নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে সাকিব আল হাসান ফিরেছেন এই মিরপুর টেস্টে। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট খেললেও তবে কদিন ধরে গুঞ্জন, বাঁহাতি অলরাউন্ডার নাকি যেতে চাইছেন না এ মাসেই হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে। আজ বিষয়টি অস্বীকারও করেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সন্ধ্যায় দেওয়া বিসিবির নিউজিল্যান্ড সফরের দলে ঠিকই দেখা গেল সাকিবের নাম।
সাকিবকে নিয়েই ১৮ সদস্যের নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তান সিরিজের দল থেকে কোনো চমক নেই বললেই চলে। বিশেষ করে সর্বশেষ মিরপুর টেস্টের দল থেকে বাদ পড়েছেন কেবল স্পিনার নাঈম হাসান আর পেসার রেজাউর রহমান রেজা। টাইফয়েডে আক্রান্ত হয়ে মিরপুর টেস্টের আগেই দল থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবে বিবেচনায় আসেননি সাইফ হাসান।
মিরপুর টেস্ট দিয়ে প্রথমবার টেস্ট দলে জায়গা পাওয়া মোহাম্মদ নাঈম টিকে গেছেন নিউজিল্যান্ড সফরের দলেও। তবে সবচেয়ে বড় গুঞ্জন ছিল সাকিবকে নিয়ে। চোটে পড়ে সাকিব যেতে পারেননি বাংলাদেশ দলের আগের দুটি নিউজিল্যান্ড সফরেও (২০১৯ ও ২০২১)। এবারও তাঁর না যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। পাকিস্তানের বিপক্ষে আজ মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাপনের সংবাদ সম্মেলনে সাকিবের নিউজিল্যান্ড সফরে যাওয়া-না যাওয়া প্রসঙ্গটা উঠলে তিনি বলেছেন, ‘অনানুষ্ঠানিকভাবে সে জানিয়েছে। আমি বলেছি, অফিশিয়ালি আগে জানাক।’
স্কোয়াডে সাকিবের নামটা তাই অবাক হয়েই আসল! চোটে পড়ে তামিম ইকবাল বাংলাদেশ দলে নেই প্রায় ছয় মাস। বাঁহাতি ওপেনারকে পাওয়া যাবে না নিউজিল্যান্ড সফরেও। মাহমুদউল্লাহ রিয়াদ তো টেস্ট থেকেই অবসর নিয়েছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের দুই টেস্টের সিরিজ খেলতে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। আগামী ১ জানুয়ারি শুরু নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্ট। পরের টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি। সিরিজের প্রস্তুতি হিসেবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। একটা নিজেদের মধ্যে এবং অন্যটি নিউজিল্যান্ড একাদশের সঙ্গে।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে সাকিব আল হাসান ফিরেছেন এই মিরপুর টেস্টে। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট খেললেও তবে কদিন ধরে গুঞ্জন, বাঁহাতি অলরাউন্ডার নাকি যেতে চাইছেন না এ মাসেই হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে। আজ বিষয়টি অস্বীকারও করেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সন্ধ্যায় দেওয়া বিসিবির নিউজিল্যান্ড সফরের দলে ঠিকই দেখা গেল সাকিবের নাম।
সাকিবকে নিয়েই ১৮ সদস্যের নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তান সিরিজের দল থেকে কোনো চমক নেই বললেই চলে। বিশেষ করে সর্বশেষ মিরপুর টেস্টের দল থেকে বাদ পড়েছেন কেবল স্পিনার নাঈম হাসান আর পেসার রেজাউর রহমান রেজা। টাইফয়েডে আক্রান্ত হয়ে মিরপুর টেস্টের আগেই দল থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবে বিবেচনায় আসেননি সাইফ হাসান।
মিরপুর টেস্ট দিয়ে প্রথমবার টেস্ট দলে জায়গা পাওয়া মোহাম্মদ নাঈম টিকে গেছেন নিউজিল্যান্ড সফরের দলেও। তবে সবচেয়ে বড় গুঞ্জন ছিল সাকিবকে নিয়ে। চোটে পড়ে সাকিব যেতে পারেননি বাংলাদেশ দলের আগের দুটি নিউজিল্যান্ড সফরেও (২০১৯ ও ২০২১)। এবারও তাঁর না যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। পাকিস্তানের বিপক্ষে আজ মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাপনের সংবাদ সম্মেলনে সাকিবের নিউজিল্যান্ড সফরে যাওয়া-না যাওয়া প্রসঙ্গটা উঠলে তিনি বলেছেন, ‘অনানুষ্ঠানিকভাবে সে জানিয়েছে। আমি বলেছি, অফিশিয়ালি আগে জানাক।’
স্কোয়াডে সাকিবের নামটা তাই অবাক হয়েই আসল! চোটে পড়ে তামিম ইকবাল বাংলাদেশ দলে নেই প্রায় ছয় মাস। বাঁহাতি ওপেনারকে পাওয়া যাবে না নিউজিল্যান্ড সফরেও। মাহমুদউল্লাহ রিয়াদ তো টেস্ট থেকেই অবসর নিয়েছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের দুই টেস্টের সিরিজ খেলতে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। আগামী ১ জানুয়ারি শুরু নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্ট। পরের টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি। সিরিজের প্রস্তুতি হিসেবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। একটা নিজেদের মধ্যে এবং অন্যটি নিউজিল্যান্ড একাদশের সঙ্গে।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৯ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৩ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১৩ ঘণ্টা আগে