
ঢাকা, চট্টগ্রাম পর্ব শেষে আজ শুরু হয়েছে সিলেট পর্ব। আগের দুই পর্বে দুর্দান্ত পারফর্ম করা সিলেট স্ট্রাইকার্স মুখ থুবড়ে পড়ে সিলেটে এসে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সিলেট।
৯৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও রনি তালুকদার। নাইম ও রনি উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৭ রান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নাইমকে ফেরান রেজাউর রহমান রাজা। এরপর নবম ওভার বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন মাশরাফি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে নিয়েছেন শেখ মাহেদি হাসান ও শোয়েব মালিকের উইকেট। মাশরাফিকে পুল করতে গিয়ে মিড উইকেটে টম মুরসের তালুবন্দী হন মালিক।
নাইম, মাহেদি ও মালিকের বিদায়ে রংপুরের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ৪৪ রান। সতীর্থদের বিদায়ের মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন রনি। ষোলোতম ওভারের চতুর্থ বলে রাজাকে চার মেরে খেলা শেষ করে আসেন এই ওপেনার। ৬ উইকেটের জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিজেদের অবস্থান পোক্ত করল সোহানের রংপুর। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রনি। সিলেটের বোলারদের মধ্যে দুই উইকেট নেন মাশরাফি।
ম্যাচসেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফগান এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রানেই ৭ উইকেট হারায় সিলেট। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মর্তুজার ৪৮ রানের জুটিতে উদ্ধার হয় সিলেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে মাশরাফির দল। ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন সাকিব। তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আজমতউল্লাহ।

ঢাকা, চট্টগ্রাম পর্ব শেষে আজ শুরু হয়েছে সিলেট পর্ব। আগের দুই পর্বে দুর্দান্ত পারফর্ম করা সিলেট স্ট্রাইকার্স মুখ থুবড়ে পড়ে সিলেটে এসে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সিলেট।
৯৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও রনি তালুকদার। নাইম ও রনি উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৭ রান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নাইমকে ফেরান রেজাউর রহমান রাজা। এরপর নবম ওভার বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন মাশরাফি। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে নিয়েছেন শেখ মাহেদি হাসান ও শোয়েব মালিকের উইকেট। মাশরাফিকে পুল করতে গিয়ে মিড উইকেটে টম মুরসের তালুবন্দী হন মালিক।
নাইম, মাহেদি ও মালিকের বিদায়ে রংপুরের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ৪৪ রান। সতীর্থদের বিদায়ের মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন রনি। ষোলোতম ওভারের চতুর্থ বলে রাজাকে চার মেরে খেলা শেষ করে আসেন এই ওপেনার। ৬ উইকেটের জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিজেদের অবস্থান পোক্ত করল সোহানের রংপুর। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন রনি। সিলেটের বোলারদের মধ্যে দুই উইকেট নেন মাশরাফি।
ম্যাচসেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফগান এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রানেই ৭ উইকেট হারায় সিলেট। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মর্তুজার ৪৮ রানের জুটিতে উদ্ধার হয় সিলেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে মাশরাফির দল। ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন সাকিব। তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আজমতউল্লাহ।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩২ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে