ক্রীড়া ডেস্ক

লর্ডস টেস্টে লো স্কোরিং থ্রিলারে পরশু রাতে ভারতকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ের পর ইংল্যান্ডকে কঠিন শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। পয়েন্ট কাটার পাশাপাশি বেন স্টোকস ও তাঁর সতীর্থদের জরিমানাও করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কাটা হয়েছে। একই সঙ্গে স্টোকসদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার শেষ করতে না পারলে একটি করে পয়েন্ট কাটা হবে। প্রত্যেক ওভারের জন্য করা হবে ৫ শতাংশ জরিমানা। লর্ডস টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন কড়া শাস্তি দিয়েছেন ইংল্যান্ড দলকে। স্বাগতিক দলের অধিনায়ক বেন স্টোকস দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি যে শাস্তি ইংল্যান্ডকে দিয়েছে, সেটার প্রভাব পড়েছে ২০২৫-২৭ চক্রের পয়েন্ট টেবিলেও। তিন ম্যাচে ইংলিশদের পয়েন্ট এখন ২২। ৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে স্টোকসের দল এখন তিনে অবস্থান করছে। তিন ম্যাচে পূর্ণ ৩৬ পয়েন্ট ও শতভাগ সাফল্যের হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা শ্রীলঙ্কার সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। কদিন আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে। আর লর্ডস টেস্টের পর আঙুলের চোটে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির সিরিজ থেকে ছিটকে গেছেন। শোয়েবের জায়গায় শেষ দুই টেস্টের দলে এসেছেন লিয়াম ডসন।

লর্ডস টেস্টে লো স্কোরিং থ্রিলারে পরশু রাতে ভারতকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ের পর ইংল্যান্ডকে কঠিন শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। পয়েন্ট কাটার পাশাপাশি বেন স্টোকস ও তাঁর সতীর্থদের জরিমানাও করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কাটা হয়েছে। একই সঙ্গে স্টোকসদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার শেষ করতে না পারলে একটি করে পয়েন্ট কাটা হবে। প্রত্যেক ওভারের জন্য করা হবে ৫ শতাংশ জরিমানা। লর্ডস টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন কড়া শাস্তি দিয়েছেন ইংল্যান্ড দলকে। স্বাগতিক দলের অধিনায়ক বেন স্টোকস দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি যে শাস্তি ইংল্যান্ডকে দিয়েছে, সেটার প্রভাব পড়েছে ২০২৫-২৭ চক্রের পয়েন্ট টেবিলেও। তিন ম্যাচে ইংলিশদের পয়েন্ট এখন ২২। ৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে স্টোকসের দল এখন তিনে অবস্থান করছে। তিন ম্যাচে পূর্ণ ৩৬ পয়েন্ট ও শতভাগ সাফল্যের হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা শ্রীলঙ্কার সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। কদিন আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে। আর লর্ডস টেস্টের পর আঙুলের চোটে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির সিরিজ থেকে ছিটকে গেছেন। শোয়েবের জায়গায় শেষ দুই টেস্টের দলে এসেছেন লিয়াম ডসন।

সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
৩৬ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে