ক্রীড়া ডেস্ক

ফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
হায়দরাবাদের এক ব্যবসায়ীর ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বলা হয়েছে, দলের মালিক, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, এমনকি ধারাভাষ্যকারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন সেই ব্যবসায়ী। তাই সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআইর দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট পুরো বিষয়ের ওপর নজর রেখেছে।
নাম প্রকাশ না করলেও দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট জানিয়েছে, হায়দরাবাদের সেই ব্যক্তির সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ রয়েছে। আগেও অনেক বার ফিক্সিংয়ের চেষ্টা করেছেন সেই ব্যবসায়ী। এবারও সেই চেষ্টা করছেন তিনি। তাই আইপিএলের সব দলকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন সেই ব্যবসায়ী দলের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারে।
প্রতিবেদন বলা হয়েছে, ওই ব্যবসায়ী দামি উপহার দেওয়ার চেষ্টা করেন। তার মধ্যে সোনার গয়নাও রয়েছে। প্রথমে ক্রিকেটারদের কাছে তিনি এক ভক্ত হিসেবে যাওয়ার চেষ্টা করেন। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এইভাবে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করেন। তার পরে ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দেন। শুধু ক্রিকেটারদের নয়, তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিদেশে ক্রিকেটারদের আত্মীয়দের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন তিনি। তাই ক্রিকেটারদের অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের ‘দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট’ জানিয়েছে, এবারের আইপিএলে অনেক ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে ওই ব্যবসায়ীকে। এমনকি বিভিন্ন দলের হোটেলেও গিয়েছেন তিনি। সেই কারণে ফিক্সিংয়ের আশঙ্কা আরও বাড়ছে। দলগুলোকে জানানো হয়েছে, কোনো বিষয়ে সন্দেহ হলে তারা যেন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। এখন প্রযুক্তি অনেক উন্নত। তাই সরাসরি ক্রিকেটারদের কাছে না গিয়েও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব। সেটা যাতে না হয় সে দিকে নজর রাখছে বিসিসিআই।

ফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
হায়দরাবাদের এক ব্যবসায়ীর ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বলা হয়েছে, দলের মালিক, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, এমনকি ধারাভাষ্যকারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন সেই ব্যবসায়ী। তাই সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআইর দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট পুরো বিষয়ের ওপর নজর রেখেছে।
নাম প্রকাশ না করলেও দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট জানিয়েছে, হায়দরাবাদের সেই ব্যক্তির সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ রয়েছে। আগেও অনেক বার ফিক্সিংয়ের চেষ্টা করেছেন সেই ব্যবসায়ী। এবারও সেই চেষ্টা করছেন তিনি। তাই আইপিএলের সব দলকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন সেই ব্যবসায়ী দলের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারে।
প্রতিবেদন বলা হয়েছে, ওই ব্যবসায়ী দামি উপহার দেওয়ার চেষ্টা করেন। তার মধ্যে সোনার গয়নাও রয়েছে। প্রথমে ক্রিকেটারদের কাছে তিনি এক ভক্ত হিসেবে যাওয়ার চেষ্টা করেন। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এইভাবে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করেন। তার পরে ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দেন। শুধু ক্রিকেটারদের নয়, তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিদেশে ক্রিকেটারদের আত্মীয়দের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন তিনি। তাই ক্রিকেটারদের অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের ‘দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট’ জানিয়েছে, এবারের আইপিএলে অনেক ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে ওই ব্যবসায়ীকে। এমনকি বিভিন্ন দলের হোটেলেও গিয়েছেন তিনি। সেই কারণে ফিক্সিংয়ের আশঙ্কা আরও বাড়ছে। দলগুলোকে জানানো হয়েছে, কোনো বিষয়ে সন্দেহ হলে তারা যেন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। এখন প্রযুক্তি অনেক উন্নত। তাই সরাসরি ক্রিকেটারদের কাছে না গিয়েও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব। সেটা যাতে না হয় সে দিকে নজর রাখছে বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে