
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার আশা পূরণ হচ্ছে না আহমেদ রাজার। হঠাৎ করে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে সরিয়ে ২০ ওভারের ক্রিকেটে দায়িত্ব দিয়েছে চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ানকে। তবে সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে দলের নেতৃত্ব রাজার হাতেই থাকছে।
আমিরাত এশিয়া কাপের বাছাইপর্বকে সামনে রেখে রিজওয়ানের নেতৃত্বে দল ঘোষণা করেছে। আজকে ইসিবি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। আমিরাতের বোর্ড অধিনায়কত্বের বিষয়ে জানিয়েছে, ‘প্রতিটি সংস্করণে শক্তিশালী নেতৃত্ব গড়ায় তাদের লক্ষ্য। এ জন্য তারা আলাদা আলাদা অধিনায়ক করা হয়েছে।’
নতুন দায়িত্ব পাওয়া রিজওয়ান শেষ ১০ টি-টোয়েন্টিতে দলে ছিলেন না। তিনি শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালের অক্টোবরে। অথচ তাঁকেই নেতৃত্বে আনল বোর্ড। আগামীকাল এই মিডল অর্ডার ব্যাটারের নেতৃত্বের প্রথম পরীক্ষা কুয়েতের বিপক্ষে। অন্যদিকে রাজার নেতৃত্বে দল খেলছিল দুর্দান্ত। দেশটির টি-টোয়েন্টিতে সফলতম অধিনায়কও তিনি। তাঁর নেতৃত্বে দল ২৭ ম্যাচে ১৮ জয় পেয়েছে। বিশ্বকাপের বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নও হয়েছে ৩৩ বছর বয়সী অধিনায়কের অধীনে।
রাজা বড় স্বপ্ন দেখেছিলেন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতকে নিয়ে। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। নেতৃত্বের বিষয়ে আইসিসিকে এক সপ্তাহ আগে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। তাঁর ইচ্ছে ছিল সুপার ১২-এ দলকে নেতৃত্ব দেবেন।
এশিয়া কাপ বাছাই পর্বে আমিরাতের স্কোয়াড: চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরভিন্দ, আহমেদ রাজা, বাসিল হামিদ, রোহান মোস্তফা, কাশিফ দাউদ, কার্তিক মিয়াপ্পান, জহুর খান, জাওয়ার ফরিদ, আলিশান শরাফু, সাবির আলি, আরিয়ান লাকরা, সুলতান আহমেদ, জুনায়েদ সিদ্দিকী ও ফাহাদ নওয়াজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার আশা পূরণ হচ্ছে না আহমেদ রাজার। হঠাৎ করে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে সরিয়ে ২০ ওভারের ক্রিকেটে দায়িত্ব দিয়েছে চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ানকে। তবে সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে দলের নেতৃত্ব রাজার হাতেই থাকছে।
আমিরাত এশিয়া কাপের বাছাইপর্বকে সামনে রেখে রিজওয়ানের নেতৃত্বে দল ঘোষণা করেছে। আজকে ইসিবি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। আমিরাতের বোর্ড অধিনায়কত্বের বিষয়ে জানিয়েছে, ‘প্রতিটি সংস্করণে শক্তিশালী নেতৃত্ব গড়ায় তাদের লক্ষ্য। এ জন্য তারা আলাদা আলাদা অধিনায়ক করা হয়েছে।’
নতুন দায়িত্ব পাওয়া রিজওয়ান শেষ ১০ টি-টোয়েন্টিতে দলে ছিলেন না। তিনি শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালের অক্টোবরে। অথচ তাঁকেই নেতৃত্বে আনল বোর্ড। আগামীকাল এই মিডল অর্ডার ব্যাটারের নেতৃত্বের প্রথম পরীক্ষা কুয়েতের বিপক্ষে। অন্যদিকে রাজার নেতৃত্বে দল খেলছিল দুর্দান্ত। দেশটির টি-টোয়েন্টিতে সফলতম অধিনায়কও তিনি। তাঁর নেতৃত্বে দল ২৭ ম্যাচে ১৮ জয় পেয়েছে। বিশ্বকাপের বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নও হয়েছে ৩৩ বছর বয়সী অধিনায়কের অধীনে।
রাজা বড় স্বপ্ন দেখেছিলেন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতকে নিয়ে। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। নেতৃত্বের বিষয়ে আইসিসিকে এক সপ্তাহ আগে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। তাঁর ইচ্ছে ছিল সুপার ১২-এ দলকে নেতৃত্ব দেবেন।
এশিয়া কাপ বাছাই পর্বে আমিরাতের স্কোয়াড: চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরভিন্দ, আহমেদ রাজা, বাসিল হামিদ, রোহান মোস্তফা, কাশিফ দাউদ, কার্তিক মিয়াপ্পান, জহুর খান, জাওয়ার ফরিদ, আলিশান শরাফু, সাবির আলি, আরিয়ান লাকরা, সুলতান আহমেদ, জুনায়েদ সিদ্দিকী ও ফাহাদ নওয়াজ।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২০ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে