
সৌম্য সরকারের আলোচনায় আসা যেন খুব পরিচিত দৃশ্য। বিশেষ করে, গত কয়েক মাস ধরে বিভিন্ন রেকর্ডে নাম লিখিয়ে পাদপ্রতীপের আলোয় চলে আসছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার একটু ভিন্নরকম ঘটনার কারণে এবার আলোচনায় এসেছেন।
সৌম্যর এবারের ঘটনা গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে হয়েছে ঘটনাটা। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের ভেতরে ঢোকা প্রথম বলটা পুল করেন সৌম্য। ব্যাটের নিচ দিয়ে বল পেরিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে। সঙ্গে সঙ্গে লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার গাজী সোহেলও দেন আউট। তৎক্ষণাৎ রিভিউ নেন সৌম্যও। রিভিউয়ে স্পাইক দেখা গেলেও সেটা ব্যাটের সঙ্গে বলের কি না, এটা নিয়েই ছিল প্রশ্ন। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল দিয়েছেন নট আউট।
আলোচিত নট আউট নিয়ে সৌম্যর কাছেই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে। সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টসকে ম্যাচের পর বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ব্যাটে লাগেনি। বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছেন, সরাসরি রিভিউ নিয়েছি কারণ আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ এসেছিল। আমার চেইন থেকে হতে পারে বা হেলমেট থেকে হতে পারে। ব্যাটের সঙ্গে ব্যবধান ছিল। যখন চলে আসছিলাম, স্নিকোতে দেখেছিলাম তো বুঝতে পারিনি। তবে আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাটে লাগেনি। তাই লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে সরাসরি রিভিউ নিয়ে ফেলি।’
সৌম্যর বিপক্ষে যখন আউটের আবেদন হয়, তখন তাঁর স্কোর ছিল ৯ বলে ১৪। তবে জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২২ বলে ২৬ রান করে আউট হয়েছেন বাজে এক শট খেলে। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে মাতিশা পাতিরানাকে পুল করতে যান সৌম্য। যথাযথ টাইমিং না হওয়া বল মিড উইকেটে সহজেই লুফে নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচ শেষেও অবশ্য এর রেশ রয়ে যায়। বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে শ্রীলঙ্কা নালিশ করবে বলে জানা গেছে। টি-টোয়েন্টি সিরিজটি কাভার করতে আসা একমাত্র শ্রীলঙ্কান সাংবাদিক দানুশকা অরবিন্দের সিংহলিজ ভাষায় করা প্রশ্নে এমনটাই জানিয়েছেন নাভিদ নওয়াজ। এই সিরিজের দায়িত্বে থাকা আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তাঁরা অভিযোগ করবেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিলেটে পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দল দুটি।

সৌম্য সরকারের আলোচনায় আসা যেন খুব পরিচিত দৃশ্য। বিশেষ করে, গত কয়েক মাস ধরে বিভিন্ন রেকর্ডে নাম লিখিয়ে পাদপ্রতীপের আলোয় চলে আসছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার একটু ভিন্নরকম ঘটনার কারণে এবার আলোচনায় এসেছেন।
সৌম্যর এবারের ঘটনা গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে হয়েছে ঘটনাটা। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের ভেতরে ঢোকা প্রথম বলটা পুল করেন সৌম্য। ব্যাটের নিচ দিয়ে বল পেরিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে। সঙ্গে সঙ্গে লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার গাজী সোহেলও দেন আউট। তৎক্ষণাৎ রিভিউ নেন সৌম্যও। রিভিউয়ে স্পাইক দেখা গেলেও সেটা ব্যাটের সঙ্গে বলের কি না, এটা নিয়েই ছিল প্রশ্ন। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল দিয়েছেন নট আউট।
আলোচিত নট আউট নিয়ে সৌম্যর কাছেই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে। সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টসকে ম্যাচের পর বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ব্যাটে লাগেনি। বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছেন, সরাসরি রিভিউ নিয়েছি কারণ আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ এসেছিল। আমার চেইন থেকে হতে পারে বা হেলমেট থেকে হতে পারে। ব্যাটের সঙ্গে ব্যবধান ছিল। যখন চলে আসছিলাম, স্নিকোতে দেখেছিলাম তো বুঝতে পারিনি। তবে আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাটে লাগেনি। তাই লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে সরাসরি রিভিউ নিয়ে ফেলি।’
সৌম্যর বিপক্ষে যখন আউটের আবেদন হয়, তখন তাঁর স্কোর ছিল ৯ বলে ১৪। তবে জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২২ বলে ২৬ রান করে আউট হয়েছেন বাজে এক শট খেলে। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে মাতিশা পাতিরানাকে পুল করতে যান সৌম্য। যথাযথ টাইমিং না হওয়া বল মিড উইকেটে সহজেই লুফে নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচ শেষেও অবশ্য এর রেশ রয়ে যায়। বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে শ্রীলঙ্কা নালিশ করবে বলে জানা গেছে। টি-টোয়েন্টি সিরিজটি কাভার করতে আসা একমাত্র শ্রীলঙ্কান সাংবাদিক দানুশকা অরবিন্দের সিংহলিজ ভাষায় করা প্রশ্নে এমনটাই জানিয়েছেন নাভিদ নওয়াজ। এই সিরিজের দায়িত্বে থাকা আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তাঁরা অভিযোগ করবেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিলেটে পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দল দুটি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে