন ফিল্ডার বাইরে থাকবে। এই নিয়মে, বেশ কিছুদিন ধরে তারা অভ্যস্ত, সে ক্ষেত্রে ভারতের যে ফ্ল্যাট উইকেট হয় সেখানে কিছুটা চ্যালেঞ্জ নাসুমকে নিতে হবে।’

অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল এখন ভারতে। ইতিমধ্যে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাকিবকে ছাড়াই দারুণ জয় পেয়েছে তারা। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি নিয়ে।
তার আগে বিশ্বকাপের মূল মঞ্চে কেমন হতে পারে বাংলাদেশের রণকৌশল সেসব নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন মাশরাফি বিন মর্তুজা। আজ সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে পোস্ট করা ভিডিওতে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ দল ছয়টি ভাগে ভাগ করেছেন।
বাংলাদেশ সাবেক অধিনায়ক বলেছেন, ‘আসলে এই দলটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমার কাছে মনে হয় ছয়টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে—টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং।’
টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার নিয়ে বিশ্লেষণের পর বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করেছেন ম্যাশ। সেখানে তিনি বলেছেন, ‘এখন স্পিন বোলিং নিয়ে বলব। স্পিন বোলিংয়ে অবশ্যই সাকিব আল হাসান, মনে হয় না তাকে নিয়ে কথা বলার কিছু আছে। ক্যারিয়ারের শুরু থেকে সে স্পিন বোলিং ডিপার্টমেন্টের ভার বহন করে আসছে। সাকিবকে নিয়ে কোনো প্রশ্নই নাই। নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ নিতে হতে পারে। উইকেট যে রকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি আমি, যে সার্কেল সিস্টেমটা আছে, ১০ থেকে ৪০ পর্যন্ত যে পাওয়ার প্লে আছে, যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে, চারজন ফিল্ডার বাইরে থাকবে। এই নিয়মে, বেশ কিছুদিন ধরে তারা অভ্যস্ত, সে ক্ষেত্রে ভারতের যে ফ্ল্যাট উইকেট হয় সেখানে কিছুটা চ্যালেঞ্জ নাসুমকে নিতে হবে।’

মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৩ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে