ক্রীড়া ডেস্ক

ফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
হায়দরাবাদের এক ব্যবসায়ীর ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বলা হয়েছে, দলের মালিক, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, এমনকি ধারাভাষ্যকারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন সেই ব্যবসায়ী। তাই সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআইর দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট পুরো বিষয়ের ওপর নজর রেখেছে।
নাম প্রকাশ না করলেও দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট জানিয়েছে, হায়দরাবাদের সেই ব্যক্তির সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ রয়েছে। আগেও অনেক বার ফিক্সিংয়ের চেষ্টা করেছেন সেই ব্যবসায়ী। এবারও সেই চেষ্টা করছেন তিনি। তাই আইপিএলের সব দলকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন সেই ব্যবসায়ী দলের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারে।
প্রতিবেদন বলা হয়েছে, ওই ব্যবসায়ী দামি উপহার দেওয়ার চেষ্টা করেন। তার মধ্যে সোনার গয়নাও রয়েছে। প্রথমে ক্রিকেটারদের কাছে তিনি এক ভক্ত হিসেবে যাওয়ার চেষ্টা করেন। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এইভাবে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করেন। তার পরে ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দেন। শুধু ক্রিকেটারদের নয়, তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিদেশে ক্রিকেটারদের আত্মীয়দের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন তিনি। তাই ক্রিকেটারদের অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের ‘দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট’ জানিয়েছে, এবারের আইপিএলে অনেক ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে ওই ব্যবসায়ীকে। এমনকি বিভিন্ন দলের হোটেলেও গিয়েছেন তিনি। সেই কারণে ফিক্সিংয়ের আশঙ্কা আরও বাড়ছে। দলগুলোকে জানানো হয়েছে, কোনো বিষয়ে সন্দেহ হলে তারা যেন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। এখন প্রযুক্তি অনেক উন্নত। তাই সরাসরি ক্রিকেটারদের কাছে না গিয়েও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব। সেটা যাতে না হয় সে দিকে নজর রাখছে বিসিসিআই।

ফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
হায়দরাবাদের এক ব্যবসায়ীর ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বলা হয়েছে, দলের মালিক, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, এমনকি ধারাভাষ্যকারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন সেই ব্যবসায়ী। তাই সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআইর দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট পুরো বিষয়ের ওপর নজর রেখেছে।
নাম প্রকাশ না করলেও দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট জানিয়েছে, হায়দরাবাদের সেই ব্যক্তির সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ রয়েছে। আগেও অনেক বার ফিক্সিংয়ের চেষ্টা করেছেন সেই ব্যবসায়ী। এবারও সেই চেষ্টা করছেন তিনি। তাই আইপিএলের সব দলকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন সেই ব্যবসায়ী দলের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারে।
প্রতিবেদন বলা হয়েছে, ওই ব্যবসায়ী দামি উপহার দেওয়ার চেষ্টা করেন। তার মধ্যে সোনার গয়নাও রয়েছে। প্রথমে ক্রিকেটারদের কাছে তিনি এক ভক্ত হিসেবে যাওয়ার চেষ্টা করেন। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এইভাবে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করেন। তার পরে ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দেন। শুধু ক্রিকেটারদের নয়, তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিদেশে ক্রিকেটারদের আত্মীয়দের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন তিনি। তাই ক্রিকেটারদের অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের ‘দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট’ জানিয়েছে, এবারের আইপিএলে অনেক ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে ওই ব্যবসায়ীকে। এমনকি বিভিন্ন দলের হোটেলেও গিয়েছেন তিনি। সেই কারণে ফিক্সিংয়ের আশঙ্কা আরও বাড়ছে। দলগুলোকে জানানো হয়েছে, কোনো বিষয়ে সন্দেহ হলে তারা যেন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। এখন প্রযুক্তি অনেক উন্নত। তাই সরাসরি ক্রিকেটারদের কাছে না গিয়েও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব। সেটা যাতে না হয় সে দিকে নজর রাখছে বিসিসিআই।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৯ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে