
অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল এখন ভারতে। ইতিমধ্যে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাকিবকে ছাড়াই দারুণ জয় পেয়েছে তারা। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি নিয়ে।
তার আগে বিশ্বকাপের মূল মঞ্চে কেমন হতে পারে বাংলাদেশের রণকৌশল সেসব নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন মাশরাফি বিন মর্তুজা। আজ সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে পোস্ট করা ভিডিওতে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ দল ছয়টি ভাগে ভাগ করেছেন।
বাংলাদেশ সাবেক অধিনায়ক বলেছেন, ‘আসলে এই দলটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমার কাছে মনে হয় ছয়টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে—টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং।’
টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার নিয়ে বিশ্লেষণের পর বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করেছেন ম্যাশ। সেখানে তিনি বলেছেন, ‘এখন স্পিন বোলিং নিয়ে বলব। স্পিন বোলিংয়ে অবশ্যই সাকিব আল হাসান, মনে হয় না তাকে নিয়ে কথা বলার কিছু আছে। ক্যারিয়ারের শুরু থেকে সে স্পিন বোলিং ডিপার্টমেন্টের ভার বহন করে আসছে। সাকিবকে নিয়ে কোনো প্রশ্নই নাই। নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ নিতে হতে পারে। উইকেট যে রকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি আমি, যে সার্কেল সিস্টেমটা আছে, ১০ থেকে ৪০ পর্যন্ত যে পাওয়ার প্লে আছে, যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে, চারজন ফিল্ডার বাইরে থাকবে। এই নিয়মে, বেশ কিছুদিন ধরে তারা অভ্যস্ত, সে ক্ষেত্রে ভারতের যে ফ্ল্যাট উইকেট হয় সেখানে কিছুটা চ্যালেঞ্জ নাসুমকে নিতে হবে।’

অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল এখন ভারতে। ইতিমধ্যে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাকিবকে ছাড়াই দারুণ জয় পেয়েছে তারা। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি নিয়ে।
তার আগে বিশ্বকাপের মূল মঞ্চে কেমন হতে পারে বাংলাদেশের রণকৌশল সেসব নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন মাশরাফি বিন মর্তুজা। আজ সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে পোস্ট করা ভিডিওতে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ দল ছয়টি ভাগে ভাগ করেছেন।
বাংলাদেশ সাবেক অধিনায়ক বলেছেন, ‘আসলে এই দলটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমার কাছে মনে হয় ছয়টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে—টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং।’
টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার নিয়ে বিশ্লেষণের পর বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করেছেন ম্যাশ। সেখানে তিনি বলেছেন, ‘এখন স্পিন বোলিং নিয়ে বলব। স্পিন বোলিংয়ে অবশ্যই সাকিব আল হাসান, মনে হয় না তাকে নিয়ে কথা বলার কিছু আছে। ক্যারিয়ারের শুরু থেকে সে স্পিন বোলিং ডিপার্টমেন্টের ভার বহন করে আসছে। সাকিবকে নিয়ে কোনো প্রশ্নই নাই। নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ নিতে হতে পারে। উইকেট যে রকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি আমি, যে সার্কেল সিস্টেমটা আছে, ১০ থেকে ৪০ পর্যন্ত যে পাওয়ার প্লে আছে, যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে, চারজন ফিল্ডার বাইরে থাকবে। এই নিয়মে, বেশ কিছুদিন ধরে তারা অভ্যস্ত, সে ক্ষেত্রে ভারতের যে ফ্ল্যাট উইকেট হয় সেখানে কিছুটা চ্যালেঞ্জ নাসুমকে নিতে হবে।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে