
ঢাকা, চট্টগ্রাম পর্ব শেষে আজ শুরু হয়েছে সিলেট পর্ব। আগের দুই পর্বে দুর্দান্ত পারফর্ম করা সিলেট স্ট্রাইকার্স মুখ থুবড়ে পড়ে সিলেটে এসে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সিলেট।
৯৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও রনি তালুকদার। নাইম ও রনি উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৭ রান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নাইমকে ফেরান রেজাউর রহমান রাজা। এরপর নবম ওভার বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন মাশরাফি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে নিয়েছেন শেখ মাহেদি হাসান ও শোয়েব মালিকের উইকেট। মাশরাফিকে পুল করতে গিয়ে মিড উইকেটে টম মুরসের তালুবন্দী হন মালিক।
নাইম, মাহেদি ও মালিকের বিদায়ে রংপুরের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ৪৪ রান। সতীর্থদের বিদায়ের মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন রনি। ষোলোতম ওভারের চতুর্থ বলে রাজাকে চার মেরে খেলা শেষ করে আসেন এই ওপেনার। ৬ উইকেটের জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিজেদের অবস্থান পোক্ত করল সোহানের রংপুর। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রনি। সিলেটের বোলারদের মধ্যে দুই উইকেট নেন মাশরাফি।
ম্যাচসেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফগান এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রানেই ৭ উইকেট হারায় সিলেট। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মর্তুজার ৪৮ রানের জুটিতে উদ্ধার হয় সিলেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে মাশরাফির দল। ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন সাকিব। তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আজমতউল্লাহ।

ঢাকা, চট্টগ্রাম পর্ব শেষে আজ শুরু হয়েছে সিলেট পর্ব। আগের দুই পর্বে দুর্দান্ত পারফর্ম করা সিলেট স্ট্রাইকার্স মুখ থুবড়ে পড়ে সিলেটে এসে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সিলেট।
৯৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও রনি তালুকদার। নাইম ও রনি উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৭ রান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নাইমকে ফেরান রেজাউর রহমান রাজা। এরপর নবম ওভার বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন মাশরাফি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে নিয়েছেন শেখ মাহেদি হাসান ও শোয়েব মালিকের উইকেট। মাশরাফিকে পুল করতে গিয়ে মিড উইকেটে টম মুরসের তালুবন্দী হন মালিক।
নাইম, মাহেদি ও মালিকের বিদায়ে রংপুরের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ৪৪ রান। সতীর্থদের বিদায়ের মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন রনি। ষোলোতম ওভারের চতুর্থ বলে রাজাকে চার মেরে খেলা শেষ করে আসেন এই ওপেনার। ৬ উইকেটের জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিজেদের অবস্থান পোক্ত করল সোহানের রংপুর। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রনি। সিলেটের বোলারদের মধ্যে দুই উইকেট নেন মাশরাফি।
ম্যাচসেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফগান এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রানেই ৭ উইকেট হারায় সিলেট। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মর্তুজার ৪৮ রানের জুটিতে উদ্ধার হয় সিলেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে মাশরাফির দল। ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন সাকিব। তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আজমতউল্লাহ।

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৫ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৯ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে